The way to get started is to quit talking and begin doing.

— Walt Disney

“বাংলাদেশ বিষয়াবলী”

১. ফ্রিডম হাউস এর বার্ষিক প্রতিবেদনে বাংলাদেশের গণতান্ত্রিক স্বাধীনতা এখন আংশিক মুক্ত দেশের কাতারে।
✓✓১০০ পয়েন্টের মধ্যে এবার বাংলাদেশের স্কোর ৩৯।
✓✓মুক্ত বিভাগে ৮২ টি দেশ ও একটি অঞ্চল পড়েছে।
✓✓আংশিক মুক্ত ৫৯ ত্রিদেশীয় একটি অঞ্চল।
✓✓এখনো মুক্ত হতে পারে নাই ৫৪ টি দেশ ও দশ টি অঞ্চল।
২. দুর্নীতি দমন কমিশন দুদকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন মঈনউদ্দীন আব্দুল্লাহ।
✓✓২০০৪ সালে দুর্নীতি দমন কমিশন (দুদক) গঠিত হয়।
✓✓মঈনউদ্দীন আবদুল্লাহ্সহ ৬ষ্ঠ চেয়ারম্যান।
৩. পায়রা বন্দর বাংলাদেশের পটুয়াখালী জেলায় অবস্থিত বাংলাদেশের তৃতীয় সামুদ্রিক বন্দর।
✓✓২০১৬ সালে সমুদ্র বন্দরটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়৷
৪. কীর্তনখোলা নদী বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের বরিশাল এবং ঝালকাঠি জেলার একটি নদী।
✓✓এই নদীর তীরে বরিশাল শহর অবস্থিত।
৫. শিশু উন্নয়ন কেন্দ্র তিনটি। দুটি বালক ও একটি বালিকাদের জন্য।
✓✓গাজীপুর জেলার টঙ্গীতে বালক ও বালিকাদের জন্য আলাদা দুটি এবং যশোর জেলার পুলেরহাটে বালকদের জন্য।
৬. ইমপ্যাক্ট ফাউন্ডেশন বাংলাদেশ নামের বেসরকারি সংগঠনটি জীবনতরী নামের ভাসমান হাসপাতালটি চালু করে ১৯৯৯ সালে।
✓✓ ১২ শয্যার এই হাসপাতালটিতে চিকিৎসক আছেন তিনজন।
৭. মধুমতি নদী বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মাগুরা, ফরিদপুর, নড়াইল, গোপালগঞ্জ এবং বাগেরহাট জেলার একটি নদী।
৮. ছিয়াত্তরের মন্বন্তরের দুর্ভিক্ষে বাংলায় কত লোক মারা গিয়েছিল? এক-তৃতীয়াংশ।
✓✓জনসংখ্যার এক-তৃতীয়াংশ, প্রায় ১০ মিলিয়ন(১ কোটি) মানুষ দুর্ভিক্ষে মারা যায়।
৯. ওয়ারেন হেস্টিং কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন কত সালে?১৭৮১।
✓✓কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন ওয়ারেন হেস্টিংস (ব্রিটিশ গভর্নর ১৭৭২-৮৫)। প্রতিষ্ঠাকাল ১৭৮১; মতান্তরে, ১৭৮০।
১০. ২০২০-২১ অর্থবছরের প্রথম আট মাসে (জুলাই ফেব্রুয়ারি) পণ্য রপ্তানি হয়েছে ২ হাজার ৫৮৬ কোটি ডলার এর।
✓✓মোট রপ্তানি আয় এর ৮১ শতাংশ তৈরি পোশাক খাত থেকে এসেছে ।
৩. সেনরা বাংলায় এসেছিল কোথা থেকে? দক্ষিণ ভারত থেকে।
✓✓পালদের পর এসেছে সেনেরা। সেনদের সময় সংস্কৃত ভাষা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা লাভ করে।
৪. বাংলায় সিপাহী বিদ্রোহে কে নেতৃত্ব দেন? মঙ্গল পান্ডে।
✓✓মঙ্গল পাণ্ডে ১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহে অংশগ্রহণ করেছিলেন। তিনি সাধারণ সিপাই হয়ে সিপাহী আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন। গরু ও শূকরের চর্বি ব্যবহার করে যে কার্তুজ তৈরি করতো ইংরেজরা, হিন্দু-মুসলমান উভয় ধর্মের সিপাহীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে সেটা। হিন্দু ধর্মে গরু ও মুসলমান ধর্মে শূকর নিষিদ্ধ। অথচ বন্দুক চালাতে গিয়ে প্রতিবারই গরু-শূকরের চর্বি মিশ্রিত কার্তুজে কামড় বসাতে হচ্ছে এদেশীয় সৈন্যদের। এ নিয়ে সৈন্যদের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়। পুঞ্জিভূত সেই ক্ষোভের বিস্ফোরণ ঘটে মঙ্গল পাণ্ডের নেতৃত্বে সিপাহী বিদ্রোহের মধ্য দিয়ে।
৫. চিরস্থায়ী বন্দোবস্ত চালু হয় কত সালে? ১৭৯৩ সালে।
✓✓চিরস্থায়ী বন্দোবস্ত ১৭৯৩ সালে কর্নওয়ালিস প্রশাসন কর্তৃক ইস্ট ইন্ডিয়া কোম্পানি সরকার ও বাংলার ভূমি মালিকদের (সকল শ্রেণির জমিদার ও স্বতন্ত্র তালুকদারদের) মধ্যে সম্পাদিত একটি স্থায়ী চুক্তি। এর প্রবক্তা লর্ড কর্নওয়ালিস।
“আন্তর্জাতিক বিষয়াবলী”
১. যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা ও পরামর্শক প্রতিষ্ঠান ফ্রিডম হাউস।
✓✓ওয়াশিংটনভিত্তিক পর্যবেক্ষক প্রতিষ্ঠান ফ্রিডম হাউস।
✓✓১৯৪১ সালে ফ্রিডম হাউস প্রতিষ্ঠিত হয়।
২. ভাস্কো-দা-গামা কোন দেশের নাবিক ছিলেন? পর্তুগিজ।
✓✓ভাস্কো দা গামা (১৪৬৯ – ডিসেম্বর ২৪, ১৫২৪, কোচি, ভারত) একজন পর্তুগীজ অনুসন্ধানকারী এবং পর্যটক যিনি প্রথম পঞ্চদশ শতাব্দীতে সমুদ্রপথে ইউরোপ থেকে ভারতে আসেন।
৬. বার্নিয়ের কোন দেশের পর্যটক ছিলেন? ফ্রান্স।
✓✓মুঘল আমলে আগত ইউরোপীয় পর্যটকদের মধ্যে অন্যতম বিখ্যাত ছিলেন ফরাসি পর্যটক ফ্রাঁসোয়া বার্নিয়ের(১৬২০-১৬৮৮)।
৭. মিয়ানমারের সর্বশেষ সেনা অভ্যুত্থান ঘটে ১ ফেব্রুয়ারি ২০২১ এ।
৮. ফার্ক বিদ্রোহী গোষ্ঠী এর অবস্থান ?কলম্বিয়ায়।
✓✓রেভোল্যুশনারি আর্মড ফোর্সেস অব কলম্বিয়া (স্প্যানিশ- ফুয়েরখাস আরমাদাস রেভ্যোলুশিওনারিয়াস দে কলম্বিয়া) বা ফার্ক।
✓✓২০১৭ সালের ২৭ জুন, দীর্ঘ তিপ্পান্ন বছরের রক্তক্ষয়ী ইতিহাসের যতি টেনে ফার্ক গেরিলারা অস্ত্র সমর্পণ করে।
“দৈনন্দিন বিজ্ঞান”
১. উদ্ভিদের দেহে শতকরা প্রায় কত ভাগ পানি? ৯০ ভাগ।
২. মানবদেহে শতকরা প্রায় কত ভাগ পানি? ৬০-৭০ ভাগ।
৩. ফটোগ্রাফিক কাগজের ওপর আলোর ক্রিয়ার ফলে আলোক রশ্মি কোন শক্তিতে রূপান্তরিত হয় ? রাসায়নিক শক্তি।
৪. জলবিদ্যুৎ উৎপাদনের জন্য পানির কোন শক্তিকে কাজে লাগানো হয়? বিভব শক্তি

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply