যাচ্ছ চলে নেফারতিতি
বিষন্ন চুল উড়ছে হাওয়ায়
সবুজ আকাশ দূরে সরে যায়
পথের এখনও কিছুটা বাকী।
এখনই নামবে সন্ধ্যা
পৃথিবীর পুরোনো পথে
ল্যাম্পপোস্ট নতজানু প্রার্থনায়
একা দাঁড়িয়ে থাকে।
হাত বাড়িয়ে ছুঁয়ে দিতে তুমি পার না
একা চাঁদ চাঁদের কংকাল
হেঁটে যেতে যেতে ভুল পথে তুমি থামো না
খোঁজ না উদার আকাশ।
কিছু সূর্যগন্ধীমেঘ
কিছু বিস্মরণের নদী বয়ে যায় তোমার
আত্মার কাছাকাছি
নেফারতিতি।
যাবেই চলে নেফারতিতি
বিষন্ন চুল উড়ছে হাওয়ায়
সবুজ আকাশ দূরে সরে যায়
শহরে আজও বৃষ্টির দিন।
তোমার শঙ্খশরীরে জলপদ্মরেখা
এখনই যেও না অন্ধকারে
আমাকে ফেলে একা।
Band: Meghdol | মেঘদল Song: Nefertiti | নেফারতিতি (Remastered) Album: Neon Aloy Shagotom Lyrics and Composition: Shibu Kumer Shill
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1