নেফারতিতি
যাচ্ছ চলে নেফারতিতিবিষন্ন চুল উড়ছে হাওয়ায়সবুজ আকাশ দূরে সরে যায়পথের এখনও কিছুটা বাকী। এখনই নামবে সন্ধ্যাপৃথিবীর পুরোনো পথেল্যাম্পপোস্ট নতজানু প্রার্থনায়একা দাঁড়িয়ে থাকে। হাত বাড়িয়ে ছুঁয়ে দিতে তুমি পার নাএকা চাঁদ চাঁদের কংকালহেঁটে যেতে যেতে ভুল পথে তুমি থামো নাখোঁজ না উদার আকাশ। কিছু সূর্যগন্ধীমেঘকিছু বিস্মরণের নদী বয়ে যায় তোমারআত্মার কাছাকাছিনেফারতিতি। যাবেই চলে নেফারতিতিবিষন্ন চুল উড়ছে […]