কাব্যগ্রন্থ – আমি….…?
শাওন মল্লিক
সময়ের হেরাফেরি তে চাপা
পড়ে যাওয়া অনূভুতি গুলো
মাঝে মাঝে মন থেকে ঢিকরে বেরিয়ে আসতে চায়…
কান্না করার জন্য অন্তরের অন্তস্তল
থেকে মুখে ফুটে উঠে……মৃত্যুর গন্ধ
মনের আর চোখের যোগাযোগ টা বড্ড
বেমানান হয়ে উঠে মাঝে মাঝে…..
সময়ের রাজনৈতিক আলোচনা তে
অসহায় সাধারণ মানুষ আমি…
সময় মাঝে মাঝেই বিভীষণ হয়ে….
নানা বিভীষিকা দেখায়….
ভালোবাসা টা সময়ের কাছে তখন আমজনতার জীবন….
সে যে তখন রাজনৈতিক পিষাচ…
কিংবা পিসাচী…
কে জানে?
সময়ের সাথে তো আমার কথায় হয় নি…
ভাবছি কিছু দিন সময় নিয়ে….
সময়ের সাথে সময় কাটাবো…
তাকে দেখাবো আমার ভেতরের নিস্পাপ শিশু টাকে…
তখন যদি তার মায়া হয়…
শুনছো তুমি?
সময় তোমাকে বলছি…..
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1