সদুপদেশ গ্রহন করার জন্য অন্তরে আগ্রহ সৃষ্টি না হওয়া এবং নিজের অভিমত খণ্ডিত হতে দেখেই অন্তরে ক্রোধের সৃষ্টি হওয়ার নামই অহংকার। আত্মপ্রশস্তি ও অহংকার মানুষকে নিম্নস্তরে নিয়ে যায়।

— ইমাম গাজ্জালি (রহঃ)

ঝড়

হাওয়ার আসার কথা ছিল
কিন্তু ঝড় এলো
ছোট্ট প্রদীপটি নিভে গেলে
সব অন্ধকার

যদিও এখন অন্ধ চোখ
কিছুই দেখি না বলে
নিজেকেও অচেনা মনে হয়

শুধু স্পর্শে ও গর্জনে তফাত বুঝি
হাওয়া শান্ত নিরিবিলি
ঝড় শুধু চোখ রাঙায়।

তৈমুর খান

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply