Ambition is like love, impatient both of delays and rivals.

— Buddha

কলঙ্কিত জ্যোৎস্নায়

হাঁটতে হাঁটতে পা ফুলে গেছে
তবুও নিরন্তর হাঁটা এই পথে
প্রত্ন পরিযায়ী শ্রমিক বাঁচার প্রয়াসে

এ প্রান্ত ও প্রান্ত কতদূর সভ্যতার পথ?
নিজেই নিজের লাশ বয়ে নিয়ে যাই
একে একে সব ঠিকানা হারিয়ে গেলে
অন্ধকারে ঠিকানা খুঁজে পাই

ছিটকে গেছে সব আলো, সন্তানের মুখ
মোহিনী বিশ্বাসেরও গভীর অসুখ
মানবিক রাষ্ট্রের খোঁজে আমাদের দীর্ঘশ্বাস যায়
কে কাকে বোঝাবে আজ দীর্ঘশ্বাস শুধু হাওয়া নয়

চারিদিকে কলঙ্কিত জ্যোৎস্নায়
রক্তমাখা রুটি
পড়ে আছে
আর ঘামে ভেজা টুকরো বসনগুলি

আব্রু নেই, আব্রু নেই— মানব ফসিল
সমস্ত সভ্যতা আজ লাশকাটা ঘর…

তৈমুর খান

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply