The best and most beautiful things in the world cannot be seen or even touched — they must be felt with the heart.

— Helen Keller

যে আঁধারে এসেছিলে চুপিচুপি

https://youtu.be/ZgQBWPO3s2A
Je Andhare Eshechile (যে আঁধারে এসেছিলে ) | Sanchita Bhowmick | Tamalika Golder | Debdeep Banik

যে আঁধারে এসেছিলে চুপিচুপি
আলো জ্বেলে তাকে সাজাই
কী মুখোশে লুকোলে বহুরূপী
এ ছলনা কাকে জানাই
মন ভাঙে নীরবে কেন বোঝো না প্রিয়
ভোরশিউলির সাথে কিছু ঝরি আমিও
অকালশ্রাবণ চোখে নিয়ে
কাকে জানাই নালিশ তুমি বলে দিও

এই তো মাতামাতি শরৎসকালে
রোদের লুটোপুটি তোমার কপালে
এমন মধুমাসে
তোমার আশেপাশে
মেঘের ভেলা ভাসে
চুল ভিজিও
হায় এ পরবাসে
কেউ প্রতি নিশ্বাসে
খোঁজে তোমায় পাশে
সাড়া দিও

Lyrics & Composition : Tamalika Golder

Vocal : Sanchita Bhowmick

Keys, Recording & Mixing : Debdeep Banik

Video : Ranadeep Naskar

What’s your Reaction?
+1
3
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply