The best and most beautiful things in the world cannot be seen or even touched – they must be felt with the heart

— Helen Keller

এমন মানুষ কোথায় ?

আদর্শ সূত্র মেনে যতসব,
অনাদর্শ হবে অনড়,
বলয়ের শিখা প্রতিহত করতে এগোবে সে,
এমন মানুষ কোথায় আহা,
এমন মানুষ কোথায়?

নজরুলের অমৃত কাব্য,
দুয়ার ভেঙে জোয়ার আসা,
হবে ক্ষণে ক্ষণে আলোকিত,
এমন মানুষ কোথায় আহা,
এমন মানুষ কোথায়?

শ্রীকৃষ্ণবিজয় হঠাৎ ঠাহরে,
উত্তম ও অধমে নহে বিভোর মিলন,
বুঝবে জাতি, খুব সহজে,
এমন মানুষ কোথায় আহা,
এমন মানুষ কোথায়?

করুন চাহনিতে কাঁদবে সে,
চাইবে কান্নার শেষ,
মিটাবে স্বপ্ন,দেখাবে আশা
এমন মানুষ কোথায় আহা,
এমন মানুষ কোথায়?

তৃষ্ণার কথা বললে মারবে না,
ক্ষুধার জ্বালায় হাসবে না,
নিচ থেকে উঠে দাঁড়াবে সে,
এমন মানুষ কোথায় আহা,
এমন মানুষ কোথায়?

অন্যায় আপোস করে না,
জুলুমের ধার ধারে না,
আস্তাকুড়ে ও ভালোবাসা খুঁজে,
এমন মানুষ কোথায় আহা,
এমন মানুষ কোথায়?

বীর বেশে সে পরান জয়ী,
দিনশেষে সে খুব বিনয়ী,
নিঃশর্ত সংগ্রামী সে,
এমন মানুষ কোথায় আহা,
এমন মানুষ কোথায়?

খরার প্রাচীরে বৃষ্টি যেমন,
নিখোঁজ চেষ্টায় অবিচল তেমন,
দূর থেকে বাঁচানো আশ্রয়ে সে,
এমন মানুষ কোথায় আহা,
এমন মানুষ কোথায়?

আমি বলি তুমি সত্য জানো,
ভয় পেওনা অন্ধকারে,
বুলি মাত্র সে থামায় কষ্টের পরীক্ষা
এমন মানুষ কোথায় আহা,
এমন মানুষ কোথায়?

ধর্মে গোত্রে বরণে জাতে সে অচিন,
বলে না সে সোপর্দ করো,
নিজ সে পরিচয়ে ধর্ম লালন করো,
এমন মানুষ কোথায় আহা,
এমন মানুষ কোথায়?

দিবস-রাত প্রেরণা জাগায়,
মুখোশ চেনা বার পাত্র সে,
আমি তো বলি মহানায়কের আখ্যান,
এমন মানুষ কোথায় আহা,
এমন মানুষ কোথায়?

কায়ামানুবাদ অস্বীকারকারী,
চেষ্টা শ্রম চেতনায়,
ধুধু ইতিহাস পাল্টে ফেলার প্রত্যয়,
এমন মানুষ কোথায় আহা,
এমন মানুষ কোথায়?

ওরে, সেতো অধীর আগ্রহে,
শুনতে সে ভালবাসে,
পরক্ষণে দামামা বাজিয়ে সে লড়তে জানে,
এমন মানুষ কোথায় আহা,
এমন মানুষ কোথায়?

মাতৃতুল্য সে তার দেশের সম্মান,
বজ্রের ফস্কা আলোর ভয়,
কে জানি সে হয়ে যাবে এক নতুন বিস্ময়,
এমন মানুষ কোথায় আহা,
এমন মানুষ কোথায়?

কবি ও তো জানেনা, তার কবিতার আখ্যান,
কয়েক মুহুর্ত যে টিকবে না,
তবু সময় থামিয়ে তার প্রস্থান,
এমন মানুষ কোথায় আহা,
এমন মানুষ কোথায়?

লস্কর বাড়ির ছেলেরা ও বোঝে নাই,
উপাখ্যান বেশ রহস্যময়,
নিজ তুফানে আবার শান্তির বৈঠা,
এমন মানুষ কোথায় আহা,
এমন মানুষ কোথায়?

হ্যাঁ তবে নির্জলা সে আজ,
নীল বন্দরে বাঁধের সম্মুখীন,
তবে হার না মানা সে,
এমন মানুষ কোথায় আহা,
এমন মানুষ কোথায়?

নিস্পন্দ মনুষ্য চেয়ে যাবে,
বলব ,এবার হাসি নেই,
সে মুখ ফিরিয়ে যাবে না,
এমন মানুষ কোথায় আহা,
এমন মানুষ কোথায়?

ওহে, আমার ফেরি বিকায় কে,
আমিতো শুধু চিরন্তন সত্য,
মূর্ছনা করছ কেন? সে দাঁড়িয়ে তো…
এমন মানুষ কোথায় আহা,
এমন মানুষ কোথায়?

আজ শুধু উপসংহার এর ভূমিকা,
কাল থেকে মহারণ,
সে বুঝে নিয়েছে, তার খুব প্রয়োজন।

এমন মানুষ কোথায় আহা, এমন মানুষ কোথায়?

Writer: Sabbir Ahmed

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply