আমি এক অস্তিত্ব টের পাই ।
সর্বক্ষণ এক অস্তিত্ব টের পাই ।
সে আমার চেনা !
তার গন্ধ অনুভব করি ।
তার স্পর্শ অনুভব করি।
তার আকৃতি বুঝতে পারি।
আমি এক অস্তিত্ব টের পাই।
পথ দিয়ে যখন হাঁটি
সে হাঁটে সঙে।
হাতটা ধরার চেষ্টা করে আমার
আমি তা সরিয়ে ফেলি।
তার মৃদু কান্নার আওয়াজ শুনি।
আমি এক অস্তিত্ব টের পাই।
সে আমার খুব চেনা।
আমার হৃদয়ে তার বাসা।
চোখে ভালোবাসা ,
অন্তরে শুধু ঘৃণা।
আমি তার সঙ্গ অনুভব করি
তাকে প্রচুর ভালোবাসি।
আমি এক অস্তিত্ব টের পাই !
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1