আর যদি কোন অপরাধ করে নিরপরাধ লোকের উপর দোষ চাপায়, সে আপন স্কন্ধে কুকর্মের ও পাপের বোঝা চাপায় ৷ -সুরা নিসা, 16:122

— পবিত্র কোরআন

ওগো মনের দুয়ারে দাঁড়িয়ে থেকোনা

ওগো মনের দুয়ারে দাঁড়িয়ে থেকোনা
Ogo Moner Duare Dariye Thekona
গীতিকার: দীপক ভট্টাচার্য
সুরকার: অনল চ্যাটার্জী
শিল্পী: আরতি মুখোপাধ্যায়
[ওগো মনের দুয়ারে দাঁড়িয়ে থেকোনা,
ঘরের দুয়ারে এসো]-২
শুধু হৃদয় নদীর ঢেউ দিয়ে আজ,
চোখের জোয়ারে মেশো
মনের দুয়ারে দাঁড়িয়ে থেকোনা
ঘরের দুয়ারে এসো।
[মনের আকাশে মেঘ জমা শেষ হলে
বুকের মাটি যে ভেসে যাবে কত জলে]-২
তবু শুকনো হৃদয় প্রান্তরে তুমি
শিশিরের মতো হেসো।
মনের দুয়ারে দাঁড়িয়ে থেকোনা
ঘরের দুয়ারে এসো।
[শুধু প্রেরণা হয়েই সরে থাকো চাইনাতো
এতো কাছে যদি এলে তবে আজ,
সাড়া কেন পাইনা তো]-২
[অনেক রাত্রি সাগরের মতো কেঁদে
মেঘেদের রঙে স্মৃতিকে নিয়েছে বেঁধে]-২
দুটি হাতের মালার সোহাগে
এবার ধরা দিয়ে ভালবেসো।
মনের দুয়ারে দাঁড়িয়ে থেকোনা,
ঘরের দুয়ারে এসো।
শুধু হৃদয় নদীর ঢেউ দিয়ে আজ,
চোখের জোয়ারে মেশো
মনের দুয়ারে দাঁড়িয়ে থেকোনা,
ঘরের দুয়ারে এসো।

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply