দশ মিনিটেই রাস্তা ফাঁকা
তবুও কঠিন ধৈর্য ধারণ করা
বাঁচতে বাঁচতে যাচ্ছি মরে
যদিও আধমরা।
শব্দ ছিল অনেক, বাক্য হয়নি তবু
ছোটার ইচ্ছা নিয়ে সবাই জবুথবু।
বক্তৃতায় ভিড় জমেছে, বিশ্বাস আসেনি
কেউ ছিল না বিবেকানন্দ শুধুই ছিল বাণী।
আশ্বাসের কত মেঘ, কিন্তু বৃষ্টি কোথা?
নাক গলাতে সবাই পারে যাদের নেই মাথা।
এ সংসারে জলও বিকোয়, ঘামের দাম নেই
শরীর ক্ষয়, মন বিষণ্ন দশ মিনিটেই।
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1