Be silent, Only the Hand of God Can remove The burdens of your heart.

সজনী গো সজনী দিন রজনী কাটে না

সজনী গো সজনী দিন রজনী কাটে না
Sajani Go Sajani Din Rajani Kate Na
কথা ও সুর: সলিল চৌধুরী
কণ্ঠ: সন্ধ্যা মুখোপাধ্যায়
[সজনী গো সজনী দিন রজনী কাটে না
যা সখী বল তারে সে ঘাটে যেন আসে না]-২
[নিশিদিন ঝনঝন ঝন বুকের বেদন
সহে না সহে না বাঁশির কাঁদন]-২
নিশিতে ঘুম কেড়ে নেয় দিবসে কেবল কাঁদায়
না না না আর যেন সে মন-তরীতে ভাসে না
যা সখী বল তারে সে ঘাটে যেন আসে না
সজনী গো সজনী দিন রজনী কাটে না
যা সখী বল তারে সে ঘাটে যেন আসে না।
[জানি সে এমন সেমন
একদিন না হেরিলে পোড়ামন করে কেমন]-২
[ভয়ে মন দূর দূর দূর যখন তখন
যদি সে যদি সে ভোলে কখন]-২
আমারই আঙ্গন দিয়া যদি সে আনবাড়ি যায়
এ পোড়া হাল দেখে সে মুখ টিপে আর হাসে না
যা সখী বল তারে সে ঘাটে যেন আসে না
সজনী গো সজনী দিন রজনী কাটে না
যা সখী বল তারে সে ঘাটে যেন আসে না।

What’s your Reaction?
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply