All that we are is the result of what we have thought.

— Buddha

খুঁজে পাওয়া এক শীতে হারিয়েছে পানসিতে

Khuje Paoa Ek Sheete ( খুঁজে পাওয়া এক শীতে ) | Tamalika Golder | Arghyadip Roy | Debdeep | Koustabh

খুঁজে পাওয়া এক শীতে হারিয়েছে পানসিতে
লেখা রাত পার্সিতে
তোমার গায়।

ঘুম ভাঙা আলপিনে নাবালক রাতদিনে
দেখারা তোমায় চিনে
পথ হারায়।

মেখেছে আলোর রেখা রূপোলি হিজল শাখা
নিকোনো উঠোন ফাঁকা
হিম ঘনায়।

অচেনা বিদেশী হাওয়া জোনাকি ফেরত পাওয়া
তোমারই নামের ছায়া
ঘুম পাড়ায়।

যেটুকু প্রহর বাকী সুপটু হাতের ফাঁকি
কিছুটা সময় আঁকি
জামার গায়।

সে জামা হলুদ ভোরে তোমারি কপোল জুড়ে
ঠোঁটের অনতিদূরে
রোদ পোহায়।

Khuje Paoa Ek Sheete ( খুঁজে পাওয়া এক শীতে ) | Tamalika Golder | Arghyadip Roy | Debdeep | Koustabh

Paintings : Koustabh Chakrabarty (Kosha)

Vocal & Composition : Tamalika Golder

Lyrics : Arghyadip Roy

Music Arrangement : Tamalika & Debdeep

Guitar, Guitalele, Keyboard, Esraj & Music Production : Debdeep Banik

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply