আমি কোনও দৈব আলো চাইনি
একটি শুধু কালো হরিণ
খুঁজি এই নিশিবনে
তার দুটি জাদুচোখ ছিল
ডাকত আমাকে
মনোবাসনা পুড়ত রোজ
তার নিভৃত আগুনে
আজও নিশি আসে
আজও হরিণীর ডাক
উপেক্ষা করি না আমি
জলের ছায়ায় দেখি ঘোরে
তার স্মৃতির বিমুগ্ধ মাছ
জল কেটে কেটে খুঁজে দেখি
এখানেও চেয়ে আছে নিঃশব্দ হরিণী
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1