I’ve learned that people will forget what you said, people will forget what you did, but people will never forget how you made them feel

— Maya Angelou

চাঁদের শহর

Taalpatar Shepai | Chander Shohor | Official Music Video |

যদি যাও তুমি চাঁদের শহর
আমাকেও সাথে নিও…
অজানার দিকে যে পথ লুকোনো
তার চাবিটুকু খুঁজে দিও।

থোড় বড়ি খাড়া ধারাপাতে
প্রতিদিনই সাধারণ।
মাঝে শুধু চা’য়ে চুমুকে
তর্কের দাবানল।

যদি জানো তুমি চাবির হদিস
চলো পালাবো খুব ভোরে।
নবাগত কোনো পথের কোলাজে
অনাবিষ্কৃত ম্যাপ ধরে…

বেঁচে থাকাটুকু ঘাড়ে ধরে যারা
দিচ্ছে করে নিলাম..
আজ যেতে যেতে তাদেরকেই
অপহরণে সায় দিলাম।

চিঠি না লিখেই বেরিয়ে পড়ি চলো
পাখিদের গান গাই।
দমবন্ধ জীবনটাকেই তুমি
করে রেখে যেও দায়ী!

রূটিনের নেশা কাটিয়ে দিয়ে
তাই খুঁজি সেই মধুমাস।
তুমি কম্পাসে চোখ রাখো আর
আমি হবু কলম্বাস….

যদি যাও তুমি চাঁদের শহর
আমাকেও সাথে নিও…
অজানার দিকে যে পথ লুকোনো
তার চাবিটুকু খুঁজে দিও।

থোড় বড়ি খাড়া ধারাপাতে
প্রতিদিনই সাধারণ।
মাঝে শুধু চা’য়ে চুমুকে
তর্কের দাবানল।

Taalpatar Shepai | Chander Shohor lyrics| Official Music Video |

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply