মানুষ যখন পথ চিনিবার জন্য চেষ্টা ও পরিশ্রম করে তখন আমি তাহাদিগকে আমার পথ চিনাইয়া থাকি৷ – পারা 21, সুরা আনকাবুত-7

— আল কোরআন

জীবন নামের রেলগাড়িটা পায় না খুজে ইশ্টিশন

জীবন নামের রেলগাড়িটা
পায় না খুজে ইশ্টিশন
কোন লাইনে গেলে পাবে
বলবে তারে কে এখন,
ও,
জীবন নামের রেলগাড়িটা
পায় না খুজে ইশ্টিশন৷
কোথা থেকে ছেড়ে এলে
যেতে হবে কতদূর৷
কোনখানে তার শেষে ঠিকানা
কোনখানে তার অচিনপুর৷
কবে হবে লাইন কিলিয়ার
ডাকবে কেন মহাজন৷
ও,
জীবন নামের রেলগাড়িটা পায় না খুজে ইশ্টিশন৷
প্রেম আগুনে চলে গাড়ি জ্বলে জ্বলে ফুরায় দম,
সিগনালে তার থামতে হলে
থাকবে না যে সময় কম,
কোথায় আছে দমের মালিক
বল আমারে বল না মন৷
ও,
জীবন নামের রেলগাড়িটা পায় না খুজে ইশ্টিশন৷
জীবন নামের রেলগাড়িটা পায় না খুজে ইশ্টিশন৷
কোন লাইনে গেলে পাবে
বলবে তার কে এখন,
জীবন নামের রেলগাড়িটা
পায় না খুজে ইশ্টিশন৷

jibon namer rail garita payna khuje station lyrics

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply