Two things are infinite: the universe and human stupidity; and I’m not sure about the universe.

— Albert Einstein

এ ভুলে যাও শবনম দাগ গুলো মুছে ফেলো

Shobnom by band Shohojia, Album: Rongmistree

এ ভুলে যাও শবনম
দাগ গুলো মুছে ফেলো
সংকট স্বীকার করে নাও
দেখো নেই বলে কিছু নেই
একবার চেয়ে দেখো
সব কিছু এখানেই

সম্পূর্ণতা আমি জানিনা
একটা পাখি গলা ছেড়ে গায়
আমি তার পাশেই পাতা হয়ে রই
গান শিখে নেই কথায় কথায়

কথাটাই শেষ নয়
চুপ করে শোনো কিছু
যদি তুমি চাও

এ ভুলে যাও শবনম

একদিন নদী তার
রুপে নাচবেই
একদিন ঢেউয়ে তার
ছবি আঁকবেই
একদিন চা-বাগান
সুখে হাসবেই
একদিন পাহাড়ের
বুকে বাঁচবোই

ততদিন ভালো থেকো
আমাকে গান লিখো
যদি ফিরে পাও

এ ভুলে যাও শবনম
দাগ গুলো মুছে ফেলো
সংকট স্বীকার করে নাও
দেখো নেই বলে কিছু নেই
একবার চেয়ে দেখো
সব কিছু এখানেই

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply