ওরে ও ময়না তোকে ভালবেসেছি
ইমিটেশনের কত গয়না দিয়েছি
কপালেতে ট্যাটু করে লিখেছি তোর নাম
বুকভরা ভালবাসার কি দিলি তুই দাম
এ লাখ লাখ টাকা দিয়ে সরকারী চাকরি
তুই টাকলার হাতে সিঁদুর পরে গেলি শ্বশুরবাড়ি
ময়না আয় না, এ বুকে ফিরে আয়,
বেকার, আশিক, ডাকে তোকে আয় আয়
ময়না আয়না এ খাঁচায় ফিরে আয়
হ্যান্ডসাম, আশিক, ডাকে তোকে আয় আয়
ময়না, একলা রাতে বাঁধ মানেনা চোখের জল
টাকলা কাকার কাছে কি সুখ পেলি আমায় বল
আমিও তো ঘুষ দিয়েছি চাকরি তবু জোটেনিি
এত বড় আশিক তবু বিয়ের ফুল ফোটেনি
চৌবাচ্চায় বসে পড়ি যখন কান্না পায়
কাঁদি জলে ডুবে ডুবে যেন কেউ না দেখতে পায়
ময়না আয় না, এ বুকে ফিরে আয়,
বেকার, আশিক, ডাকে তোকে আয় আয়
ময়না আয়না এ খাঁচায় ফিরে আয়
হ্যান্ডসাম, আশিক, ডাকে তোকে আয় আয়
স্বপ্ন ছিল ময়না তোর সাথেই হবে বিয়ে
দার্জিলিং এ মোমো খাব কাঁটা চামচ দিয়ে
সোনার সংসার উটবে ভালবাসায় সেজে
তুই রাধবি খাসি আমি দেব বাসন মেজে
সকালবেলা ক্যারাম খেলি বিকেলবেলা তাস
রাত্রিবেলা ডানা মেলি আমি হরিদাস
বাপকে ডাকি পিসেমসাই মাকে ডাকি মাসি
আমার বেহাল দশা দেখে হালনা দিল হাসি
আমি তো দেখতে ভাল লোকাল শাহরুখ খান
বরাবরই পাড়ার মেয়েদের আমার উপর টান
কতজনই এলো গেল ময়না এল না
ভেঙ্গে যাওয়া হৃদয় আমার শান্তি পেল না
বসে থাকি জানলা খুলে আমি অপেক্ষায়
যদি কোন ঘুর্নিঝড়ে উড়ে ময়না এসে যায়
Song: Moyna Presented by Rounak Entertainmet
• Producer: Susanto Prasad
• Special Thanks: Sanu Roy
• Music and Back Voice: Avishek Saha
• Singer: Arob & Avishek
• Lyrics & Concept: Avishek & Arob
• Rap: ZB & Arob
• Programming: Avishek
• Mixing & Master: Avishek
• Banjo: Shiba Mahato
• Director: Arijit Seth
• Dop: Subhadeep Naskar
• Edit & VFX: Pallab Gayan
• Colorist: Aritra Dutta Banik(ORREH)
• Art Director: Rishi
• Choreographer: Amar Gupta
• Executive Producer: Anirban Mondal
• Stylist: Pallavi Jaiswal
• Associate Director: Sarparshi Paul
• Creative Director: Arpa Khan
• Make Up Artist: Priyanka Ghosh
• Social Media Management: Sayan Dutta
• PR: Triyaa Das
• Sincere Thanks: Perfect Solutions Casting Agency, TollywoodIndustry.com
• Dance Team: Amar Gupta Dance Team, Arka Mukherjee, Argha Mukherjee
Moyna lyrics Official Music Video || Sayan | Rittika | ZB || Rounak Entertainment Moyna Lyrics ময়না লিরিক্স গানের কথা
ore o moyna toke valobesheci
imitation er koto goyna diyechi
moyna Arob & Avishek lyrics