ফাল্গুনে শুরু হয় গুনগুনানী, ভোমরাটা গায় গান ঘুম ভাঙানি

— – ফররুখ আহমেদ

ফুল ফুটে ঝরে যায়

ফুল ফুটে ঝরে যায়
Phul Phute Jhore Jaay
ছায়াছবি: অন্তরালে
কথা: গৌরিপ্রসন্ন মজুমদার
সঙ্গীত: বাপ্পী লাহিড়ী
শিল্পী: আশা ভোঁসলে
[ফুল ফুটে ঝরে যায় গন্ধ তারই ঢেলে]-২
ভালোবাসা যায় না তো,একবার এলে
লা লা লা লা লা লা লা লা লা লা
[চারটি অক্ষর ভালোবাসা
তার যাওয়া নেই আছে শুধু আসা]-২
মন তবু ছাড়ে না তো
একবার কাছে তাকে পেলে
আঁধারে সে দীপ দেয় জ্বেলে
হে ফুল ফুটে ঝরে যায় গন্ধ তারই ঢেলে
হো ভালোবাসা যায় না তো,একবার এলে
লা লা লা লা লা লা লা লা লা লা
[চারটি অক্ষর ভালোবাসা
তার মুখে নয় বুকে আছে ভাষা]-২
অনেক ঝিনুক খুঁজে
একটাই মুক্তো যে মেলে
কত বাঁধা মন পেতে গেলে
এ ফুল ফুটে ঝরে যায় গন্ধ তারই ঢেলে।

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply