দুনিয়া ও দুনিয়া চিনেছি তোমায়
Duniya O Duniya Chinechhi Tomay
मेरी जाँ मेरी जाँ कहना मानो
Meri Jaan Meri Jaan Kehna Mano
ছায়াছবি: লড়াই (১৯৯০)
কথা: স্বপন চক্রবর্তী
সুর: রাহুল দেব বর্মন
কণ্ঠ: কুমার শানু
[দুনিয়া ও দুনিয়া চিনেছি তোমায়]-২
যে ছিলো বন্ধু আমার চলে গেল
আমি বা কার?
ভালোই হলো চেনা গেল
কী আর করা যায়?
ও দুনিয়া ও দুনিয়া চিনেছি তোমায়
দুনিয়া ও দুনিয়া চিনেছি তোমায়
যে ছিলো বন্ধু আমার চলে গেল
আমি বা কার?
ভালোই হলো চেনা গেল
কী আর করা যায়?
ও দুনিয়া ও দুনিয়া চিনেছি তোমায়।
[এমন যে হবে আমি আগে বুঝিনি
আঁধার সাথি ছিলো আমি আলো খুঁজিনি]-২
আমায় দেখে নাকি আজকে হাসে সবাই
বাতাস বলে চাঁদ বলে বলে ইশারায়
ও দুনিয়া ও দুনিয়া চিনেছি তোমায়
দুনিয়া ও দুনিয়া চিনেছি তোমায়।
[যা চাওয়া যায় সবই কি পাওয়া যায়!
কেউ সুখে কাঁদে কেউ দুঃখে ভেসে যায়]-২
নিজের হাতে আমি সবই ভেঙে দিলাম
কেন লাগে নিজেকে আজ এত অসহায়?
ও দুনিয়া ও দুনিয়া চিনেছি তোমায়
দুনিয়া ও দুনিয়া চিনেছি তোমায়
যে ছিলো বন্ধু আমার চলে গেল
আমি বা কার?
ভালোই হলো চেনা গেল
কী আর করা যায়?
ও দুনিয়া ও দুনিয়া চিনেছি তোমায়
দুনিয়া ও দুনিয়া চিনেছি তোমায়।
দুনিয়া ও দুনিয়া চিনেছি তোমায়
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1