Always remember that you are absolutely unique. Just like everyone else.

— Margaret Mead

আমি কষ্ট পেতে ভালোবাসি

কোনো সুখের ছোঁয়া পেতে নয়
নয় কোন নতুন জীবনের খোঁজে
তোমার চোখে তাকিয়ে থাকা
আলোকিত হাসি নয়
কোনো সুখের ছোঁয়া পেতে নয়
নয় কোন নতুন জীবনের খোঁজে
তোমার চোখে তাকিয়ে থাকা
আলোকিত হাসি নয়

আশা নয়
না বলা ভাষা নয়

আমি কষ্ট পেতে ভালোবাসি
তাই তোমার কাছে ছুটে আসি
আমি কষ্ট পেতে ভালোবাসি
তাই তোমার কাছে ছুটে আসি

বুকের এক পাশে রেখেছি
জলহীন মরুভূমি
ইচ্ছে হলে যখন তখন
অশ্রু ফোটা দাও তুমি
তুমি চাইলে আমি দেব
অথই সাগর পাড়ি

আমি কষ্ট পেতে ভালোবাসি
তাই তোমার কাছে ছুটে আসি
আমি কষ্ট পেতে ভালোবাসি
তাই তোমার কাছে ছুটে আসি

যখন আমার কষ্টগুলো
প্রজাপতির মত উড়ে
বিষাদের সবকটা ফুল
চুপচাপ ঝড়ে পড়ে
আমার আকাশ জুড়ে মেঘ
ভরে গেছে ভুলে

আমি কষ্ট পেতে ভালোবাসি
তাই তোমার কাছে ছুটে আসি
আমি কষ্ট পেতে ভালোবাসি
তাই তোমার কাছে ছুটে আসি

কোনো সুখের ছোঁয়া পেতে নয়
নয় কোন নতুন জীবনের খোঁজে
তোমার চোখে তাকিয়ে থাকা
আলোকিত হাসি নয়
কোনো সুখের ছোঁয়া পেতে নয়
নয় কোন নতুন জীবনের খোঁজে
তোমার চোখে তাকিয়ে থাকা
আলোকিত হাসি নয়

আশা নয়
না বলা ভাষা নয়

আমি কষ্ট পেতে ভালোবাসি
তাই তোমার কাছে ছুটে আসি
আমি কষ্ট পেতে ভালোবাসি
তাই তোমার কাছে ছুটে আসি
আমি কষ্ট পেতে ভালোবাসি
তাই তোমার কাছে ছুটে আসি
আমি কষ্ট পেতে ভালোবাসি
তাই তোমার কাছে ছুটে আসি

ami kosto pete valobashi lyrics

kono sukher choya pete noy lyrics

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply