তোমার ঐ হাসিতে কী দারুন জ্বালা
যে জ্বলে সেই জানে তুমি শুধু জাননা
ও চোখের চাউনিতে মরণের ইশারা
যেই দেখে সেই মরে তুমি শুধু মানোনা
এ জ্বালা কভু আর কেউ যেন পায়না
আমি ছাড়া ঐ চোখে কেউ যেন চায়না
মরতে যে চাই আমি একা ঐ মরণে
আর যেন কাউকে সই ও মরণে মের না
প্রণয়ের এ খেলায় হারি জিতি নেই লাজ
দেউলিয়া হয়ে আমি হতে চাই মহারাজ
এ বুকে বারে বারে আসে তাই কামনা
একবার মুখে বলো তুমি আর কারো না
————————-
মান্না দে
Tomar oi hasite lyric Manna Dey
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1