Spread love everywhere you go. Let no one ever come to you without leaving happier.

— Mother Teresa

উল্টো পথে উল্টো মতে যুগের হাওয়া

উল্টো পথে উল্টো মতে যুগের হাওয়া
Ulto Pothe Ulto Mote Juger Hawa
কথা,সুর ও শিল্পী: অর্জুন বিশ্বাস
(জ্ঞানীরা ঠিকই বলেন)
আজকাল দুর্বৃত্তের হাতে টাকা
মূর্খেরই দাপট বেশি
আরে দুর্বৃত্তের হাতে টাকা
মূর্খেরই দাপট বেশি
অসৎরাই ধোয়া তুলশী
দেখি অসৎরাই ধোয়া তুলশী
[প্রতারণা মিথ্যাচারের বাড়াবাড়ি চলছে অতি]-২
[উল্টো পথে উল্টো মতে যুগের হাওয়া
কষ্ট বুকে নিয়েই আমার এ গান গাওয়া]-২
মাঝেমাঝে মনে হয় জঙ্গলে আছি,
মানুষ নামের হায়নাগুলোর কাছাকাছি।
ওই কাকে গান গায় শ্রোতা দেখি শকুন ও চিল,
মনের দুঃখে গান ছেড়ে দিয়েছে কোকিল।
আবার হনুমান ও বাঁদরেরা সিংহকে করছে ধাওয়া
[উল্টো পথে উল্টো মতে যুগের হাওয়া
কষ্ট বুকে নিয়েই আমার এ গান গাওয়া]-২
কত নিরপরাধ লোকে টানে জেলের ঘানি,
অপরাধী পার পেয়ে যায় দিয়ে Money.
দেখি জ্ঞানীগুণী অর্থকষ্টে মরছে ধুঁকে,
লুটেরাই এই সমাজে আছে সুখে।
আরে স্বপ্নের এই সোনার দেশে
এই তো ছিলো না চাওয়া
[উল্টো পথে উল্টো মতে যুগের হাওয়া
কষ্ট বুকে নিয়েই আমার এ গান গাওয়া]-২
আজকাল লুটপাট করে খাওয়ার জন্যই সবাই ব্যস্ত,
গ্যাঁড়াকলে পড়ে আমি হেস্তনেস্ত!
জানিনা কি যে হবে ভবিষ্যতে!
বুঝিনা চলছি আমরা কোন সে পথে!
আরে দুশ্চিন্তায় ভুলে গেছি
রোজকার ওই নাওয়া-খাওয়া
[উল্টো পথে উল্টো মতে যুগের হাওয়া
কষ্ট বুকে নিয়েই আমার এ গান গাওয়া]-২
আরে দুর্বৃত্তের হাতে টাকা মূর্খেরই দাপট বেশি
অসৎরাই ধোয়া তুলশী
দেখি অসৎরাই ধোয়া তুলশী
[প্রতারণা মিথ্যাচারের বাড়াবাড়ি চলছে অতি]-২
[উল্টো পথে উল্টো মতে যুগের হাওয়া
কষ্ট বুকে নিয়েই আমার এ গান গাওয়া]-২

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply