Category: Education

Education Quiz job preparation BCS preparation

  • এক দিনের নৈমিত্তিক ছুটির জন্য যথাযথ কর্তৃপক্ষ বরাবর একটি দরখাস্ত লিখুন

    এক দিনের নৈমিত্তিক ছুটির জন্য আবেদনপত্র
    বিষয়: এক দিনের নৈমিত্তিক ছুটির জন্য আবেদন

    দ্রষ্টব্য:

    উপরে দেওয়া আবেদনপত্রটি একটি নমুনা। আপনার প্রয়োজন অনুযায়ী আপনি এটি পরিবর্তন করতে পারেন।
    আবেদনপত্রটি যথাযথ কর্তৃপক্ষের কাছে জমা দিন।
    ছুটির অনুমোদন পাওয়ার পর নিশ্চিত করুন যে আপনার সহকর্মী আপনার কাজগুলি সম্পন্ন করতে পারবেন।

  • ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর ২০২৪ নিয়োগে কী একসাথে একাধিক পদে আবেদন করা যাবে?

    হ্যাঁ, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর ২০২৪ নিয়োগে একসাথে একাধিক পদে আবেদন করা সম্ভব।

    নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে:

    একজন প্রার্থী একাধিক পদে আবেদন করতে পারবেন, তবে প্রতিটি পদের জন্য আলাদা আলাদা আবেদনপত্র পূরণ করতে হবে।
    একই জেলার একাধিক পদে আবেদন করলে, প্রার্থীকে অগ্রাধিকার ক্রম অনুসারে পদ নির্বাচন করতে হবে।
    একাধিক পদে আবেদন করলে, প্রতিটি পদের জন্য আলাদা আলাদা আবেদন ফি প্রদান করতে হবে।
    তবে, কিছু বিষয় মনে রাখা জরুরি:

    একাধিক পদে আবেদন করলে, প্রার্থীকে প্রতিটি পদের জন্য নির্ধারিত যোগ্যতা পূরণ করতে হবে।
    একাধিক পদে নির্বাচিত হলে, প্রার্থীকে একটি পদে যোগদান করতে হবে।
    একাধিক পদে যোগদানের জন্য আবেদন করলে, প্রার্থীর আবেদন বাতিল বলে গণ্য হবে।
    আরও তথ্যের জন্য:

    ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের ওয়েবসাইট: https://www.dlrs.gov.bd/
    ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি: [ভুল URL সরানো হয়েছে]
    বিঃদ্রঃ এই তথ্য 2023 সালের 15 নভেম্বর পর্যন্ত সঠিক। নিয়োগ বিজ্ঞপ্তিতে পরিবর্তন হলে, সর্বশেষ তথ্যের জন্য ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের ওয়েবসাইট এবং নিয়োগ বিজ্ঞপ্তি দেখুন।

  • বাংলাদেশ পুলিশের সার্জেন্ট পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

    বাংলাদেশ পুলিশের সার্জেন্ট পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

    অনলাইনে আবেদনের সময়সীমা ২৫ নভেম্বর ২০২২ খ্রিস্টাব্দ ১০.০০ ঘটিকা হতে ২২ ডিসেম্বর ২০২২ খ্রিস্টাব্দ ২৩.৫৯ ঘটিকা পর্যন্ত


    | সার্জেন্ট পদে নিয়োগের ক্ষেত্রে কোনো প্রকার আর্থিক লেনদেনে জড়িত হলে গ্রেফতার ও নিয়োগ বাতিল করা হবে

    বাংলাদেশ পুলিশের সার্জেন্ট পদের প্রকৃত শূন্যপদের বিপরীতে নিয়োগের লক্ষ্যে উপযুক্ত আগ্রহী পুরুষ ও নারী প্রার্থীদের অনলাইনে আবেদন আহ্বান করা হচ্ছে। আবেদনের জন্য প্রযোজ্য শর্তাবলিসহ অন্যান্য তথ্যাদি নিয়ে উল্লেখ করা হলো-
    ১. প্রার্থীর বয়স, যোগ্যতা ও অভিজ্ঞতা ১.১ প্রার্থীর বয়স: প্রার্থীর বয়স ২২ ডিসেম্বর ২০২২ খ্রিস্টাব্দে ১৯ হতে ২৭ বছরের মধ্যে হতে হবে। বীর মুক্তিযোদ্ধা বা শহিদ মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩২ বছর। উল্লেখ্য যে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সার্কুলার নং-০৫.০০.০০০০.১৭০.১১-০১৭২০-১৪৯ তারিখ-২২-০৯.২২ এর নির্দেশনা অনুযায়ী ২৫ মার্চ ২০২০ খ্রিস্টাব্দ যাদের বয়স ২৭ বছর (বীর মুক্তিযোদ্ধা বা শহিদ মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩২ বছর) অতিক্রান্ত হয়নি তারাও আবেদনের যোগ্য বলে বিবেচিত হবে।
    ১.২ শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:
    ১.২.১ অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম স্নাতক ডিগ্রি প্রাপ্তঃ
    ১.২.২ মোটর সাইকেল চালনায় দক্ষ হতে হবে;
    ১.২.৩ কম্পিউটারে দক্ষতা সম্পন্ন হতে হবে।
    ১.৩ জাতীয়তা। প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক হতে হবে।
    ১.৪ বৈবাহিক অবস্থা: প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে (তালাকপ্রাপ্ত/তালাকপ্রাপ্তা গ্রহণযোগ্য নয়) এবং শিক্ষানবিশকাল শেষ না হওয়া পর্যন্ত অবশ্যই অবিবাহিত থাকতে হবে।

    ২. শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণসহ শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষার জন্য অনলাইনে আবেদনের নিয়মাবলি
    ২.১ প্রথম ধাপঃ
    ২.১.১ http://police.teletalk.com.bd লিংকে প্রবেশ করে শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণসহ শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা বা Physical Endurance Test (PET)-এর জন্য আবেদন ফরম পূরণ করতে হবে। উক্ত লিংকে আবেদন ফরম সঠিকভাবে পূরণের লক্ষ্যে সহায়ক ভিডিও টিউটোরিয়াল এবং ফরম পূরণের নির্দেশিকা দেয়া থাকবে। এ ছাড়া উক্ত লিংকের Help অপশন ব্যবহার করে ফরম পূরণের প্রয়োজনীয় সহায়তা নেয়া যাবে;
    ২.১.২ অনলাইনে আবেদনের সময়সীমা ২৫ নভেম্বর ২০২২ খ্রিষ্টাব্দ ১০:০০ ঘটিকা হতে ২২ ডিসেম্বর 2022 খ্রিষ্টাব্দ ২৩.৫৯ ঘটিকা পর্যন্ত বহাল থাকবে;
    ২.১.৩ আবেদন ফরম পূরণ করার অব্যবহিত পরে প্রত্যেক যোগ্য প্রার্থী একটি USER ID পাবে। এ ক্ষেত্রে প্রার্থীকে আবেদন ফরম পূরণের ৭২ ঘণ্টার মধ্যে যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর হতে ৪০/- (চল্লিশ) টাকা (অফেরতযোগ্য) সার্ভিস চার্জ বাবদ জমা দিতে হবে;
    ২.১.৪ অনলাইন আবেদন ফরমে প্রার্থীর স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৮০ Pixel) এবং রঙিন ছবি (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৩০০ Pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে;
    ২.১.৫ আবেদনকারীর পূরণকৃত তথ্য পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে বিধায় অনলাইনে আবেদন ফরম সাবমিট করার পূর্বে সকল তথ্যের
    সঠিকতা সম্পর্কে প্রার্থীকে শতভাগ নিশ্চিত হতে হবে;
    ২.১.৬ প্রার্থীকে অনলাইনে পূরণকৃত আবেদন ফরমের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে ব্যবহারের জন্য সংরক্ষণ করতে হবে; ২.১.৭ অনলাইনে আবেদন ফরমের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষা ফি জমা না দেয়া পর্যন্ত অনলাইন আবেদন কোনো
    অবস্থাতেই গৃহীত হবে না । ২.২ দ্বিতীয় ধাপ:
    প্রত্যেক প্রার্থীকে তার USER ID ব্যবহার করে কমপক্ষে ৪০/- (চল্লিশ) টাকা ব্যালেন্স রয়েছে এমন যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর হতে দুইটি এসএমএস (SMS) করতে হবে;
    প্রথম এসএমএস (SMS): SER USER ID লিখে ১৬২২২ নম্বরে Send করতে হবে; Example: SER ABCDEF Reply: “Applicant’s Name”, TK 40 / – will be charged as service charge for PET of Sergeant Recruitment Application.
    Your PIN NUMBER is xxxxxxxxxx ( 10 digits). To pay fee, type SERYESPIN NUMBER & Send to 16222.
    দ্বিতীয় এসএমএস (SMS): SERYESPIN NUMBER লিখে ১৬২২২ নম্বরে Send করতে হবে;
    Example: SER YES xxxxxxxxxxxx
    Reply: Congrats! “Applicant’s Name”, Your payment has been completed successfully for the application of PET of Sergeant Recruitment Examination 2022. USER ID is (ABCDEF) and PASSWORD is (xxxxxxxxxx).

    ২.৩ হেল্পলাইনঃ ২.৩.১ যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর হতে প্রার্থীগণ নিম্নবর্ণিত এসএমএস (SMS) পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ USER ID এবং
    PASSWORD পুনরুদ্ধার করতে পারবে;
    ক. USER ID জানা থাকলে SER HELP USER USER ID লিখে ১৬২২২ নম্বরে Send করতে হবে; Example: SER HELP USER ABCDEF
    খ. PIN NUMBER জানা থাকলে SER HELP PINPIN NUMBER লিখে ১৬২২২ নম্বরে Send করতে হবে;
    Example: SER HELP PIN XxXxXxXxXxXxXxXxxxx
    ২.৩.২ অনলাইনে আবেদন ফরম পূরণের ক্ষেত্রে যে কোনো টেলিটক মোবাইল নম্বর হতে ১২১ নম্বরে কল করে প্রথমে ৮, অতঃপর ১-এ Press করে এজেন্টের মাধ্যমে এবং প্রয়োজনে অন্য যে কোনো অপারেটরের মোবাইল নম্বর হতে ০১500121121 নম্বরে সরাসরি কল করে সহযোগিতা নেয়া যাবে।
    ৩. প্রিলিমিনারি স্ক্রিনিং
    ৩.১ অনলাইনে আবেদনকারী প্রার্থীদের মধ্যে এসএসসি বা সমমান, এইচএসসি বা সমমান, ডিগ্রি বা স্নাতক বা সমমান পরীক্ষার ফলাফল এবং উচ্চতার উপর ভিত্তি করে নির্ধারিত নিয়োগবিধি মোতাবেক প্রিলিমিনারি স্ক্রিনিং করা হবে। স্ক্রিনিং এর মাধ্যমে নির্দিষ্ট সংখ্যক যোগ্য প্রার্থীকে শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণসহ শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা বা Physical Endurance Test (PET)-এর জন্য বাছাই করা হবে; ৩.২ প্রিলিমিনারি স্ক্রিনিং-এ উত্তীর্ণ প্রার্থীদের মোবাইল নম্বরে Physical Endurance Test (PET)-এর জন্য নির্ধারিত পরীক্ষাকেন্দ্র, তারিখ ও সময় এসএমএস (SMS)-এর মাধ্যমে পরবর্তীতে অবহিত করা হবে।
    ৪. শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণসহ শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষার প্রবেশপত্র বা Admit Card সংগ্রহকরণ
    ৪.১ প্রিলিমিনারি স্ক্রিনিং-এ বাছাইকৃত প্রার্থীদের এসএমএস (SMS)-এ প্রেরিত USER ID এবং PASSWORD ব্যবহার করে
    http://police.teletalk.com.bd লিংকে প্রবেশকরত USER ID, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও পরীক্ষাকেন্দ্রের নামসহ অন্যান্য
    তথ্য সংবলিত Admit Card for Physical Endurance Test (PET) ডাউনলোড করে ০২ (দুই) কপি প্রিন্ট করতে হবে;
    ৪.২ শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণসহ শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষার সময় প্রার্থীদের অবশ্যই প্রবেশপত্রের ০২ (দুই) কপি সঙ্গে
    আনতে হবে।

    ৫. শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণসহ শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা
    ৫.১ প্রার্থীদের নির্ধারিত পরীক্ষাকেন্দ্র, তারিখ ও সময়ে Physical Endurance Test (PET) এর ৭টি ইভেন্ট, যথা-দৌড়, লং জাম্প, হাই জাম্প, পুশ আপ, সিট আপ, ড্র্যাগিং ও রোপ ক্লাইমিং-এ অংশগ্রহণ করতে হবে। PET সম্পর্কে সম্যক ধারণা প্রদানের লক্ষ্যে YouTube-এ Bangladesh Police Official Channel, Bangladesh Police Verified Facebook Page Bangladesh Police Website (www.police. gov.bd)-এ Physical Endurance Test সংক্রান্ত একটি “ভিডিও” আপলোড করা হয়েছে।
    ৫.২ প্রার্থীগণকে শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণসহ শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষায় অংশগ্রহণের জন্য নিম্নবর্ণিত কাগজপত্রসহ উপস্থিত
    থাকতে হবে-
    ৫.২.১ Admit Card for Physical Endurance Test (PET) এর ০২ (দুই) কপি;
    ৫.২.২ শিক্ষাগত যোগ্যতার সনদপত্র/সাময়িক সনদপত্রের মূল কপি;
    ৫.২.৩ সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্রের মূল কপি;
    ৫.২.৪ জেলার স্থায়ী বাসিন্দা/জাতীয়তার প্রমাণস্বরূপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/সিটি কর্পোরেশনের মেয়র/পৌরসভার মেয়র/ওয়ার্ড কাউন্সিলর
    (যা প্রযোজ্য) কর্তৃক প্রদত্ত স্থায়ী নাগরিকত্ব সনদপত্রের মূল কপি; ৫.২.৫ অনলাইন থেকে ডাউনলোডকৃত প্রার্থীর ইনডেমনিটি ঘোষণাপত্র ও পিতা-মাতা কিংবা আইনানুগ অভিভাবক কর্তৃক প্রদত্ত সম্মতিপত্র;
    ৫.২.৬ প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের মূল কপি (যদি প্রার্থীর জাতীয় পরিচয়পত্র না থাকে তাহলে প্রার্থীর পিতা/মাতার জাতীয় পরিচয়পত্রের মূল কপি); ৫.২.৭ সরকারি গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত ৩ (তিন) কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি;
    ৫.২.৮ বীর মুক্তিযোদ্ধা/শহিদ মুক্তিযোদ্ধার সন্তানদের বয়স প্রমার্জনের ক্ষেত্রে মুক্তিযোদ্ধার নাম লাল মুক্তিবার্তায় থাকলে সত্যায়িত অনুলিপি / মুক্তিযোদ্ধার নাম ভারতীয় তালিকায় থাকলে সত্যায়িত অনুলিপি/মুক্তিযোদ্ধার নামে জারীকৃত গেজেটের মূল কপি ;
    ৫.২.৯ প্রার্থী বীর মুক্তিযোদ্ধা/শহিদ মুক্তিযোদ্ধার সন্তান হলে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/সিটি কর্পোরেশনের মেয়র/পৌরসভার মেয়র/ ওয়ার্ড কাউন্সিলর (যা প্রযোজ্য) কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্রের মূল কপি;
    ৫.২.১০ MS Office, Web Browsing এবং Troubleshooting-এর উপর ন্যূনতম ৩ (তিন) সপ্তাহ মেয়াদি কম্পিউটার প্রশিক্ষণের সনদপত্রের মূল কপি

    ৫.২.১১ সরকারি/আধা-সরকারি/স্বায়ত্তশাসিত সংস্থায় চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে আবশ্যিকভাবে যথাযথ কর্তৃপক্ষের অনুমতিপত্র ।
    ৬. লিখিত ও মনস্তত্ত্বসহ কম্পিউটার দক্ষতা এবং বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনলাইনে আবেদনের নিয়মাবলি |
    ৬.১ শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা বা Physical Endurance Test (PET)-এ উত্তীর্ণ প্রার্থীদের লিখিত ও মনস্তত্ত্বসহ কম্পিউটার দক্ষতা এবং বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে;
    ৬.২ প্রথম ধাপ
    ৬.২.১ http://police.teletalk.com.bd লিংকে প্রার্থীকে তার ব্যবহৃত USER ID এবং PASSWORD দিয়ে লগইন করে নির্ধারিত আবেদন ফরম পূরণ করতে হবে;
    ৬.২.২ উক্ত আবেদন ফরম পূরণের ৭২ ঘণ্টার মধ্যে যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর হতে পরীক্ষা ফি ও চার্জ বাবদ ৫৫০/- (পাঁচশত পঞ্চাশ) টাকা (অফেরতযোগ্য) জমা দিতে হবে;
    ৬.২.৩ অনলাইন আবেদন ফরমে পূরণকৃত তথ্যাদি পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে বিধায় সাবমিট করার পূর্বে সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থীকে শতভাগ নিশ্চিত হতে হবে;
    ৬.২.৪ প্রার্থীকে অনলাইনে পূরণকৃত আবেদন ফরমের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত প্রয়োজনে ব্যবহারের জন্য সংরক্ষণ করতে হবে; ৬.২.৫ উক্ত আবেদন ফরমের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষা ফি জমা না দেয়া পর্যন্ত অনলাইন আবেদন কোনো অবস্থাতেই
    গৃহীত হবে না । ৬.৩ দ্বিতীয় ধাপ
    ৬.৩.১ প্রত্যেক প্রার্থীকে তার USER ID ব্যবহার করে কমপক্ষে ৫৫০/- (পাঁচশত পঞ্চাশ) টাকা ব্যালেন্স রয়েছে এমন যে কোনো টেলিটক প্রিপেইড
    মোবাইল নম্বর হতে দুইটি এসএমএস (SMS) করতে হবে;
    প্রথম এসএমএস (SMS) : SER USER ID লিখে ১৬২২২ নম্বরে Send করতে হবে; Example: SER LMNOPQ
    Reply: “Applicant’s Name”, TK 550/- will be charged as application fee with charge for Sergeant Recruitment Application. Your PIN NUMBER is xxxxxxxxxxxx (10 digits). To pay fee, type SERYESPIN NUMBER & Send to 16222.
    দ্বিতীয় এসএমএস (SMS) : SERYESPIN NUMBER লিখে ১৬২২২ নম্বরে Send করতে হবে;
    Example: SER YES xxxxxxxxxx
    Reply: Congrats! “Applicant’s Name”, Your payment has been completed successfully for the application of Sergeant Recruitment Examination 2022. USER ID is (LMNOPQ) and PASSWORD is (xxxxxxxxxx).
    ৬.৩.২ পরীক্ষার ফি ও চার্জ জমা প্রদানপূর্বক প্রার্থীদের অনলাইন হতে লিখিত ও মনস্তত্ত্বসহ কম্পিউটার দক্ষতা পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ করতে হবে।

    ৭. লিখিত ও মনস্তত্ত্বসহ কম্পিউটার দক্ষতা এবং বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষার প্রবেশপত্র বা Admit Card সংগ্রহকরণ
    ৭.১ শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা বা Physical Endurance Test এ উত্তীর্ণ প্রার্থীদের এসএমএস (SMS)-এ প্রেরিত USER ID এবং PASSWORD ব্যবহার করে http://police.teletalk.com.bd লিংকে প্রবেশকরত রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও পরীক্ষাকেন্দ্রের নামসহ অন্যান্য তথ্যাদি সংবলিত Admit Card for Sergeant Recruitment Examination 2022 ডাউনলোডকরত ০১ (এক) কপি প্রিন্ট করতে হবে;
    ৭.২ লিখিত ও মনস্তত্ত্বসহ কম্পিউটার দক্ষতা এবং বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষার সময় প্রার্থীদের অবশ্যই উক্ত প্রবেশপত্র সঙ্গে আনতে হবে;
    ৭.৩ লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের পরবর্তীকালে বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষার প্রবেশপত্র প্রদান করা হবে।
    ৮. লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষা
    লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষা নিম্নোক্ত ৩ বিষয়ে সর্বমোট ২৫০ নম্বরে অনুষ্ঠিত হবে-

    উক্ত পরীক্ষার সময়সূচি এবং পরীক্ষাকেন্দ্র সম্পর্কীয় তথ্যাদি পরবর্তীতে বাংলাদেশ পুলিশের অফিসিয়াল ওয়েবসাইট (http://www.police. gov.bd)সহ প্রার্থীদের মোবাইল নম্বরে এসএমএস (SMS) এর মাধ্যমে জানানো হবে। ৯. কম্পিউটার দক্ষতা পরীক্ষা
    লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের নির্ধারিত পরীক্ষাকেন্দ্র, তারিখ ও সময়সূচি অনুযায়ী কম্পিউটার দক্ষতা পরীক্ষায় (MS Office, Web
    Browsing And Troubleshooting) অংশগ্রহণ করতে হবে।
    ১০. বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষা
    ১০.১ লিখিত ও মনস্তত্ত্বসহ কম্পিউটার দক্ষতা পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের নির্ধারিত পরীক্ষাকেন্দ্র, তারিখ ও সময়সূচি অনুযায়ী ৫০ নম্বরের বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। এ ক্ষেত্রে উত্তীর্ণ প্রার্থীকে USER ID এবং PASSWORD ব্যবহার করে http://police.teletalk. com.bd লিংকে প্রবেশকরত বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ করতে হবে;
    ১০.২ লিখিত ও মনস্তত্ত্বসহ বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে নিয়োগবিধি মোতাবেক উত্তীর্ণ প্রার্থীদের ফলাফল প্রকাশ করা হবে।
    ১১. স্বাস্থ্য পরীক্ষা
    লিখিত, মনস্তত্ত্বসহ বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, রাজারবাগ, ঢাকায় নির্ধারিত তারিখ ও সময়ে অনলাইনে পূরণকৃত চিকিৎসার ইতিবৃত্ত ফরম দাখিলপূর্বক স্বাস্থ্য পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। স্বাস্থ্য পরীক্ষা সংক্রান্ত কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, রাজারবাগ, ঢাকার সংশ্লিষ্ট মেডিক্যাল বোর্ড কর্তৃক গৃহীত সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। স্বাস্থ্য পরীক্ষায় ০১ (এক) বার অযোগ্য ঘোষিত হলে পুনরায় স্বাস্থ্য পরীক্ষার কোনো আবেদন বিবেচিত হবে না।
    ১২. মৌলিক প্রশিক্ষণের জন্য চূড়ান্ত মনোনয়ন
    সিলেকশন বোর্ড কর্তৃক সুপারিশকৃত প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য ঘোষণা ও পুলিশ ভেরিফিকেশন সন্তোষজনক বিবেচনান্তে মৌলিক প্রশিক্ষণের
    জন্য চূড়ান্তভাবে মনোনীত করা হবে।
    ১৩. মৌলিক প্রশিক্ষণ
    সার্জেন্ট হিসেবে নির্বাচিত প্রার্থীদের বাংলাদেশ পুলিশ একাডেমী, সারদা, রাজশাহীতে ০১ (এক) বছর মেয়াদি মৌলিক প্রশিক্ষণে অংশগ্রহণ করতে হবে।
    ১৪. চাকরির সুবিধাদি
    ১৪.১ জাতীয় বেতন স্কেল, ২০১৫ অনুযায়ী ১০ম গ্রেড: ১৬,০০০-৩৮,৬৪০/- টাকা তৎসহ অন্যান্য সুবিধাদি; ১৪.২ ট্রাফিক ভাতা, বিনামূল্যে পোশাক সামগ্রী, ঝুঁকি ভাতা, চিকিৎসা সুবিধা এবং নিজ ও পরিবারের নির্ধারিত সংখ্যক সদস্যের জন্য প্রাপ্যতা অনুযায়ী স্বল্প মূল্যে পারিবারিক রেশন সামগ্রী;
    ১৪.৩ প্রচলিত নিয়মানুযায়ী উচ্চতর পদে পদোন্নতিপ্রাপ্তিসহ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণের সুযোগ ।

    ১৫. সাধারণ নির্দেশনাবলি
    ১৫.১ কর্তৃপক্ষ সার্বিক অবস্থা বিবেচনায় নিয়োগযোগ্য পদের সংখ্যা হ্রাস/বৃদ্ধিকরণসহ পরীক্ষার সময়সূচি পরিবর্তনের অধিকার সংরক্ষণ করেন; ১৫.২ কোনো কারণ দর্শানো ব্যতিরেকে কর্তৃপক্ষ যে কোনো প্রার্থীর নিয়োগ/আবেদন ফরম বাতিলের অধিকার সংরক্ষণ করেন। নিয়োগ সংক্রান্ত বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে;
    ১৫.৩ শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য বিষয়ে প্রার্থী কর্তৃক প্রদেয় তথ্যাদি সম্পর্কে তদন্তে কিংবা তদন্ত পরবর্তীকালে কোনো বিরূপ প্রতিবেদন পাওয়া গেলে উক্ত প্রার্থীকে প্রশিক্ষণ হতে অব্যাহতি/চাকরিচ্যুত/চাকরি হতে বরখাস্তকরণসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে;
    ১৫.৪ প্রযোজ্য ক্ষেত্রে বীর মুক্তিযোদ্ধা/শহিদ মুক্তিযোদ্ধার সন্তানদের বয়স প্রমার্জনের ক্ষেত্রে প্রমাণক হিসেবে দাখিলকৃত কাগজপত্র যাচাইঅন্তে সঠিক পাওয়া না গেলে তাদেরকে প্রশিক্ষণ হতে অব্যাহতি/চাকরিচ্যুত/চাকরি হতে বরখাস্তকরণসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা/শহিদ মুক্তিযোদ্ধার সন্তানদের প্রমাণক হিসেবে দাখিলকৃত দলিলাদি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় হতে একবার জাল/ভুয়া প্রমাণিত হলে তা পুনর্যাচাইয়ের কোনো আবেদন বিবেচিত হবে না;
    ১৫.৫ ত্রুটিপূর্ণ/অসম্পূর্ণ/বিলম্বে প্রাপ্ত / ভুল কিংবা মিথ্যা তথ্য সম্বলিত আবেদন ফরম বাতিল বলে গণ্য হবে। এ ক্ষেত্রে প্রশিক্ষণের জন্য চূড়ান্তভাবে নির্বাচিত/নিয়োগকৃত/প্রশিক্ষণরত/চাকরিরত অর্থাৎ যে কোনো পর্যায়ে কোনো প্রার্থী কর্তৃক দাখিলকৃত তথ্য মিথ্যা/ভুল/ত্রুটিপূর্ণ/বিলম্বে প্রাপ্ত তথ্যে প্রার্থীর কোনো প্রতারণা প্রমাণিত হলে তাকে নিয়োগের অযোগ্য/বহিষ্কার/চাকরিচ্যুত/বরখাস্তকরণসহ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে; ১৫.৬ কোনো প্রার্থী বাংলাদেশ পুলিশ/অন্য কোনো শৃঙ্খলা বাহিনী/কোনো সরকারি চাকরি হতে বহিষ্কৃত/চাকরিচ্যুত/বরখাস্ত হয়ে থাকলে প্রার্থী বর্ণিত পদে আবেদনের অযোগ্য বলে বিবেচিত হবে;
    ১৫.৭ নিয়োগপ্রাপ্ত প্রার্থীগণ কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী বাংলাদেশ পুলিশ বাহিনীর যে কোনো ইউনিটে যে কোনো সময় দায়িত্ব পালন করতে বাধ্য থাকবে; ১৫.৮ অনলাইন আবেদন ফরমে প্রার্থী কর্তৃক প্রদত্ত মোবাইল নম্বরে নিয়োগ পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে। এ ক্ষেত্রে প্রার্থীর মোবাইল নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, পরীক্ষা সংশ্লিষ্ট এসএমএস (SMS) পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করতে হবে;
    ১৫.৯ প্রার্থীদের PET, লিখিত, মনস্তত্ত্বসহ বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার ভাতা প্রদান করা হবে না ।

  • পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের আওতাধীন বন অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি

    প্রতিষ্ঠানের নাম:

    Office of the Conservator of Forests, Chattogram Circle, Chattogram(BFDCTG)


    সংক্ষিপ্ত নাম:

    BFDCTG

    আবেদন শুরুর তারিখ:

    31 অক্টোবর, 2022

    আবেদনের শেষ তারিখ:

    20 নভেম্বর, 2022

    বিজ্ঞপ্তির নং:

    22.01.0000.701.11.001.22.2643

    ওয়েব লিংক:

    http://www.bfdctg.teletalk.com.bd/

    পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের আওতাধীন বন অধিদপ্তরের নিম্নবর্ণিত রাজস্ব খাতভূক্ত শূণ্য পদসমূহে অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের জন্য বাংলাদেশী প্রকৃত নাগরিকদের নিকট হতে নিম্নবর্ণিত শর্তসাপেক্ষে অনলাইনে (http://bfdctg.teletalk.com.bd ওয়েবসাইটে) দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। অনলাইন (Online) ব্যতীত কোন আবেদন গ্রহণ করা হবে না।


    ফরেস্ট গার্ড (বন প্রহরী)

    পদের সংখ্যা: ৭৫ (পঁচাত্তর)

    বেতন গ্রেড ও স্কেল: গ্রেড-১৭ বেতন স্কেল টাকা ৯,০০০-২১,৮০০

    শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা: ক) যে কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। খ) উচ্চতা ১৬৩ সে.মি. ও বুকের মাপ ৭৬ সে.মি.

    যে জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন: খাগড়াছড়ি, বান্দরবান, রাঙ্গামাটি ও কুমিল্লা জেলা ব্যতিত চট্টগ্রাম বিভাগের সকল জেলা।
    তবে, এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় চট্টগ্রাম বিভাগের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন ।

    অফিস সহায়ক:

    পদের সংখ্যা: (আট)

    বেতন গ্রেড ও স্কেল: গ্রেড-২০ বেতন স্কেল টাকা ৮,২৫০-২০,০১০

    শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা: ক) যে কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। খ) সুস্বাস্থ্যের অধিকারী।

    যে জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন:

    খাগড়াছড়ি, বান্দরবান, রাঙ্গামাটি ও কুমিল্লা জেলা ব্যতিত চট্টগ্রাম বিভাগের সকল জেলা।
    তবে, এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় চট্টগ্রাম বিভাগের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন ।

    আবেদন ফরম পুরণ ও নিয়োগ পরীক্ষা সংক্রান্ত শর্তাবলী

    আবেদন শুরুর তারিখে (৩১/১০/ 2022 খ্রিঃ) আবেদনকারীর বয়স ১৮-৩০ বৎসরের মধ্যে হতে হবে। মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যা ও শারীরিক প্রতিবন্ধীদের জন্য সর্বোচ্চ বয়স ৩২ বৎসর এবং মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যার পুত্র-কন্যাদের জন্য সর্বোচ্চ বয়স ৩০ বৎসর হতে হবে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২২ সেপ্টেম্বর, ২০২২ খ্রিঃ তারিখের ০৫.০০.০০০০.১৭০.১১.০১৭২০-১৪৯ নম্বর স্মারকের নির্দেশনা অনুযায়ী ২৫/০৩/২০২০ খ্রিঃ তারিখে যে সকল প্রার্থীর বয়স সর্বোচ্চ বয়সসীমার মধ্যে রয়েছে সে সকল প্রার্থীও আবেদন করতে পারবেন। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
    ২. সরকারি, আধাসরকারি বা স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীগণকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে।
    অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী
    ক) পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীকে http://bfdctg.teletalk.com.bd ওয়েবসাইটে নির্ধারিত আবেদনপত্র পুরণ করে অনলাইনে রেজিস্ট্রেশন কার্যক্রম এবং ফি জমা প্রদান করতে হবে।

    আবেদনের সময়সীমা নিম্নরূপঃ
    (i) Online আবেদনপত্র জমাদান শুরুর তারিখ ও সময় 31/10/2022 খ্রিঃ সকাল ৮.০ টা।
    (i) Online আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় 20/11/2012 খ্রিঃ বিকাল ৩.০ টা পর্যন্ত। উক্ত সময়সীমার মধ্যে user ID প্রাপ্ত প্রার্থীগণ পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে এস.এম.এস. এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিবেন।
    খ) Online আবেদনপত্রে প্রার্থী তার রঙ্গিন ছবি (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৩০০ Pixel) ও স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৮০ Pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 100 KB ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ ৬০ KB হতে হবে।
    গ) Online আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online এ Submit করার পূর্বে পূরণকৃত সকল তথ্য সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।
    ঘ) প্রার্থী Online এ পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্টকপি পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রয়োজনে সহায়ক হিসাবে সংরক্ষণ করবেন।

  • ৩২টি চলমান সরকারি চাকরি বিজ্ঞপ্তি

    ১। প্রধান প্রশাসনিক কর্মকর্তার কার্যালয়ঃ পদসমূহঃ ০৩ ক্যাটাগরির পদ (বেসামরিক পদ)। আবেদনের সময়সীমাঃ ১৭-১১-২০২২ থেকে ১৭-১২-২০২২ ইং। অনলাইনে আবেদনঃ http://dcd.teletalk.com.bd

    ২। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষঃ পদসমূহঃ ০৯ ক্যাটাগরির ৫৮টি পদ। আবেদনের সময়সীমাঃ ১৫-১২-২০২২ ইং। অনলাইনে আবেদনঃ https://eservice.bba.gov.bd/recruitment

    ৩। বাংলাদেশ হাই- টেক পার্ক কর্তৃপক্ষঃ পদের নামঃ কম্পিউটার মুদ্রাক্ষরিক কাম অফিস সহকারী- ০৪টি পদ। আবেদনের সময়সীমাঃ ১৩-১২-২০২২ ইং। অনলাইনে আবেদনঃ https://erecruitment.bcc.gov.bd

    ৪। ক্ষুদ্র, মাইক্রো ও কুটির শিল্প ফাউন্ডেশনঃ পদসমূহঃ ০২ ক্যাটাগরির ৪০টি পদ। আবেদনের সময়সীমাঃ ১০-১২-২০২২ ইং। অনলাইনে আবেদনঃ http://smcif.teletalk.com.bd

    ৫। বন অধিদপ্তরঃ পদের নামঃ অফিস সহায়ক – ০২টি পদ (ভোলা জেলা)। আবেদনের সময়সীমাঃ ০৮-১২-৩০২২ ইং। আবেদন ফর্ম ডাউনলোডঃ http://www.bforest.gov.bd/sites/defau…

    ৬। জাতীয় ক্রীড়া পরিষদঃ পদসমুহঃ ০৯ ক্যাটাগরির পদ। আবেদনের সময়সীমাঃ ০৮-১২-২০২২ ইং।

    ৭। কাস্টমস এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমি, চট্রগ্রামঃ পদের নামঃ ১০ ক্যাটাগরির পদ। বয়সসীমা নির্ধারণঃ ২৫-০৩-২০২০ ইং অনুসারে। আবেদনের বর্ধিত সময়সীমাঃ ০৬-১২-২০২২ ইং। আবেদন ফরম ডাউনলোডঃ http://cevta.gov.bd/files/notice_cont… ৮। কৃষি বিপণন অধিদপ্তরঃ পদসমূহঃ ০৩ ক্যাটাগরিতে ২৫টি পদ। আবেদনের সময়সীমাঃ ৩০-১১-২০২২ ইং। অনলাইনে আবেদনঃ http://dam.teletalk.com.bd

    ৯। বাংলাদেশ পুলিশ, স্পেশাল ব্রাঞ্চ, ঢাকাঃ পদসমূহঃ ০৬ ক্যাটাগরির পদ। আবেদনের সময়সীমাঃ ৩০-১১-২০২২ ইং। অনলাইনে আবেদনঃ http://sbdhaka.teletalk.com.bd

    ১০। প্রধান বন সংরক্ষকের কার্যালয়, বন অধিদপ্তরঃ পদসমুহঃ ০৯ ক্যাটাগরির ২৭৫টি পদ। আবেদনের সময়সীমাঃ ৩০-১১-২০২২ ইং। অনলাইনে আবেদনঃ http://ccffd.teletalk.com.bd

    ১১। মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমঃ পদসমূহঃ ০৪ ক্যাটাগরির পদ। নির্ধারিত ফরমে আবেদনের সময়সীমাঃ ৩০-১১-২০২২ ইং। http://www.hindutrust.gov.bd/sites/de…

    ১২। জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ ও গবেষণা একাডেমিঃ পদসমুহঃ ১১ ক্যাটাগরির পদ। আবেদনের সময়সীমাঃ ৩০-১১-২০২২ ইং। অনলাইনে আবেদনঃ http://nactar.teletalk.com.bd

    ১৩। হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টার্স, বাংলাদেশ পুলিশঃ পদসমূহঃ ০৩ ক্যাটাগরির পদ। আবেদনের সময়সীমাঃ ৩০-১১-২০২২ ইং। অনলাইনে আবেদনঃ http://highway.teletalk.com.bd

    ১৪। বাংলাদেশ ওয়াক্‌ফ প্রশাসকের কার্যালয়ঃ পদসমূহঃ ০৩ ক্যাটাগরির পদ। আবেদনের সময়সীমাঃ ৩০-১১-২০২২ ইং। আবেদন ফরম ডাউনলোডঃ http://www.waqf.gov.bd/sites/default/…

    ১৫। টিএসপি কমপ্লেক্স লিমিটেডঃ পদসমূহঃ ১৬ ক্যাটাগরির পদ। আবেদনের সময়সীমাঃ ৩০-১১-২০২২ ইং।

    ১৬। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরঃ পদসমূহঃ ০৩ ক্যাটাগরির পদ। আবেদনের সময়সীমাঃ ২৬-১১-৩০২২ ইং। অনলাইনে আবেদনঃ http://nmst.teletalk.com.bd

    ১৭। পেট্রোবাংলাঃ পদসমূহঃ ১০ ক্যাটাগরির পদ। আবেদনের সময়সীমাঃ ২৫-১১-২০২২ ইং। অনলাইনে আবেদনঃ http://bogmc.teletalk.com.bd

    ১৮। নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলঃ পদসমূহঃ ০৩ ক্যাটাগরির পদ। আবেদনের সময়সীমাঃ ২৪-১১-৩০২২ ইং। http://www.bnmc.gov.bd/site/page/a088…

    ১৯। কৃষি উন্নয়ন কর্পোরেশনঃ পদসমূহঃ ০২ ক্যাটাগরির ২১০টি পদ (ড্রাইভার)। আবেদনের সময়সীমাঃ ২৪-১১-২০২২ ইং। অনলাইনে আবেদনঃ http://badc.teletalk.com.bd/badc_2022

    ২০। কর আপীল অঞ্চল -১, ঢাকাঃ পদসমূহঃ ০৩ ক্যাটাগরির পদ। আবেদনের সময়সীমাঃ ২১-১১-২০২২ ইং। অনলাইনে আবেদনঃ http://taz1.teletalk.com.bd

    ২১। পরিকল্পনা বিভাগঃ পদসমূহঃ ০৩ ক্যাটাগরির পদ। আবেদনের সময়সীমাঃ ২০-১১-২০২২ ইং। অনলাইনে আবেদনঃ http://plandiv.teletalk.com.bd

    ২২। বন সংরক্ষকের কার্যালয়, চট্টগ্রাম অঞ্চলঃ পদসমূহঃ ০২ ক্যাটাগরিতে ৮৩টি পদ। আবেদনের সময়সীমাঃ ২০-১১-২০২২ ইং। অনলাইনে আবেদনঃ http://bfdctg.teletalk.com.bd

    ২৩। কাস্টমস হাউস, বেনাপোল, যশোরঃ পদসমূহঃ ১৩ ক্যাটাগরির ৯৪টি পদ। আবেদনের সময়সীমাঃ ২০-১১-২০২২ ইং। অনলাইনে আবেদনঃ http://bch.teletalk.com.bd সামরিক বাহীনিসমূহঃ

    ২৪। বাংলাদেশ বিমান বাহিনীঃ পদের নামঃ এমওডিসি (এয়ার)। আবেদনের সময়সীমাঃ ২৪-১১-২০২২ থেকে ০৩-১২-২০২২ ইং। অনলাইনে আবেদনঃ https://joinairforce.baf.mil.bd

    ২৫। বাংলাদেশ নৌবাহিনীঃ পদের নামঃ অফিসার ক্যাডেট। আবেদনের সময়সীমাঃ ০৯-০৪-২০২৩ ইং। অনলাইনে আবেদনঃ https://joinnavy.navy.mil.bd

    ২৬। বাংলাদেশ নৌবাহিনীঃ পদের নামঃ কমিশন্ড অফিসার (২০২৩ বি ডিইও)। আবেদনের সময়সীমাঃ ১০-০১-২০২৩ ইং। অনলাইনে আবেদনঃ https://joinnavy.navy.mil.bd জেলা প্রশাসকের কার্যালয়সমূহঃ

    ২৭। জেলা প্রশাসকের কার্যালয়, নড়াইলঃ পদের নামঃ অফিস সহায়ক – ১৪টি পদ। আবেদনের সময়সীমাঃ ১২-১২-২০২২ ইং।

    ২৮। জেলা প্রশাসকের কার্যালয়, পাবনাঃ পদসমূহঃ ০৭ ক্যাটাগরির পদ। আবেদনের সময়সীমাঃ ০৮-১২-২০২২ ইং। অনলাইনে আবেদনঃ http://dcpabna.teletalk.com.bd

    ২৯। জেলা প্রশাসকের কার্যালয়, চুয়াডাঙ্গাঃ পদের নামঃ ইউনিয়ন পরিষদ সচিব – ০৪টি পদ। আবেদনের সময়সীমাঃ ৩০-১১-২০২২ ইং। আবেদন ফরম ডাউনলোডঃ http://www.chuadanga.gov.bd/sites/def…

    ৩০। জেলা প্রশাসকের কার্যালয়, নওগাঁ: পদসমূহঃ ০৩ ক্যাটাগরির পদ। আবেদনের সময়সীমাঃ ৩০-১১-২০২২ ইং। অনলাইনে আবেদনঃ http://dcnaogaon.teletalk.com.bd

    ৩১। জেলা প্রশাসকের কার্যালয়, মাগুরাঃ পদসমূহঃ ০৩ ক্যাটাগরির পদ। আবেদনের সময়সীমাঃ ৩০-১১-২০২২ ইং। বিস্তারিতঃ http://www.magura.gov.bd/sites/defaul…

    ৩২। জেলা প্রশাসকের কার্যালয়, যশোরঃ পদসমূহঃ ০৩ ক্যাটাগরির পদ। আবেদনের সময়সীমাঃ ২৪-১১-২০২২ ইং। আবেদন ফরম ডাউনলোডঃ http://www.jessore.gov.bd/site/notice…

  • সাম্প্রতিক সম্মেলন, ২০২২

    সাম্প্রতিক সম্মেলন, ২০২২
    👉G-20 সম্মেলন
    সময়ঃ ১৫ – ১৬ নভেম্বর, ২০২২
    স্থানঃ বালি, ইন্দোনেশিয়া

    👉কপ-২৭
    সময়ঃ ৬ – ১৮ নভেম্বর, ২০২২
    স্থানঃ শার্ম আল শেখ, মিশর

    👉৪১তম ASEAN সম্মেলন
    সময়ঃ ৮ – ১৩ নভেম্বর, ২০২২
    স্থানঃ কম্বোডিয়া

  • গোধূলির কারণ কী?

    সূর্য উঠার ঠিক আগে বা ডোবার পরপর কিছুক্ষণ সূর্যের আলো সরাসরি পৃথিবীপৃষ্ঠে পড়ে না ঠিকই কি সূর্যের আলোকরশ্মি পৃথিবীর ওপরের বাতাসের মধ্য দিয়ে যায়। এ সময় বাতাসের ধূলিকণা প্ৰতিফলিত হয়ে এবং বাতাসে প্রতিসরণের ফলে আলোর কিছু অংশ পৃথিবীপৃষ্ঠে চলে আসে। এটাই গোধূলি।

  • ‘বসন্তকুমারী’ মীর মশাররফ

    মীর মশাররফ হোসেন ১৩ই নবেম্বর ১৮৪৭ সালে কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের গৌরী নদীর তীরে লাহিনীপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন আধুনিক বাংলা সাহিত্যের প্রথম উল্লেখযোগ্য মুসলিম সাহিত্যিক বা গদ্য লেখক, নাট্যকার ও ঔপন্যাসিক। তিনি কলকাতার ‘সংবাদ প্রভাকর’ এবং কুমারখালির ‘গ্রামবার্তা প্রকাশিকা’ পত্রিকার সংবাদদাতা হিসাবে কাজ করতেন। তাছাড়ও তার সম্পাদিত দুটি পত্রিকা – আজিজননেহার ও হিতকরী। তিনি ‘গাজী মিয়া’ ছদ্মনাম ব্যবহার করে লিখতেন। তাঁর সাহিত্য গুরু ছিলেন কাঙাল হরিনাথ। তিনি ১৯১১ সালের ১৯ ডিসেম্বর মারা যান। বসন্তকুমারী- বাংলা সাহিত্যে মুসলিম সাহিত্যিক রচিত প্রথম নাটক ‘বসন্তকুমারী’। নাটকটি তিনি নওয়াব আবদুল লতিফকে উৎসর্গ করেন।

  • বাংলা বাগধারা

    ১। পিপুফিশু দ্বারা কী বোঝায়?

    • কুড়ের বাদশা।

    ২। কোলাব্যাঙ বাগধারাটির অর্থ কী?

    • বাকসর্বস্ব।

    ৩। শিরে সংক্রান্তি বাগধারা অর্থ কী?

    • আসন্ন বিপদ।

    ৪। ধোপদুরস্ত বাগধারাটির অর্থ-

    • পরিপাটি।

    ৫। পঞ্চত্বপ্রাপ্তি অর্থ-

    • মারা যাওয়া।

    ৬। ‘মাছরাঙার কলঙ্ক’ বাগধারাটির অর্থ কী?

    • অনেক অপরাধীর মধ্যে একজনকে দায়ী করা।

    ৭। ‘লক্ষ্মীর বরযাত্রী’ বাগধারাটির অর্থ কী?

    • সুসময়ের বন্ধু।

    ৮। কচ্ছপের কামড় বলতে কী বোঝায়?

    • নাছোড়বান্দা।

    ৯। ক-অক্ষর গোমাংস অর্থ কী?

    • অশিক্ষিত ব্যক্তি।

    ১০। তালপাতার সেপাই অর্থ কী?

    • অতিশয় দুর্বল।

  • বাগধারা মনে রাখার সহজতর পদ্ধতি

    অসম্ভব জিনিস = আকাশ কুসুম, কাঁঠালের আমস্বত্ব,
    কুমিরের সান্নিপাত,
    ঘোড়ার ডিম, ব্যাঙের সর্দি, সোনার পাথর বাটি ।



    অপদার্থ = অকাল কুষ্মাণ্ড, আমড়া কাঁঠের ঢেঁকি,
    ঢেঁকির কুমির,কচুবনের কালাচাঁদ, কায়েতের ঘরের
    ঢেঁকি, ঘটিরাম, ষাঁড়ের গোবর ।



    নির্বোধ = অসাকান্ত/অঘাচণ্ডী, অঘারাম/অহারাম,
    ঢেঁকি অবতার, বুদ্ধির ঢেঁকি ।



    শেষ বিদায় বা মৃত্যু = অগ্যস্ত যাত্রা, পটল তোলা,
    অনন্ত শয্যা, ভবলীলা সাঙ্গ হওয়া, পঞ্চত্ব প্রাপ্তি,
    অক্কা পাওয়া ।



    অকর্মণ্য = অপোগণ্ড, কুমড়ো কাটা বটঠাকুর,
    গোবর গণেশ, ঠুটো জগন্নাথ ।



    হতভাগ্য = অষ্টকপাল, কাঁজি ভক্ষণ নামে গোয়ালা, হাড়
    হাভাতে, কপাল পোড়া ।



    ভীষণ শত্রুতা = অহি নকুল, দা কুমড়া, আদায় কাঁচকলায়,
    সাপে নেউলে ।



    দুর্লভ বস্তু = আলেয়ার আলো, আকাশের চাঁদ,
    বাঘের চোখ ।



    সুন্দর মিল = আম দুধে মেশা, সোনায় সোহাগা,
    মাণিকজোড়, মণিকাঞ্চনযোগ ।



    মন্দভাগ্য = ইঁদুর কপালে, আটকপালে, খ-কপাল ।



    অলস = গোঁফ খেজুরে, ঢিমে তেতালা, চিনির
    পুতুল, ননীর পুতুল ।



    দুর্বল =আটাশে ছেলে, উনপাঁজুরে ।



    বেহায়া = কানকাটা, চশমখোড়, দুকান কাটা ।



    অত্যন্ত কৃপণ = কঞ্জুসের ডাণ্ডাখোর, কিপটের
    জাসু, হাত ভাড়ি, হাতে জল না লাগা ।



    তোষামুদে = খয়ের খাঁ, ধামাধরা, ঢাকের কাঁঠি ।



    অলীক কল্পনা = দিবাস্বপ্ন, শূন্যে সৌধ নির্মাণ করা ।



    অবজ্ঞা করা = নাক উচানো, নাক সিঁটকানো ।



    উভয় সঙ্কট = জলে কুমির ডাঙায় বাঘ, শাখের করাত,
    করাতের দাঁত, শ্যাম রাখি না কুল রাখি, সাপের ছুচো
    গেলা ।



    সুসময়ের বন্ধু = দুধের মাছি, বসন্তের কোকিল,
    শরতের শিশির, সুখের পায়রা, লক্ষ্মীর বরযাত্রী ।



    ভণ্ড = বক ধার্মিক, ভিজে বিড়াল, বর্ণচোরা, বিড়াল
    তপস্বী, তুলসী বনের বাঘ ।



    অপব্যয় = ভুতের বাপের শ্রাদ্ধ, ভস্মে ঘি ঢালা,
    হরিলুট।



    একমাত্র অবলম্বন = সবে ধন নীলমণি, অন্ধের
    যষ্ঠি ।



    সৌভাগ্য = একাদশে বৃহস্পতি, কপাল ফেরা

  • ১৫৩ পদে বাংলাদেশ রেলওয়েতে নিয়োগ বিজ্ঞপ্তি- ১৭/০৫

    Deadline: 17 May 2022

    Apply: http://br.teletalk.com.bd/

    আবেদন শুরুঃ ৭ এপ্রিল ২০২২

  • চিলতে রোদে পাখনা ডোবায় মুচকি হাসে শহরতলী

    চিলতে রোদে পাখনা ডোবায়
    মুচকি হাসে শহরতলী
    রোজ সকালে পড়ছে মনে
    এই কথাটা ক্যামনে বলি?

    বালিশ চাদর
    এপাশ ওপাশ
    একটু খানি গড়িয়ে নেওয়া
    আলতো ঘুমে
    দুঃখটাকে
    খানিক সুখের প্রলেপ দেওয়া।

    মাঝ দুপুরে হঠাৎ সে দিন
    আচমকা সব পড়ল মনে
    ব্যস্ত শহর ভিড় জমালো
    তাক বুঝে ঠিক ফেলল কোণে।

    রেতের বেলা একলা এখন
    জিরচ্ছে সব শহরতলী
    চোখ দুটো খুব পড়ছে মনে
    এই কথাটা ক্যামনে বলি?

    কথাঃ সারণ
    অ্যালবামঃ চাইনা ভাবিস

    Song
    Chilte Rode lyrics
    Artist
    Arnob
    Album
    Chaina Bhabish

    Chiltey Roud | Coke Studio Bangla | Season One | Arnob X Ripon (Boga)

  • ১০০ পদে পঞ্চদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (১৫শ বিজেএস) এর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ- ১২/০৬

    Deadline: 12 Jun 2022

    🇧🇩 নিয়োগ বিজ্ঞপ্তি 🇧🇩
    👉 প্রতিষ্ঠানঃ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয় (bjsc)
    👉 পদের নামঃ সহকারী জজ
    👉 পদ সংখ্যাঃ ১০০টি
    👉 আবেদন ফীঃ ১২০০/- টাকা
    👉 আবেদন শুরুঃ ১৮ মে ২০২২
    👉 আবেদনের লিংকঃ http://bjsc.teletalk.com.bd/
    👉 আবেদনের শেষ তারিখঃ ১২ জুন ২০২২

    Circular of 15th BJS Examination, 2022

  • ১৬৪ পদে দুর্নীতি দমন কমিশন (দুদক) এ নিয়োগ বিজ্ঞপ্তি- ১৫/০৬

    Deadline: 15 Jun 2022

    🇧🇩 নিয়োগ বিজ্ঞপ্তি 🇧🇩
    👉 প্রতিষ্ঠানঃ দুর্নীতি দমন কমিশন (দুদক)
    👉 পদের নামঃ বিভিন্ন পদ
    👉 পদ সংখ্যাঃ ১৬৪টি
    👉 আবেদন ফীঃ ৩০০/-, ১০০/- ও ৫০/- টাকা
    👉 আবেদন শুরুঃ ১ জুন ২০২২
    👉 আবেদনের লিংকঃ http://acc.teletalk.com.bd/
    👉 আবেদনের শেষ তারিখঃ ১৫ জুন ২০২২

    বিজ্ঞপ্তি: দুর্নীতি দমন কমিশনের শূন্য পদে জনবল নিয়োগের নিমিত্ত নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি