Live as if you were to die tomorrow. Learn as if you were to live forever.

দুঃখ আমার বাসর রাতের পালঙ্ক

দুঃখ আমার বাসর রাতের পালঙ্ক
Dukkho Amar Basor Rater Palongko
ছায়াছবি: অলংকার
কথা: মোহাম্মদ রফিকউজ্জামান
সুর: সত্য সাহা
শিল্পী: সাবিনা ইয়াসমিন
দুঃখ আমার আমার বাসর রাতের পালঙ্ক,
[নিন্দা আমার প্রেম উপহার]-২
সাতনরি হার কলঙ্ক
দুঃখ আমার আমার বাসর রাতের পালঙ্ক।
[শাসন-বেড়ি দুই পায়ে মল করেছি,
আর অপবাদে কালি আছে
দুই চোখে তাই পরেছি]-২
[মরমের দ্বিগুন আগুন এখন আমার]-২
দিবস রাতের সঙ্গ
দুঃখ আমার আমার বাসর রাতের পালঙ্ক।
[সুখের সাথে ঘর করা তাই হলো না,
এই বুকে বেঁধা কাঁটাটাকে
পর করা তাই হলো না]-২
[কপালের লিখন এখন বসন হয়ে]-২
জড়িয়ে আছে অঙ্গ
দুঃখ আমার আমার বাসর রাতের পালঙ্ক
[নিন্দা আমার প্রেম উপহার]-২
সাতনরি হার কলঙ্ক
দুঃখ আমার আমার বাসর রাতের পালঙ্ক।

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply