If you look at what you have in life, you’ll always have more. If you look at what you don’t have in life, you’ll never have enough.

— Oprah Winfrey

জল চোখে, আজ তোকে চাই, তুই কোথায়?

JOL CHOKHE – Upal Nilanjan

জল চোখে, আজ তোকে চাই, তুই কোথায়?
আয় চলে আয়, যেভাবেই আসা যায়।
পূর্ণ চাঁদ, শূন্য হাত, মাঝখানে মিশছে রাত জোছোনায়!
কিছু ছোঁয়া মনে লাগে তাই, আরও কিছু ছোঁয়া পেতে চাই-
বাস্তবে, কল্পনায়।
কিছু ছোঁয়া মনে লাগে তাই, আরও কিছু ছোঁয়া পেতে চাই-
সংকোচে, নির্দ্বিধায়।
জল চোখে, আজ তোকে চাই তুই কোথায়?
আয় চলে আয়, যেভাবেই আসা যায়।

এই ঘরে, অন্দরে হয়তো আবার আসবি বলে তুই, সঙ্গে আমার-
ভাসছে সুর, হাসছে সব অভিমান, অনুভব, অধিকার।
কিছু ছোঁয়া মনে লাগে তাই, আরও কিছু ছোঁয়া পেতে চাই-
চেনা ঘর, আলোছায়।
কিছু ছোঁয়া মনে লাগে তাই, আরও কিছু ছোঁয়া পেতে চাই-
অচেনা আঙিনায়।
জল চোখে আজ তোকে চাই, তুই কোথায়?
আয় চলে আয়, যেভাবেই আসা যায়।

যাক উড়ে, থাক দূরে ব্যর্থ আরাম,
কথা সুরে আজ কিছু ব্যথা কিনলাম।
এসময় থমকে যাক, এগানেই লেখা থাক-
দুটো নাম।
কিছু ছোঁয়া মনে লাগে তাই, আরও কিছু ছোঁয়া পেতে চাই-
লক্ষ কোটি হাজার।
কিছু ছোঁয়া মনে লাগে তাই, আরও কিছু ছোঁয়া পেতে চাই-
নয় শুধু একবার।
জল চোখে আজ তোকে চাই, তুই কোথায়?
আয় চলে আয়, যেভাবেই আসা যায়।

Song: Jol Chokhe

Composition: Shnuopoka

Musician: Rajat, Bappa, Sibu, Shantanu, Sunny, Shouvik

Camera and Editing: Mirrorless Production House

Recording and Audio Mixing: Tito, Abhijit (Tenny) Roy

Audio Mastering: Abhijit (Tenny) Roy, Studio Junk n Genius

Recorded live at Studio Hindusthan

What’s your Reaction?
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply