You will face many defeats in life, but never let yourself be defeated

— Maya Angelou

একটি প্রবহমান অধ্যায়

সব নির্জনতার পাশেই কোনো গান পড়ে থাকে
যেমন সমস্ত নারীর মুখেই লুকিয়ে থাকে প্রিয়তমা

গ্রীষ্ম দুপুরে উড়ে আসা একটি পালক
পাখির মতোই কথা বলে

একটি ঝরে পড়া শুকনো পাতাও
গাছেরই লেখা জীবনলিপি

এক একটি বৃষ্টির ফোঁটায়
সমুদ্রের জীবন-দর্শন লেখা থাকে

প্রতিদিন নিজের ভেতর থেকে
বেরিয়ে আসে এক মেঘ-বালক
ঘাম আর নুনের গন্ধে শরীর জেগে উঠলে
নিজেকেই নিজের পৃথিবী ভাবি

তৈমুর খান

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply