গা গারে পাখি গা
Ga Ga Re Pakhi Ga
কথা ও সুর: সলিল চৌধুরী
কণ্ঠ: সন্ধ্যা মুখোপাধ্যায়
নি সা গা মা পা নি সা রে গা
নি সা গা মা পা নি সা রে গা
গা গা রে পাখি গা
সোনার শিকল দেব সোনার খাঁচা দেব
সোনায় ভরিয়ে দেব গা
নি সা গা মা পা নি সা রে গা
গা গা রে পাখি গা
সোনার শিকল দেব সোনার খাঁচা দেব
সোনায় ভরিয়ে দেব গা
নি সা গা মা পা নি সা রে গা।
ওরে আয় বনে বনে ঘুরে কেন মরিস
এ ডালে সে ডালে নেচে নেচে
মিছে ঘুরিস ফিরিস
আয় বনে বনে ঘুরে কেন মরিস
এ ডালে সে ডালে নেচে নেচে
মিছে ঘুরিস ফিরিস
গা রে সা নি ধা পা মা গা রে সা
নি সা গা মা পা নি সা রে গা
গা গা রে পাখি গা
সোনার শিকল দেব সোনার খাঁচা দেব
সোনায় ভরিয়ে দেব গা
নি সা গা মা পা নি সা রে গা।
[আমি যে বড়ই বড়ই একলা
তোরে বিনা জীবনের কাটে না বেলা]-২
ওরে আয় সুরে সুরে সুরভিত দে করে
প্রাণের খাঁচার এই শুন্য তারে তুই দে রে ভরে
আয় সুরে সুরে সুরভিত দে করে
প্রাণের খাঁচার এই শুন্য তারে তুই দে রে ভরে
গা গা রে সা নি ধা পা মা গা রে সা
নি সা গা মা পা নি সা রে গা
গা গা রে পাখি গা
সোনার শিকল দেব সোনার খাঁচা দেব
সোনায় ভরিয়ে দেব গা
নি সা গা মা পা নি সা রে গা।
গা গারে পাখি গা
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1