People with opinions just go around bothering each other.

— Buddha

মায়ের কাছে

আজ সারাদিন বৃষ্টির পর মা হারিয়ে গেল

মেঘেরা বাঁশি বাজাল

শোঁ শোঁ বাতাসে ছেড়ে গেল অদৃশ্য জাহাজ

আমরা পাখির মতো অদৃশ্য ডানা ঝাপ্টালাম

আমরা মাথা ঠুকলাম কঠিন পাথরে

মা হারিয়ে গেল

মায়ের সাদা থান ভিজে গেল

বৃষ্টিফুল ফুটল মায়ের আঁচলে

সূর্য এল না আজ

বৃষ্টিভেজা ভাঙা পৃথিবীর

একখণ্ড মাটিতে আমরা

দাঁড়িয়ে থাকলাম

মাটির সংসারে হা হা করে বাজল

             হাঁড়ি বাসন 

ঘর উঠোনে মায়ের আত্মার পদধ্বনি

বৃষ্টিস্বরে মা বলছে, আয়, মাটির কাছে আয়!

অনেক বৃষ্টি,শূন্যতা এবং তুমুল

          মাটির ভেতর 

আমরা সবাই ঢুকে যেতে থাকি

আমরা সবাই মনে মনে মায়ের কাছে যাই

Writer:  তৈমুর খান

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply