প্রত্যেকে নিজ নিজ কর্মের জন্য দায়ী, একের পাপের বোঝা অন্যে বহন করবে না ৷ -6:164

— আল কোরআন

আবার খানিক বৃষ্টি নামুক!

সৈয়দ মোঃ সাকিব আহমদ

এভাবে বৃষ্টি নামুক,
জল ছলছল চোখও
ব্যথাভরা বুকের গল্প বলুক,
দূরে কোথাও পানির ধারায় সে গল্প ভাসুক।
এভাবে আবার বৃষ্টি নামুক,
তোমার কথা মনে পড়ুক।
আবার জুরে হাওয়া আসুক,
সেই হাওয়াতে কল্পলোকের
তোমার কাজল চোখে লেপ্টে থাকুক;
একটুকরো মায়া।
এভাবে আবার বৃষ্টি নামুক,
সাথে খানিক শীতল হাওয়া,
আমার মনের উঠোন জুড়ে
তোমার ছবি আবার ভাসুক!
আবার খানিক বৃষ্টি নামুক,
আবার খানিক বৃষ্টি নামুক!

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply