আরো একটা রাত কেটে যাবে
বুকে জমবে আরো অলসতা
বিলাপহীন একঘেয়ে আলো
পাশবালিশের নিঃসঙ্গতা
পড়ে আছে আলমারির তাকে
তোমার উপহার দেওয়া সোয়েটার
হুইস্কিতে আর নেশা হয়না
ভোর হয়ে এলো বোধহয় এবার
আরো একটা রাত কেটে যাবে
বুকে জমবে আরো অলসতা
বিলাপহীন একঘেয়ে আলো
পাশবালিশের নিঃসঙ্গতা
পড়ে আছে আলমারির তাকে
তোমার উপহার দেওয়া সোয়েটার
হুইস্কিতে আর নেশা হয়না
ভোর হয়ে এলো বোধহয় এবার
আকাশের রং এখনো ফ্যাকাশে
আর চোখ খুলে রাখা যায়না
ভোরের সময় হয়ে এলো
চলে গেলে কেউ ফিরে আসে না
আকাশের রং এখনো ফ্যাকাশে
আর চোখ খুলে রাখা যায়না
ঘুমের সময় হয়ে এলো
চলে গেলে কেউ, ফিরেএএএ?
নিঃসঙ্গতা | Nishshongota | Arko Mukhaerjee | Bengali Original Song | Album – Bondhur Bari | Kolkata
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1