নকশীকাঁথার রাজার কন্যা
কোথায় তোমার বাড়ি?…
যেথায় ছাদে রোদের আসমান
মেঘের ভাড়া গাড়ি…
পালিয়ে যাওয়ার রাস্তা ধরে যাই
রূপকথাদের কাছে,
তোমার কাছে দুঃখ ভোলাবার
রুপোর কাঠি আছে!?
পেঁজা তুলোর নাকছাবি আর
জুঁই ঝরানো কেশে…
বলো কন্যা যাবে নিয়ে
তোমার মুলুক দেশে?…
চার দেওয়ালের এই খেলাঘর
খেলবো না আর একা
দত্যি দানো পেরিয়ে গেলে ঠিক
পাবো তোমার দেখা?…
টিয়া রঙের পাতার ঝালর
নদীর বুকে গয়না আলোর!
তোমার দেশের ছবি কন্যা
আমার দু’চোখ ভাবে….
হীরের কুচি ঝরনা জলে
আকাশ যেন গল্প বলে!
তোমার দেশের ছবি কন্যা
আমার দু’চোখ ভাবে….
আমায় নিয়ে যাবে?….
নকশীকাঁথার রাজার কন্যা
কোথায় তোমার বাড়ি?…
যেথায় ছাদে রোদের আসমান
মেঘের ভাড়া গাড়ি…
এই ঘেরাটোপ আলো আঁধারির
ভাল্লাগেনা মেয়ে…
আমার ভেতর নৌকো বেয়ে তাই
আমায় চলো নিয়ে…
আমায় চলো নিয়ে…
আমায় চলো নিয়ে কন্যা…
আমায় চলো নিয়ে…
Lyrics- Kritee Roy
Vocal /composer -Pritam Das
Ukulele/mixing – Sumon Ghosh
Cinematography – Saikat Das,Subhojit Mukherjee
Video Editing/Vfx- Suman Ghosh
Colour Grading/Direction – Pritam Das
Concept- Taalpatar Shepai
Special Thanks – Sourav paul,Saurav Sarkar
Nakshikanthar Rajar Konna lyrics| Taalpatar Shepai | Official Music Video | Bengali Song