Life is never fair, and perhaps it is a good thing for most of us that it is not

— Oscar Wilde

একচালা টিনের ঘর

একচালা টিনের ঘর
এই আপন এই পর
সবাই তো যাযাবর
তবুও বানাই ঘর”
ভেতরে নেই ঠিক ঠাক
বাইরে বেশ ফিটফাট
সম্পর্কের কাঁটা ছেড়া
সবশেষে বাঁশের বেড়া।
জীবনের যত প্রয়োজন
তবুও মানে না মন
নানান রঙের শান্তি খোজে
না পেলে দুচোখ বুজে।
হে, একচালা টিনের ঘর
এই আপন এই পর
সবাই তো যাযাবর
তবুও বানাই ঘর”
এই কূলে আমার
তুমি একটাই বিশ্বাস
তোমারই এক ইশারায়
চলে যাবে নিঃশ্বাস
ভাইয়ে ভাইয়ে দ্বন্দ
করে দাও সব বন্ধ
ভাই ছাড়া তোমার জীবন
হয়ে যাবে অন্ধ।
হে, একচালা টিনের ঘর
এই আপন এই পর
সবাই তো যাযাবর
তবুও বানাই ঘর”

অাইয়ুব বাচ্চু (এল অার বি) – এক চালা টিনের ঘর

Song: Ghor
Artist: Ayub Bachchu
Album: Prem tumi ki

ek chala tiner ghor lyrics

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply