আদর্শ থেকে বিচ্যুত হবার একমাত্র মাধ্যম হচ্ছে ভয়৷

— ফেরোরিনাস

অবকাশ

আমার অবকাশকে কখনো ঘুমোতে দিইনি
খাঁ খাঁ শূন্যের ভেতর সে ছুটছে
ম্লান হয়ে আসা দুপুরের উঠোনে
আজও আমি উৎসাহ ছুঁড়ে দিচ্ছি

নিস্তব্ধতার হাততালি বাজছে
মুহুর্মুহ ঘুঘু ডাকছে
জল গড়িয়ে যাচ্ছে অন্যজলের দিকে
আমি নতুন কিশলয়ের বার্তা এনে তাকে দিচ্ছি

হাসো অবকাশ , বিচ্যুতির ক্লাসে গরম আবহাওয়ায়
নিরাভরণ সময়ের দোদুল সীমানায়
কে কার কার সাথে শুয়ে যাচ্ছে এখন
আর ঘুমের ভেতর নরম মাংসের স্বাদ

উচ্ছ্বাসগুলি ঝাঁক ঝাঁক উড়ে যাচ্ছে
বিক্রমশীল নদীর দিকে সংকল্পের শিহরনগুলি
শ্যামলমায়ায় ছলছল ছবি হয়ে যাচ্ছে
ঘনীভূত মেঘে লুকিয়ে যাচ্ছে দানা দানা অনুভূতি

 তৈমুর খান

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply