Lovers don’t finally meet somewhere, They’re in each other all along.

আমি তো আসল বিলাতি

আমি তো আসল বিলাতি, আমি নয় কোন অন্য জাতি।
বিলাত সেই গঞ্চজাতে, ছিলাম আমি জাতে জাতে
আসি আহাদত সেফাতে ভুলি এস্কে মাতি।
সুমিষ্ট নিয়ামত খেতে, বিলাত হতে আসি ভারতে।
আসি সুয়েজ খালের পথে, আফগানে করে স্থিতি।
পাঞ্জাবের রাজধানী লাহাের, সেথায় এসে সে শহর
ফলে ফুলে শোভে শহর, করেছিলাম তাই বসতি।
লাহাের হতে আসি বোম্বাইতে, ভরপুর দেখি কলকারখানাতে
রইলাম দালানে নীচের তলাতে, মনের তলায় হয় না শান্তি
বোম্বাই হতে আসি দিল্লীতে, বাদশাহর জোমা মসজিদের উপর কোটাতে।
ঝাড় লণ্ঠন কত বাহার দেখতে, জ্বলছে আলো দিবারাতি
তিথি যোগে কর্ম ফাঁসে, দিল্লী হতে জোয়ারে ভেসে,
ধাক্কায় ধাক্কায় মাসে মাসে কলকাতা এসে হই নব কান্তি
তথা হতে এসে ঢাকায় পেলাম এই রাজ্য পাট,
এই দেহ ভারতে হয়েছি লাট,
মনসুর কয়, ঝড় ঝঞ্ঝাট প্রজা শাসনের পান্তি।।

———–
মনসুর

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply