Tag: শাওন মল্লিক

  • মায়ার আংশিক বিশ্লেষণ

    শাওন_মল্লিক
    কাব্যগ্রন্থ_আমি…?

    পথিক কহে…
    প্রেমের মায়া কত প্রকার?
    পথিকের মতে মায়া হলো ছেড়ে চলে যাওয়ার জিনিস..
    উত্তরে অন্য পথভ্রষ্ট পথিক কহে..
    কিছু মানুষ মায়া নিয়েই বাঁচে…তারা প্রেমিক
    কিছু মানুষ মায়া কাটিয়ে চলে যায়.. তারা বিচ্ছেদী
    আর মায়া ছড়ানোর কাজ বাস্তবতা নামক মহাকালের…
    আর কিছু মানুষ মায়া হারিয়ে…
    আবার সেই একই মায়ার খোঁজে
    পথভ্রষ্ট পথিকে পরিনত হয়…
    যেমন আমি?

  • অর্ধমৃত

    #কাব্যগ্রন্থ_সত্তার_আত্মচিৎকার
    #শাওন_মল্লিক

    মৃত মানুষের সত্তা এক সময় আর্তচিৎকার করে উঠবে….
    তোমায় কাছে ডাকবে…
    কিন্তু সাবধান!
    তার ধারে কাছে ঘেষা মানে…
    সমস্ত পাপের আখড়ার দিকে এগোনো…
    আর ভুলে যদি চামড়া খসে পড়ে…
    তাইলেতো কেলেংকারি….!
    দুর্গন্ধে স্নায়ু টান খেয়ে…
    মাটিতে নেতিয়ে পড়বে তোমার দেহ…❤️

  • কেউ কি একটু মুক্তি দিতে পারবে?

    #কাব্যগ্রন্থ_সত্তার_আত্নচিৎকার

    #শাওন_মল্লিক

    কেউ কি একটু মুক্তি দিতে পারবে?
    অসাড় হয়ে বসে আছে সত্তা….
    অসাড়তা জড়িয়ে ধরেছে সত্তাকে..
    একটু অনন্ত নিদ্রারত মুক্তি চাই…
    কেউ কি আমার সত্তার আত্মাকে
    ভৌত বিজ্ঞানের তত্ত্ব থেকে মুক্তি দিতে পারবে?
    খসে গিয়েছে চামড়া..
    নিত্য যন্ত্রণায় পুড়ে চলেছে দেহ…
    উপড়ে ফেলা হয়েছে চোখ…
    সত্তার এই মুখবিকৃতি দেখে..
    কেউ কি মুক্তি দিতে আসবে?
    কেউ কি মুক্তি দিতে পারবে?
    পুনর্জীবন এ বিশ্বাস আর রাখতে পারছিনা…
    বুকটা থেতলে গেছে…
    দিন দিন বিভৎস রকমের
    কংকালসার হয়ে যাচ্ছে চিত্তাকর্ষক দেহ…
    কোথায় নিয়ে এসেছে জীবন দর্শন….
    আড়ালে সূর্যালোকিত করে দেখে আছে
    সমালোচকদের জীবন দর্শক …
    কেউ কি আমায় একটু মুক্তি দিতে পারবে?
    আর ভুগতে পারছি না..
    নেতিয়ে পড়েছে পাহাড় সমান অধিকার…
    অসাড়তা জড়িয়ে ধরেছে সত্তাকে..
    একটু অনন্ত নিদ্রারত মুক্তি চাই…

  • নীলার সাথে আত্মকথন

    #শাওন_মল্লিক

    #কাব্যগ্রন্থ_অবান্তর_নীলা

    মেয়েটা কি দেখে আর কেনো আমার প্রেমে কেনো পড়লো জানি না…
    প্রেম কি, ভালোবাসা কি? সে কি আদেও উপলব্ধি করতে পেরেছে?
    উপলব্ধি তো আমিই করতে পারি নি আমার জীবন এ…
    যাক প্রেম নিয়েই বলি…
    কি আছে আমার মধ্যে?
    আচ্ছা! এ প্রশ্নের কি আদেও কি কোনো উত্তর হয়?
    সেও আমাকে বারম্বার একই প্রশ্ন করেছিলো…
    আমিও তো উত্তর দিতে পারিনি…
    আরে এ প্রশ্ন টি যেনো সত্তা বিদ্ধ করে…
    নিজেকে নিজেই বিশ্বাস করাতে পারি না কিছুক্ষেত্রে
    চোখ মুখ ব্যাকুল হয়ে পড়ে তাকে না দেখলে…
    আবার সে মায়া চোখে চোখ ও রাখতে পারি না..
    এই বুঝি চোখ ঝলসে উঠলো!

  • আমার আমির ব্যাখা

    কাব্যগ্রন্থঅবান্তরনীলা
    শাওন মল্লিক

    নীলা …!
    আমি চলে যাব….
    কোথাও অন্তরালে
    তোমার মধ্যে…
    আমার আমির স্বার্থহীনতার অন্তরালে
    আমি মানুষ টার সব বিষাক্ত
    তুমি আমার আমিকে. …
    তোমার অন্তরালে নিও না…
    ওখানে জ্বলন্ত অগ্নিশিখা….
    আচমকা!আচমকা!
    অগ্নুৎ্পাতের উৎপত্তি…
    আচ্ছা আমার সুখগুলো কি নিতে পারবে?
    নাকি ওখানেও কষ্টের রেশ লেগে আছে?
    জীবদ্দশায় আমায় একটা জিনিস শিখেছি নীলা!
    তুমি আমায় ছাড়া ভালো থাকতে পারো না!
    আবার তুমি সবসময় ভালো থাকো এটাই যেনো আমার ইচ্ছে!
    এরমধ্যে কোনটা আমি এটা বুঝি না!
    হয়তো দুটোই আমি..!

  • সর্বাঙ্গে স্বার্থহীনতা

    সর্বাঙ্গে স্বার্থহীনতা

    #কাব্যগ্রন্থ_অবান্তর_নীলা

    #শাওন_মল্লিক

    তোমার সুখের সাথে ….
    চলছে আমার বরফের মতো শীতল স্নায়ুযুদ্ধ…
    কায়াহীন গভীর খাঁদ…
    অনিবার্য প্রাসঙ্গিকতায় সৃষ্ট কম্পনের
    অনুভূতির নিম্নমানের নির্মাণসামগ্রীর নিম্নচাপ….
    ধোঁয়া বেরুচ্ছে….
    অশ্রুসিক্ত চোখ লাল বর্বরোচিত কাঠগোলাপ…..
    কুয়াশাজড়ানো
    স্বপ্নের কথা বারবার বলে ওঠে…
    মেঘের ঝড়ে পড়া.….
    রক্তমাংসের গলে যাওয়া সময়েরই ইঙ্গিত…
    পচা গলা দেহ….
    কি দুর্গন্ধের আভাস মিলে চলেছে..
    এই মাঝ রাতে…
    আমি চলে যাবাে মৃত্যুর মিছিলের
    ওপারে….
    অশ্রুপাতে আর স্পর্শকাতর হবাে না
    তখন….
    ভীন্নতার সৃষ্টি সুখের উল্লাসে
    কবিতার মহামারী আকারে ছড়িয়ে
    যাবাে একাকীত্বের গহীনে…

  • মায়াদেবী

    #কাব্যগ্রন্থ_অবান্তর_নীলা

    #শাওন_মল্লিক

    আমি এক অসম্ভব মায়াদেবীর পাল্লায় পড়েছিলাম বাপু!
    পড়েছিলাম বললে বোধহয় ভুল হয়!
    পড়ে রয়েছি অনন্তকাল ধরে..
    তার মায়া চোখের মায়া সহ্য করবো?
    সেই সহ্যশক্তিও নেই আমার!
    সে সাধ্য নেই আমার!
    সে কি যে মায়া!কি যে চাহনি!
    তার এমন মায়া যে!
    সে মায়া চোখে চোখ রাখলে
    আমায় ধমনী শিরা-উপশিরায় টান পড়ে যায় বাপু!
    টানটান রক্তে গড়া শরীর টাও কেমন জানি
    মায়াবী হয়ে যায় …
    বাতাসের তীব্র গতিতে যেনো বয়ে যায় আমি!
    আমার জরাজীর্ণ জীবনের দেবী অন্য কেউ জেনে…
    কেউ আর দেবীর রূপ ধরে….
    জরাজীর্ণ দেহকে নিয়ন্ত্রণ করতে…
    এই জীবন গৃহে গীতবাদ্য আর…
    আমোদ-প্রমোদ করতে আসবে না…..
    তাই বলছিলাম কি!
    আমার দেবী চলচ্চিত্রের চিন্তানন্দনতাকে বাড়িয়ে লাভ নেই..
    আমার দেবীর!
    বেলি ফুলের গন্ধ এখান অব্ধিই সীমাবদ্ধ!

  • মেঘ_কি_যেনো_বলছিলো

    কাব্যগ্রন্থঅবান্তর নীলা
    শাওন_মল্লিক

    মেঘ বলছিলো….
    কি জানি বলছিলো সে?
    ও আচ্ছা….…!
    হয়তো তার জীবদ্দশার পরিপ্রেক্ষিতে কার সামনে যেনো.
    নীলার বিস্তৃত খণ্ডের একাংশ তুলে ধরছিলো…
    ও আচ্ছা!
    নীলার নীলাভ আকাশের সামনে….
    অনেকটা সময় জুড়ে ইতি টেনে নিতে নিতে নাকি…
    সে উড়ে বেড়াচ্ছে….
    নীলার নীলাভ নীল আকাশ টা জুড়ে…
    মেঘটা না ইদানীং অনেকটা….
    রঙের পরিবর্তনের আলাগোনায় মেতেছে….
    হয়তো কিছুদিন পর টুপ টুপ করে ঝড়ে পড়বে বৃষ্টির মতো…
    বিরহ নদীতে নতুন রূপে
    সৃষ্টি করবে তাকে…
    নদী থেকে সাগর…..
    আবার সেই সাগর থেকে মহাসাগরীয় ভূত্বকের বিরহে…
    আজ হয়তো অনেক টা বৃষ্টির…
    সাথে তার তুলনায় মেতেছে মেঘ…
    সে মহাসাগর থেকে বাষ্পীভূত হয়ে
    কম্পনের বিস্তার ঘটতে ঘটতে…
    নতুন মেঘের সৃষ্টি হবে নীলার নীলাভ আকাশে….
    এদিকে ভূত্বকের বিরহে আচ্ছাদিত বৃষ্টির
    পুরোনো সেই জল মাঘা কর্দমাক্ত মেঘ …..
    চেয়ে রবে নীলার নীলাভ আকাশটার দিকে….
    আজীবন অনন্তকাল ধরে….
    এটাই নাকি সে মেঘের অনতিদূর ভবিষ্যতের বেঁচে থাকা….
    যুগের পর যুগ ধরে এর পুনরুক্তি ঘটবে…..
    অনন্ত ভালোবাসার মেঘ এভাবেই ঝড়ে পড়বে…
    অন্ততকাল ধরে সে মেঘ কর্দমাক্ত জল হয়ে
    তাকিয়ে রবে নীলার নীলাভ নীল আকাশের দিকে…
    আসলে নীলা ব্যাপারটা কি জানো?
    একবার বৃষ্টি হয়ে গেলে….
    আর নীলার আকাশ ছোঁয়া যাবে না……
    একবার ডুবন্ত বিরহ নদীতে মিলিয়ে গেলে…
    সেখান থেকে মহাসাগরীয় ভূত্বকের বিরহে যে যেতেই হবে…..
    না! না!
    নীলার সেই আকাশে আর বিচরণ করা যাবে না…
    তার দিকে শুধু….
    অনন্ত অপলক দৃষ্টি তে তাকিয়ে থাকতে হবে….
    নীলা!
    এটাই যে অন্তিম রহস্যের অন্তিম নিয়তি….

  • মেঘের অহেতুক ইচ্ছে

    কাব্যগ্রন্থ অবান্তর নীলা
    শাওন_মল্লিক

    নীলা! শুনছো?
    মেঘের যখন তোমায় খুব দেখতে ইচ্ছে করে
    সে তখন টুপ করে চলে যায় মস্তিষ্কের নিউরনে…
    সে তোমায় অনুভব করে প্রতিটি নিউরন এর…
    স্ফুলিঙ্গের অন্তরালের সারবস্তু তে….
    এতো মাত্রাতিরিক্ত বিচরণে….
    তুমি লুকিয়ে থাকো কেনো….?
    আমার মস্তিষ্ক টা তো অন্ধকারে আচ্ছাদিত…
    তুমি সেখানে বিচরণ করো কীভাবে?
    ও আচ্ছা!তুমি তো নীলা!
    তুমি তো আলোর উৎস….
    তোমার আবার অন্ধকারে কিসের ভয়…
    আমিও না!
    আজকাল বড্ড ভুলে যায়.….
    কিন্তু সে স্পর্শ গুলো….
    হাত জড়িয়ে টুপ করে কেঁদে ফেলা….
    সে হাসিটা আমি কখনো ভুলতে পারি না জানো?
    সর্বদা চোখের মণির পিছনের
    আলোকসংবেদী পর্দার আড়ালে তুমি উঁকি দাও….
    তোমার স্পর্শ, কান্নারা উঁকি দেয়….
    ধরা দাও না কেনো নীলা?
    ও আচ্ছা!
    ধরা না দেয়াটাও অবশ্য স্বাভাবিক….
    জেনে বুঝে আর কেউ কি বিষাক্ত জিনিসে হাত দেয়?
    যাক বাদ দাও ওসব কথা….
    কিন্তু!নীলা! শুনছো?
    মেঘের যখন তোমায় খুব দেখতে ইচ্ছে করে
    সে তখন টুপ করে চলে যায় মস্তিষ্কের নিউরনে…

  • জোগাড়যন্ত্র

    #শাওন_মল্লিক

    #কাব্যগ্রন্থ_বিষাক্ত_হোমোস্যাপিয়েন্স

    ক্ষনিকের সুখের উল্লাসে
    আমি আজ ব্যাস্ততম নগরীতে..
    দিগন্ত উন্মোচিত সুখী..
    কষ্টেসৃষ্ট যোগাড় যান্ত্রিক আওয়াজ….
    নষ্টের প্রয়াসে…
    সে আওয়াজ ভুলে থাকার….
    মিথ্যে প্রয়াসে…
    জোগাড়যন্ত্র যত!
    দেখছিলাম আর বলছিলাম…
    জোগাড়যন্ত্র শেষে….
    হঠাৎ দেখি বোধগম্য….
    আঘাতের কড়ানাড়া…
    দেখি আত্মারা খেলা করছে নীচে…..
    আকাশে ভাসছে আয়নার স্বর্গ….
    গরম জলের মতো ফুটছে ছুটছে… আত্মাদের দল……
    আয়নার স্বর্গের লোভে
    ছুটে চলেছে দিগন্ত হীন প্রচেষ্টার বাষ্প হতে..
    অনবরত বুলেট-বৃষ্টি
    ঝরিয়ে দিচ্ছে মহাকাল….
    হতে দিবে না বাষ্প…
    নাট্য আন্দোলনের সময় আজ…
    তাই যতসব জোগাড়যন্ত্র…..…!

  • জাদুকরী বিরহ

    #কাব্যগ্রন্থ_অবান্তর_নীলা #শাওন_মল্লিক

    কি আশ্চর্য জাদুকরী বিরহ তোমার
    ধমনী থেকে গলগল করে রক্ত বেরুচ্ছে
    বিরহ বেরুচ্ছে না কেনো….?
    রক্তেমাখা হাত দিয়ে বিরহ বেরুচ্ছে না কেনো?
    তোমার কবির রক্তের রিরহে আজ কাব্য রক্তাক্ত…
    তবুও সাহিত্য বেরুচ্ছে না কেনো?
    মেঘ মৃত্যুর পথে তবুও নীলার আবছায়া বেরুচ্ছে না কেনো?
    কষ্টের আঘাত চলছে তো চলছেই
    জাদুকরী বিরহের ভুরুর ইশারায়….
    নীল আকাশের নীল মেঘ আজ গাড় কালোজামা….
    বিদ্যুৎ চমকেই ঝড়ছে বৃষ্টি….
    কি আশ্চর্য….
    তবুও বিরহ ঝড়ছে না কেনো?
    নীলা!
    কি আশ্চর্য জাদুকরী বিরহ তোমার
    ধমনী থেকে গলগল করে রক্ত বেরুচ্ছে
    বিরহ বেরুচ্ছে না কেনো….?

  • ফুসফুসের দাবী

    #শাওন_মল্লিক

    #কাব্যগ্রন্থ_আমি….?

    আমায় নতুন একটি ফুসফুস দাও…
    আজ আমার শুধু ফুসফুসের দাবী
    এ ফুসফুসের পেশীতে পেশিতে জখম লেগে আছে…
    ধরেছে মরীচিকা….
    এ ফুসফুসে লেগে আছে একাকীত্ব…..
    এ ফুসফুসের অক্সিজেনে লেগে আছে বিরহের নেকড়ে
    ছিন্নভিন্ন করে দিচ্ছে প্রতি ক্ষণে…
    ঝরে ঝরে পড়ছে মাংসপিণ্ড….
    কি বিভৎস রকমের দৃশ্য…..
    অন্তিম ইশ্বর তুমি আমায় নতুন একটি ফুসফুস দাও…
    আজ আমার শুধু ফুসফুসের দাবী….

  • ভয়ংকর সত্যি

    কাব্যগ্রন্থ অবান্তর নীলা

    শাওন মল্লিক

    পুরুষের কান্নার মতো ভয়ংকর ভালোবাসার আড়ালে
    লুকিয়ে রেখেছি তোমায়.…..
    দূরত্বের গহীনে উঁকি দেয়া সম্পর্ক
    গুলো হয়তো ভালো হয়….
    এ নোনতা জলফোটা হয়তো….
    ভয়ংকর সত্য কথা বলে….
    আড়ালে কান পেতে শুনে দেখো…
    কোন এক দ্বিতীয় সত্তা হয়তো….
    বিশ্বাসের ভাইরাস ছড়িয়ে বলছে….
    ভালোবাসি..…..

  • মহাকালের বিস্ফোরক

    #শাওন_মল্লিক

    #কাব্যগ্রন্থ_বিষাক্ত হোমোস্যাপিয়েন্স

    হয়তো মহাকাশ হতে সৃষ্ট
    কম্পনের বিস্তার
    হওয়া সৃষ্টি বলছি…….
    মহাকাশ এর খোঁজ নেই…
    মহাকাব্য নিয়েই ব্যাস্ত….
    মহাকালের বৃষ্টি দেখে….
    মায়ার ছাতার তলে লুকায়িত….
    এক অদ্ভুত সৃষ্টির গল্প বলছিলাম…..
    ভিন্নতার মহাকাশ বিদ এর ভীড়ে…..
    তলিয়ে আছে অশরীরী…..
    উদ্বন্ধন কোলাহলে নিরুত্তর মহাকাশ গবেষক…….
    সে এক পৈশাচিক কর্মকাণ্ডের অনুপুঙ্খ পর্যবেক্ষণের
    মগ্নতায় ডুবে আছে…
    বিস্ফোরক মৌল ক্রমশ বেড়েই চলেছে…..
    অদ্ভুত সৃষ্টির বিস্ফোরণের অপেক্ষায়…

  • লালনের সাথে কথোপকথন

    #কাব্যগ্রন্থ_বিষাক্ত হোমোস্যাপিয়েন্স

    #শাওন_মল্লিক

    প্রকৃত মানবতার খোঁজে ব্যস্ত মন…
    হঠাৎ ব্রীজের উপর লালনের দেখা….
    হঠাৎ এখানে?কেন এলি?
    মন ভালো নেই তোর?
    বিদ্রুপের হাসিতে লালন….
    মন্দির মসজিদ ছেড়ে মানবের ভীড়ে কি করিস?
    পরামাত্মা খুঁজিস?
    মানুষ তো আজ রক্তখেকো হিংস্র চিতা নেকড়ে….
    সভ্যতা আর বিজ্ঞানের ভীড়ে মানবতা খাচ্ছে শেয়ালের মতো….
    কোথায় আল্লাহ, কোথায় ভগবান, কোথায় ধর্ম….
    দেখেছিস কখনো?
    মানুষখেকো দাঙ্গা হাঙ্গামার এই ধরাধামে
    তারা আসবেও না কখনো…
    হঠাৎ দেখি একতারার সুরে অদৃশ্য লালন….

  • সময় তোমাকে বলছি

    কাব্যগ্রন্থ – আমি….…?

    শাওন মল্লিক

    সময়ের হেরাফেরি তে চাপা
    পড়ে যাওয়া অনূভুতি গুলো
    মাঝে মাঝে মন থেকে ঢিকরে বেরিয়ে আসতে চায়…
    কান্না করার জন্য অন্তরের অন্তস্তল
    থেকে মুখে ফুটে উঠে……মৃত্যুর গন্ধ
    মনের আর চোখের যোগাযোগ টা বড্ড
    বেমানান হয়ে উঠে মাঝে মাঝে…..
    সময়ের রাজনৈতিক আলোচনা তে
    অসহায় সাধারণ মানুষ আমি…
    সময় মাঝে মাঝেই বিভীষণ হয়ে….
    নানা বিভীষিকা দেখায়….
    ভালোবাসা টা সময়ের কাছে তখন আমজনতার জীবন….
    সে যে তখন রাজনৈতিক পিষাচ…
    কিংবা পিসাচী…
    কে জানে?
    সময়ের সাথে তো আমার কথায় হয় নি…
    ভাবছি কিছু দিন সময় নিয়ে….
    সময়ের সাথে সময় কাটাবো…
    তাকে দেখাবো আমার ভেতরের নিস্পাপ শিশু টাকে…
    তখন যদি তার মায়া হয়…
    শুনছো তুমি?
    সময় তোমাকে বলছি…..

  • সুরঞ্জনার মৃত্যু

    #কাব্যগ্রন্থ_সুরঞ্জনা_বলে_সেই_মেয়েটি #শাওন_মল্লিক

    আজ আমার চোখে তুমি জ্বিন-ভূত
    কিংবা কোন জংলি পশু ,
    আমার দৃষ্টি তোমার অনন্ত অবহেলিত নক্ষত্রের রাজ্যে
    ঘুরপাক খেতে খেতে ক্লান্ত পরিশ্রান্ত..
    ধিক্কার দিচ্ছি আমার এক তরফা
    পরিণতির স্বপ্নে বিভোর থাকা ভালোবাসাকে….
    ইউরেনিয়ামের আত্মার রুপ ধরে
    তোমার জীবিত ধংশযজ্ঞ সৃষ্টির
    অপেক্ষায় বসে থাকবো আমি…
    হয়তো কখনো কর্কশ কাকের খাবার হয়ে
    পড়ে থাকা ময়লার স্তুপ
    ডাস্টবিন আমার বসবাস হবে….
    এখন শকুন হয়ে উপর থেকে লোলুপ দৃষ্টি দিয়ে
    ঘৃণা ছুড়বো তোমার রূপের ঘৃণ্যতায়..
    আমি হয়তো …
    কোন অদৃশ্য বিধাতার সৃষ্ট পাপিষ্ট
    আমি মানুষ কিংবা অমানুষ ..
    বা মানুষ অমানুষের মাঝামাঝি !
    দীর্ঘ নয় বছরের পুরোনো অপ্রকাশ্য
    অনূর্ধ্ব অনুভূতি জ্বালিয়ে দিয়েছি অনেক আগেই…
    এখন সেই নির্বাক ভালোবাসা
    কোন প্রাণহীনের চঞ্চলতা …
    খুঁজে বেড়ায় না তোমায়…..
    নয় বছরের ইতিহাসের রক্তাক্ত
    সাক্ষী হয়ে থাকা পুরনো স্মৃতিস্মারক জ্বলছে…
    দাউ দাউ করে জ্বলছে!
    আমার ভালোবাসা এখন কোন মহাভয়ঙ্করী বিদ্রোহী আত্মা ..
    তোমার চোখে আমার ভালোবাসা কোন ভাঙ্গা-চুরা হসপিটালের
    বেডে কাতঁরানো অর্ধমৃত লাশ তাই না?
    তুমি এখন উঁচু নিচু জাতপাতের রেষারেষির…
    মরুভূমির ক্যাকটাস তাই না?
    আর আমার ভালোবাসা ঘরের পেছনে
    লুকিয়ে লুকিয়ে সিঁদ কাঁটারত চোর তাই না?
    আমার মহাকাশ শূন্য থাকুক…..
    এক অনন্ত অসীম শূন্য আমি….
    অপেক্ষা করে আছি আমি…
    তোমার জীবিত বিস্ময়কর মৃত্যু কান্নার….

  • স্মৃতিচারন

    #শাওন_মল্লিক

    #কাব্যগ্রন্থ_অবান্তর_নীলা

    শো!শো! করে মাতাল হাওয়া বইছে….
    গুরি গুরি বৃষ্টিতে তোমার আমার অনুভূতির খোঁজ নেই….
    মোমবাতির হলদেটে আলোয়
    বিষাক্ত নিকোটিন মেশানো ক্যান্সার এর উড়ন্ত ধোঁয়া,

    শিশিরভেজা ঘাস আর তোমার নগ্ন পায়ের মিলন…
    তোমার আলতো ছুঁয়ে দেয়া কোমল সাদা কাঁশফুল;
    আজ বৃষ্টি সব বলছে কানে কানে…
    এখন সমুদ্রের গহীনে উঁকি দেয় তোমার আমার আত্নগোপন;
    মনে পড়ছে সব! উফফ কেনো পড়ছে?

    কিছু সামাজিক ধার্মিক শব্দ দুষণের কাছে আমরা হয়তো
    কিছু পরিত্যক্ত নোংরা আবর্জনা,
    ধর্মের নামে চরম অশ্লীলতা আর ভালবাসার নামে নোংরামী…
    আর কি পেয়েছি আমি?
    আর কি বা দিতে পেরেছি তোমায়?

    হয়তো দেখা হবে অনন্তকাল মহানভের আড়ালে লুকিয়ে…
    হয়তো সূর্য্য সেথায় অন্তত বহুরূপী…
    হয়তোবা হারিয়ে যাবো গহীন কাল কুঠুরি তে….

    হয়তো কোন কিছুই নেই…
    হয়তোবা সবই আছে…
    কেটে যাচ্ছে মোমবাতির মৃদু আলো
    আর বিষাক্ত নিকোটিন মেশানো ক্যান্সার
    এর উড়ন্ত ধোঁয়া মিশ্রিত ঝলসানো রাত।

  • ইশ্বরের সাথে কথোপকথন

    শাওন মল্লিক

    কাব্যগ্রন্থ অবান্তর নীলা

    ইশ্বর তুমি নিশ্চিহ্ন করে আমায়…
    দিয়ে দাও সুখ তাকে….
    অকথ্য যন্ত্রণা মেশাও আমার শিরায় শিরায়….
    দিয়ে দাও সে দগদগে ক্ষত আমায়…
    নরকের কীটপতঙ্গ এর মতো…
    জ্বালিয়ে দাও আমার শরীর….
    আধমরা দীপশিখার মতো
    জ্বালিয়ে রাখো আমায়….
    তবুও তাকে দিয়ে দাও সুখ স্বর্গলাভ….
    সে যে বড্ড পবিত্র আত্মা….
    অমরত্বের নরকে প্রতিষ্ঠা করে দাও আমায়
    সমস্ত বিভৎসতা দিয়ে দাও আমায়….
    খিলখিল হাসিতে বিলীন করে দাও
    তবুও অশ্রুসিক্ত চোখ দিয়ো না তাকে…
    আমার আমিকে খুন করে দাও….
    আমার মাঝে সৃষ্টি করে দাও অসুরত্ব…..
    হে ইশ্বর মিনতি করি তোমায়…
    তুমি নিশ্চিহ্ন করে আমায়…
    দিয়ে দাও সুখ তাকে….