The only impossible journey is the one you never begin

— Tony Robbins

আমার মায়ের মতো এমন মা আর

আমার মায়ের মতো এমন মা আর
Aamar Mayer Moto Emon Maa Aar
গীতিকার: পুলক বন্দ্যোপাধ্যায়
সুরকার: নবীন চট্টোপাধ্যায়
কণ্ঠ: কবিতা কৃষ্ণমূর্তি
[আমার মায়ের মতো এমন মা আর
আছে কজনার]-২
[রাগ করেনা একটুও যে]-২
বায়নাতে আমার
[আমার মায়ের মতো এমন মা আর
আছে কজনার]-২
[আবদারেতে পাগল করে
চাই যে শুধু দুই হাত ভরে]-২
[চাওয়ার জিনিস পেয়ে গেলেই
নতুন চাওয়া চাই যে আবার]-২
[রাগ করেনা একটুও যে]-২
বায়নাতে আমার
[আমার মায়ের মতো এমন মা আর
আছে কজনার]-২
[দিই না সময় মাকে আমি
একটু জিরোবার,
হাসিমুখে সয় মা আমার
সকল অত্যাচার]-২
[কোলের ছেলে কোলেই থাকে
দেয়না ফেলে মা যে তাকে]-২
[দু্ষ্টুমি সব মিষ্টি করে
ঘাড়ে নামায় কিছুরই ভর]-২
[রাগ করেনা একটুও যে]-২
বায়নাতে আমার
[আমার মায়ের মতো এমন মা আর
আছে কজনার]-২

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply