Life is what happens when you’re busy making other plans.

— John Lennon

বাগধারা বাংলা নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর

*** সবার নিচে উত্তর দেওয়া আছে

১। ‘ঢিমে তেতালা’ বাগধারাটির অর্থ হলো—
ক. তালজ্ঞান বর্জিত
খ. খুবই মন্থর গতি
গ. অল্প পরিশ্রমে কাতর
ঘ. বিস্ময়ে অবাক হওয়া
২। ‘অহংকার নেই যার’-এর সঠিক বাক্য সংকোচন হবে—
ক. নিরঅহংকারী
খ. নিরহংকারী
গ. নিরহংকার
ঘ. নিঃঅহংকার
৩। ‘পঞ্চত্বপ্রাপ্তি’ শব্দটির সঠিক প্রতিশব্দ কোনটি?
ক. আশীর্বাদ লাভ খ. স্বর্গলাভ
গ. জীবন ঘ. মৃত্যু
৪। ‘ক্তি’ প্রত্যয়যোগ করলে ‘চ’ ও ‘জ’ স্থলে কী হবে?
ক. ক খ. ঝ
গ. ত ঘ. ম
৫। নির্দিষ্টতা বোঝাতে সংখ্যাবাচক শব্দের সঙ্গে কোনটি যুক্ত হয়?
ক. গোটা খ. দুটো
গ. এক ঘ. টি
৬। নিচের কোনগুলো অনুগামী সমুচ্চয়ী অব্যয়?
ক. কিন্তু, বরং খ. যদিও, যেন
গ. যথা, তথা ঘ. হ্যাঁ, বেশ তো
৭। নিচের কোনটি উপপদ তত্পুরুষ সমাসের উদাহরণ?
ক. মনমরা খ. মধুমাখা
গ. পকেটমার ঘ. আলুনি
৮। ভিন্নার্থক শব্দযোগে দ্বিরুক্ত শব্দ গঠন করা হয়েছে কোনটিতে?
ক. অলিগলি খ. বাতটাত
গ. ছটফট ঘ. চুপচাপ
৯। খাঁটি শব্দে ‘এ’ ধ্বনির উচ্চারণ কেমন হয়?
ক. সংবৃত খ. বিবৃত
গ. হ্রস্ব ঘ. দীর্ঘ
১০। অ +ঃ + অ = ও; এ নিয়মে সাধিত সন্ধি কোনটি?
ক. মনোরম খ. তপোবন
গ. ততোধিক ঘ. তিরোধান
১১। ‘সে-ই কাজটা করে থাকবে।’ বাক্যে যৌগিক ক্রিয়া কী অর্থে ব্যবহার করা হয়েছে?
ক. সম্ভাবনায় খ. সন্দেহ প্রকাশে
গ. নির্দেশে ঘ. দৃঢ়তায়
১২। ‘নয়ন’ শব্দের সঠিক প্রকৃতি-প্রত্যয় কোনটি?
ক. নী + অনট খ. নে + অনট
গ. নী + অন ঘ. নে + অন
১৩। ‘শত্রুর সহিত সন্ধি চাই না’ বাক্যটিতে ‘সহিত’ অনুসর্গটি কী অর্থ প্রকাশ করেছে?
ক. সহগামিতা
খ. বিরুদ্ধগামিতা
গ. দিকে বা সঙ্গে
ঘ. সমসূত্রে
১৪। নিচের কোন অব্যয়ীভাব সমাসটি ‘বীপ্সা’ অর্থে প্রয়োগ হয়েছে?
ক. ঈষৎ নত = আনত
খ. পা থেকে মাথা পর্যন্ত = আপাদমস্তক
গ. ক্ষণ ক্ষণ = অনুক্ষণ
ঘ. বিরুদ্ধ কুল = প্রতিকূল
১৫। বাক্যের পদক্রমে সম্বন্ধপদ বিশেষ্যের পূর্বে বসে—এর উদাহরণ কোনটি?
ক. তুমি বাড়ি যাবে না আমি যাব
খ. জানি তোমার মুরদ কতটুকু
গ. না চাইতে দানের কোনো মর্যাদা নেই
ঘ. ঘরের ছেলে ঘরে ফিরে এসেছে
১৬। বিপরীত অর্থে ‘অপ’ উপসর্গযুক্ত শব্দ কোনটি?
ক. অপমান খ. অপকর্ম
গ. পরাজয় ঘ. অপনোদন
১৭। কর্মবাচ্যের ধাতু বাক্যের মধ্যে কোনটির অনুসারী হয়?
ক. বাক্যের ক্রিয়াপদের
খ. বাক্যের কর্তাপদের
গ. বাক্যের নামপদের
ঘ. বাক্যের কর্তার
১৮। ‘ঝির ঝির করে বাতাস বইছে’ অব্যয়ের দিরুক্তিতে কী অর্থ প্রকাশ করেছে?
ক. অনুভূতি
খ. ভাবের গভীরতা
গ. ধ্বনি ব্যঞ্জনা
ঘ. পৌনঃপুনিকতা
১৯। শব্দের মধ্যে দুটি ব্যঞ্জনের পরস্পর পরিবর্তন ঘটলে তাকে বলে—
ক. বিষমীভবন
খ. ধ্বনি বিপর্যয়
গ. ব্যঞ্জনচ্যুতি
ঘ. ব্যঞ্জন বিকৃতি
২০। নিত্য পুরুষবাচক শব্দ কোনটি?
ক. সধবা খ. ঘোষ
গ. ঢাকী ঘ. দাই
২১। ‘সই’ তদ্ধিত প্রত্যয়টি ‘মত’ অর্থ প্রকাশ করে, এর ব্যতিক্রম কোনটি?
ক. নামিসই খ. টেকসই
গ. মানানসই ঘ. জুতসই
২২। ‘সে গতকাল পরীক্ষা দেয়নি।’ বাক্যটি কোন কালের?
ক. সাধারণ অতীত
খ. সাধারণ বর্তমান
গ. পুরাঘটিত অতীত
ঘ. পুরাঘটিত বর্তমান
২৩। সাধারণ মধ্যম পুরুষের বর্তমান কালের অনুজ্ঞায় চলিত রীতির বিভক্তি কোনটি?
ক. উক খ. উন
গ. ন ঘ. ও
২৪। বাক্যের প্রকাশভঙ্গি অনুসারে কর্তা কত প্রকার?
ক. দুই খ. তিন
গ. চার ঘ. পাঁচ
২৫। ‘ধনধান্য পুষ্পে ভরা, আমাদের এই বসুন্ধরা।’ মিশ্র বাক্যটিতে কোন ধরনের আশ্রিত খণ্ডবাক্য রয়েছে?
ক. বিশেষ্য স্থানীয়
খ. বিশেষণ স্থানীয়
গ. ক্রিয়া বিশেষণ স্থানীয়
ঘ. অব্যয়ী স্থানীয়
২৬। ‘মাথা ব্যথা’ দ্বারা কী বোঝায়?
ক. ভাবনা করা খ. আগ্রহ
গ. রোগবিশেষ ঘ. দায়িত্ব গ্রহণ
২৭। ‘চোরটা ধরা পড়েছে’ এটি কোন বাচ্যের উদাহরণ?
ক. কর্তৃবাচ্যের খ. কর্মবাচ্যের
গ. ভাববাচ্যের ঘ. কর্মকর্তৃবাচ্যের
২৮। একটি অপূর্ণ বাক্যের পরে অন্য একটি বাক্যের অবতারণা করতে হলে কোন চিহ্ন ব্যবহার করতে হয়?
ক. কমা খ. হাইফেন
গ. কোলন ঘ. সেমিকোলন
২৯। নিচের কোনটি ফারসি শব্দ?
ক. কেচ্ছা খ. টিন
গ. পাত্র ঘ. রসদ
৩০। ‘কেবল তোমার জন্য আমার এ দুর্ভোগ।’ বাক্যে ‘কেবল’ শব্দ দ্বারা কী বোঝানো হয়েছে?
ক. বিশেষ্য খ. বিশেষণ
গ. অনুসর্গ ঘ. উপসর্গ
উত্তরগুলো মিলিয়ে নাও
১. খ ২. গ ৩. ঘ ৪. ক ৫. ঘ ৬. খ ৭. ক ৮. ক ৯. খ ১০. গ ১১. খ ১২. ক ১৩. ঘ ১৪. গ ১৫. ঘ ১৬. ক ১৭. খ ১৮. গ ১৯. খ ২০. গ ২১. ক ২২. খ ২৩. ঘ ২৪. গ ২৫. খ ২৬. খ ২৭. খ ২৮. গ ২৯. ঘ ৩০. গ

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply