Every human being is the author of his own health or disease.

— Buddha

যদি বন্ধু হও

যদি বন্ধু হও
Jodi Bondhu Hao
অ্যালবাম: যদি বন্ধু হও
কথা ও সুর: উদয় বন্দ্যোপাধ্যায়
শিল্পী: শুভমিতা ব্যানার্জী
[যদি বন্ধু হও
যদি বন্ধু হও যদি বাড়াও হাত
যেন থামবে ঝড় মুছে যাবে এই রাত
হাসিমুখ তুলে অভিমান ভুলে
রাঙা সূর্য বলবেই সুপ্রভাত]-২
যদি বন্ধু হও
[সবার রঙে মিশলে রঙ,সুরে মিললে সুর
হবে পুরোনো যত দ্বিধা দ্বন্দ্ব দূর]-২
[যদি ভাগ করে নাও দুঃখ সুখ
বোঝো তোমার আমার নেই তফাত]-২
হাসিমুখ তুলে অভিমান ভুলে
রাঙা সূর্য বলবেই সুপ্রভাত
যদি বন্ধু হও
কেন বন্ধ ঘরে একই অন্ধকার
সব জানালা খুলে আলো আসতে দাও
খোলা হাওয়া আসুক,শত ফুল ফুটুক
ছুটুক পাল তুলে স্বপ্নরা।
[ফুরিয়ে যাবে সব যখন,যাবে এই জীবন
কেন নিজের টুকু নিয়ে ভুলছে মন?]-২
[যদি সবার ছাদ হয় এক আকাশ
সব দেওয়ালগুলো ভেঙে যায় হঠাৎ]-২
হাসিমুখ তুলে অভিমান ভুলে
রাঙা সূর্য বলবেই সুপ্রভাত
যদি বন্ধু হও
যদি বন্ধু হও যদি বাড়াও হাত
যেন থামবে ঝড় মুছে যাবে এই রাত
হাসিমুখ তুলে অভিমান ভুলে
রাঙা সূর্য বলবেই সুপ্রভাত
যদি বন্ধু হও যদি বন্ধু হও।

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply