The way to get started is to quit talking and begin doing.

— Walt Disney

তুমি এতো সহজে ভুলতে পারো অন্য কাউকে জড়িয়ে ধরো আমি কেনো শুধু ভুলে যেতে পারিনা

Obosthan lyrics| অবস্থান | Eather | HIGHWAY

তুমি সাইকেল চালানো শিখবে তাই
আমি আজো সাইকেলে ঘুরে বেড়াই
শুধু ছলনায় তোমার ছোঁয়া মেলেনা
তুমি কবিতাগুলো পড়বে তাই আমি
আজো রাত জেগে ছন্দ সাজাই
রাত শেষে শুধু ভোর ফিরে আসে না
আমি তোমাকে বুঝিয়ে দেবোই তাই
ব্যাগে আজো রাখি পিজিক্স বই
শুধু তুমি নেই তাই বইটা খুলি না
তুমি ছুঁড়ে ফেলে দিবে এই ভয়ে
আমি সিগারেট আজো লুকিয়ে শুধু
এখনতো কেউ বারণ আর করে না
তুমি এতো সহজে ভুলতে পারো
অন্য কাউকে জড়িয়ে ধরো
আমি কেনো শুধু ভুলে যেতে পারিনা
আজ অবাক লাগে তোমায় দেখে
আমায় আজ তোমার অচেনা লাগে
এতো ভালো অভিনয় কেনো জানিনা?
তুমি চশমাটা খুলে রাখবে তাই
আমি আজো ভুল করে পেছনে তাকাই
শুধু কালো ওই চোখ দুটো দেখিনা
আমি আজো আনমনে হারিয়ে যাই
তাই ভুল করে এই হাতটা বাড়াই
শুধু তোমার কোমল ছোঁয়া মেলেনা
তুমি লিখবে আমায় এই ভেবে আমি
আজো করি অপেক্ষা তবে
অপেক্ষার শেষ কবে জানিনা
তুমি ভাবনা আজ আমায় নিয়ে আমি
স্মৃতিগুলকেই জড়িয়ে শুধু
নতুন করে স্বপ্ন দেখিনা
তুমি এতো সহজে ভুলতে পারো
অন্য কাউকে জড়িয়ে ধরো
আমি কেনো শুধু ভুলে যেতে পারিনা
আজ অবাক লাগে তোমায় দেখে
আমায় আজ তোমার অচেনা লাগে
এতো ভালো অভিনয় কেনো জানিনা?
তুমি এতো সহজে ভুলতে পারো
আমি কেনো শুধু ভুলে যেতে পারিনা
অচেনা তুমি কিভাবে
করো চেনা ওই মুখটাকে
অবাক লাগে কি বিবেক তোমায়
তুমি ভাবনা আজ আমায় নিয়ে আমি
স্মৃতিগুলকেই জড়িয়ে শুধু
নতুন করে…

tumi eto sohoje vulte paro lyrics

tumi cycle chalano shikhbe tai lyrics

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply