You will face many defeats in life, but never let yourself be defeated

— Maya Angelou

Prem Tumi Lyrics (প্রেম তুমি লিরিক্স) Tahsan (তাহসান)

Song: Prem Tumi (প্রেম তুমি)
Singer: Tahsan (তাহসান)
Lyrics: Ador (আদর)
Tune & Composition: Sajid Sarkar (সাজিদ সরকার)
Telefilm: Angry Bird (এংরি বার্ড)
Label: CD Choice (সিডি চয়েস)
Prem Tumi Lyrics (প্রেম তুমি লিরিক্স) In Bangla
আমার কল্পনা জুড়ে,
যে গল্পেরা ছিলো,
আড়ালে সব লুকোনো।।
সেই গল্পেরা সব,
রঙিন হল পলকে,
তোমাকে হঠাৎ পেয়ে যেন।।
প্রেম তুমি আসবে এভাবে,
আবার হারিয়ে যাবে ভাবিনি,
আজও আছে সে পথ শুধু নেই তুমি,
বল কোথায় আছো অভিমানী।।
আমার কল্পনা জুড়ে,
যে গল্পেরা ছিলো,
আড়ালে সব লুকোনো।।
সেই গল্পেরা সব,
রঙিন হল পলকে,
তোমাকে হঠাৎ পেয়ে যেন।।
প্রেম তুমি আসবে এভাবে,
আবার হারিয়ে যাবে ভাবিনি,
আজও আছে সে পথ শুধু নেই তুমি,
বল কোথায় আছো অভিমানী।।
অভিমানী।।

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply