মানুষ যখন পথ চিনিবার জন্য চেষ্টা ও পরিশ্রম করে তখন আমি তাহাদিগকে আমার পথ চিনাইয়া থাকি৷ – পারা 21, সুরা আনকাবুত-7

— আল কোরআন

মানুষের অক্ষমতা নিয়ে -শক্তি চট্টোপাধ্যায়

মানুষের অক্ষমতা নিয়ে
শক্তি চট্টোপাধ্যায়
মানুষের অক্ষমতা নিয়ে কোনো রহস্য কোরো না।
কেননা, মানুষ বড়ো কষ্টে আছে, সীমাবদ্ধ আছে,
মানুষের আপনার জন তাকে পিছু টেনে ধরে,
এগোতে দেয় না, শুধু কাছে রাখে কৃপণের মতো।
ভিখারির ভাঙা সানকি যেভাবে রেখেছে ভিখারিরা
সেইভাবে।
মানুষের অক্ষমতা নিয়ে তুমি রহস্য কোরো না,
কেননা, প্রকৃতপক্ষে, তুমিও সে-কষ্টের মানুষ!

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0