Always remember that you are absolutely unique. Just like everyone else.

— Margaret Mead

স্পর্শের অনুভূতি

Sporsher Onubhuti-Artcell (স্পর্শের অনুভূতি)- Lyrics Video

আমি তার ভালোবাসায়
জড়িয়ে ধরার গন্ধ পাই
তার বুকের ভেতর
সাহস হবার স্পর্শ পাই
আমি তার স্বপ্ন দেখার শব্দ পাই

আমি আলোর মতন
এক প্রখর সত্য উদযাপন
অবহেলায় হারিয়ে যাই মেঘেরই মতন
তার চোখের শব্দ হারা বাক্যমালার
নিরব নিথর অবয়বের শব্দ অনেক
প্রিয় মানুষ হয়ে বেচে থাকার কষ্ট
চেনা তার সকল স্মৃতির ধারক হয়ে পাথর
কোন ঝড়ের একা রাতে বৃষ্টি ভাঙা নিথর

তার চোখের কোনে
জমে থাকা জলরাশির গন্ধ পাই
তার হৃদয়ে ধীরে
আমি আলো ছায়ার স্পর্শ পাই
অনেক রাতের কান্নাগুলো
নীরব হবার শব্দ পাই
নিরব নিথর অবয়বের শব্দ অনেক
প্রিয় মানুষ হয়ে বেচে থাকার কষ্ট
চেনা তার সকল স্মৃতির ধারক হয়ে পাথর
কোন ঝড়ের একা রাতে বৃষ্টি ভাঙা নিথর

এখন শুধু স্মৃতি হয়ে বিচরণ থেমেছে
দু’জনার এক হয়ে চলা পথের শহীদ
তুমি জানোনা কখন বৃষ্টির শহর হাটা পথ থেমেছে
খুঁজিনা আর কোন গান তোমার শরীরে
শুন্যহীন আমার ভেতর অনাগত জীবন
খোঁজে আবার নুতন
তবুও স্মৃতির শহরে আমার নির্বাসন

বৃষ্টির পরে রুদ্র আজ
আমার এখন এক আহত নীল আকাশ
তার স্বপ্ন স্রোতে ভেসে যাবে
পুরোনো পৃথিবী… যত দীর্ঘশ্বাস
তুমি তোমারই বিগত গান
হাজার আলোর শহর দূরে
স্মৃতিহীন আমি অভিমানের
নষ্ট কোনো কষ্ট হয়ে ফুরিয়ে যাই

আমি তার অনেক দূরে
হারিয়ে যাবার শব্দ পাই!

Sporsher Onubhuti lyrics – Artcell (স্পর্শের অনুভূতি)- Lyrics Video

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply