Category: নিবন্ধ

article নিবন্ধ লেখা গল্প কবিতা

  • বোঝে না সে বোঝে না

    “Bojhena Shey Bojhena” (Male Version) by Arijit Singh

    কেন এত দূরে থাকো?
    শুধু দূরে দূরে থাকো
    আমার মনের কথা শোনো না
    একবারও ফিরেও তাকাও না

    (Pre-Chorus)
    আমি তো তোমাকেই চেয়েছি
    শুধু তোমাকেই ভালোবেসেছি
    তুমি বোঝো না, বোঝো না

    (Chorus)
    বোঝে না সে বোঝে না
    আমার মনের কথা বোঝে না
    বোঝে না সে বোঝে না
    শুধু দূরে দূরে থাকে সে

    (Verse 2)
    কত রাত যে গেছে আমার
    তোমার অপেক্ষায় জেগে থাকার
    তবুও তুমি আসো না
    আমার কাছে কখনো

    (Pre-Chorus)
    আমি তো তোমাকেই চেয়েছি
    শুধু তোমাকেই ভালোবেসেছি
    তুমি বোঝো না, বোঝো না

    (Chorus)
    বোঝে না সে বোঝে না
    আমার মনের কথা বোঝে না
    বোঝে না সে বোঝে না
    শুধু দূরে দূরে থাকে সে

    (Bridge)
    কি করে বোঝাবো তোমাকে?
    কতটা আমি চাই তোমাকে

    (Chorus)
    বোঝে না সে বোঝে না
    আমার মনের কথা বোঝে না
    বোঝে না সে বোঝে না
    শুধু দূরে দূরে থাকে সে

    (Verse 1)
    Keno eto dure thako? (Why do you stay so far?)
    Sudhu dure dure thako (You only stay far away)
    Amar moner kotha shono na (You don’t listen to my heart’s words)
    Ekbaro fireo takao na (You don’t even look back once)

    (Pre-Chorus)
    Ami to tomakei cheyechi (I have only wanted you)
    Sudhu tomakei bhalobeshechi (I have only loved you)
    Tumi bojho na, bojho na (You don’t understand, don’t understand)

    (Chorus)
    Bojhena shey bojhena (She doesn’t understand, doesn’t understand)
    Amar moner kotha bojhena (She doesn’t understand my heart’s words)
    Bojhena shey bojhena (She doesn’t understand, doesn’t understand)
    Sudhu dure dure thake shey (She only stays far, far away)

    (Verse 2)
    Koto raat je geche amar (How many nights of mine have passed)
    Tomar opekhay jege thakar (Staying awake waiting for you)
    Tobuo tumi asho na (Still you don’t come)
    Amar kache kakhono (To me, ever)

    (Pre-Chorus)
    Ami to tomakei cheyechi (I have only wanted you)
    Sudhu tomakei bhalobeshechi (I have only loved you)
    Tumi bojho na, bojho na (You don’t understand, don’t understand)

    (Chorus)
    Bojhena shey bojhena (She doesn’t understand, doesn’t understand)
    Amar moner kotha bojhena (She doesn’t understand my heart’s words)
    Bojhena shey bojhena (She doesn’t understand, doesn’t understand)
    Sudhu dure dure thake shey (She only stays far, far away)

    (Bridge)
    Ki kore bojhabo tomake? (How will I make you understand?)
    Koto ta ami chai tomake (How much I want you)

    (Chorus)
    Bojhena shey bojhena (She doesn’t understand, doesn’t understand)
    Amar moner kotha bojhena (She doesn’t understand my heart’s words)
    Bojhena shey bojhena (She doesn’t understand, doesn’t understand)
    Sudhu dure dure thake shey (She only stays far, far away)

  • তোমার চোখে চেয়ে দেখি আমি জীবনটাকে

    তোমার চোখে
    চেয়ে দেখি আমি জীবনটাকে
    ভালোবাসার স্মৃতিগুলো
    তোমাকে শুধু চায়
    কিছু কথা
    কিছু আশা নিয়ে জীবনটাতে
    অনাবিল সব সুখের ছোঁয়ায়
    তোমাকে কাছে চাই
    ওই সুদূর নীলিমায়
    মন হারিয়ে যেতে চায়
    যেথায় সময় থেমে রয়
    তোমারই আশায়
    নীলা, তুমি কি চাও না হারাতে ওই নীলিমায়
    যেখানে দু’টি মন এক হয়ে ছবির মতো জেগে রয়
    নীলা, তুমি কি জানো না আমার হৃদয়ের ঠিকানা
    যেখানে তোমার আমার প্রেম মিলে মিশে এক হয়
    ফুলের মতো
    সৌরভে ভরিয়ে দিয়ে
    তোমায় আমি ভালোবেসে
    আরও কাছে পেতে চাই
    দুরন্ত প্রেম
    ঝর্ণাধারারই মতো
    ছুটে চলে অবিরত
    তোমার ঠিকানায়
    ওই সুদূর নীলিমায়
    মন হারিয়ে যেতে চায়
    যেথায় সময় থেমে রয়
    তোমারই আশায়
    নীলা, তুমি কি চাও না হারাতে ওই নীলিমায়
    যেখানে দু’টি মন এক হয়ে ছবির মতো জেগে রয়
    নীলা, তুমি কি জানো না আমার হৃদয়ের ঠিকানা
    যেখানে তোমার আমার প্রেম মিলে মিশে এক হয়
    ওই সুদূর নীলিমায়
    মন হারিয়ে যেতে চায়
    যেথায় সময় থেমে রয়
    তোমারই আশায়
    নীলা, তুমি কি চাও না হারাতে ওই নীলিমায়
    যেখানে দু’টি মন এক হয়ে ছবির মতো জেগে রয়
    নীলা, তুমি কি জানো না আমার হৃদয়ের ঠিকানা
    যেখানে তোমার আমার প্রেম মিলে মিশে এক হয়
    নীলা, তুমি কি চাও না হারাতে ওই নীলিমায়
    যেখানে দু’টি মন এক হয়ে ছবির মতো জেগে রয়
    নীলা, তুমি কি জানো না আমার হৃদয়ের ঠিকানা
    যেখানে তোমার আমার প্রেম…

    miles neela lyrics

    nila by miles lyrics

    nela by miles lyrics

    neela by miles lyrics

    নিলা মাইলস লিরিক্স

    নীলা লিরিক্স

  • পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে

    পৃথিবীতে সুখ বলে
    Prithibite Sukhe Bole
    ছায়াছবি: জীবন সংসার
    শিল্পী: সাবিনা ইয়াসমিন ও
    আগুন
    পৃথিবীতে সুখ বলে
    যদি কিছু থেকে থাকে
    তার নাম ভালোবাসা,
    তার নাম প্রেম
    জ্বলে-পুড়ে মরার মাঝে
    যদি কোনও সুখ থাকে
    তার নাম ভালোবাসা,
    তার নাম প্রেম।
    পৃথিবীর চারপাশে
    যেদিকে তাকাই
    সেখানেই তোমাকে
    পাই খুঁজে পাই
    পাশাপাশি থাকবো,
    বুকে ধরে রাখবো
    হৃদয়ের দাম দিয়ে
    হৃদয়ে নিলেম
    এ জীবন-সংসার
    বড় মধুময়
    যদি গো সেখানে
    ভালোবাসা রয়
    ভালোবেসে বাঁচবো,
    ভালোবেসে মরবো
    যার বিনিময়ে আমি
    তোমাকে পেলেম

    prithibite sukh bole jodi kichu theke thake lyrics

    tar nam valobasha tar naam prem lyrics

  • আমায় ডুবাইলিরে আমায় ভাসাইলিরে

    আমায় ডুবাইলিরে আমায় ভাসাইলিরে
    অকুল দরীয়ায় বুঝি কুল নাইরে…
    আমায় ডুবাইলিরে আমায় ভাসাইলিরে
    অকুল দরীয়ায় বুঝি কুল নাইরে…
    আমায় ডুবাইলিরে আমায় ভাসাইলিরে
    অকুল দরীয়ায় বুঝি কুল নাইরে…
    কুলনাই সীমা নাই অথই দরীয়ায় পানি
    দিবসে নীশিথে ডাকে দিয়া হাত ছানিরে
    অকুল দরীয়ায় বুঝি কুল নাইরে…
    আমায় ডুবাইলিরে আমায় ভাসাইলিরে
    অকুল দরীয়ায় বুঝি কুল নাইরে…
    পানসা জলে সাই ভাসায়ে, সাগরেরও বানে
    আমি জীবনের ভেলা ভাসাইলাম..
    জীবনের ভেলা ভাসাইলাম কেউনাতাজানেরে
    অকুল দরীয়ায় বুঝি কুল নাইরে…
    আমায় ডুবাইলিরে আমায় ভাসাইলিরে
    অকুল দরীয়ায় বুঝি কুল নাইরে…
    আসমান চাহে দরিয়া পানে, দরিয়া আসমান পানে
    আসমান চাহে দরিয়া পানে, দরিয়া আসমান পানে
    আরে লক্ষ বছর পার হইলো
    লক্ষ বছর পার হইলো কেউনাতাজানেরে
    অকুল দরীয়ায় বুঝি কুল নাইরে…
    আমায় ডুবাইলিরে আমায় ভাসাইলিরে
    অকুল দরীয়ায় বুঝি কুল নাইরে…
    কুলনাই সীমা নাই অথই দরীয়ায় পানি
    দিবসে নীশিথে ডাকে দিয়া হাত ছানিরে
    অকুল দরীয়ায় বুঝি কুল নাইরে…
    আমায় ডুবাইলিরে আমায় ভাসাইলিরে
    অকুল দরীয়ায় বুঝি কুল নাইরে…
    কুল নাই…সীমা নাই…নাইরে..কুল নাই…
    সীমা নাই…

    amay bhashaili re amay dubaili re lyrics

    okul doriar bujhi kul nai lyrics

    kul nai kinar nai lyrics

    kul nai sima nai lyrics

  • অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন

    অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন
    পেলাম খুজে এভূবনে আমার আপনজন;
    তুমি বুকে টেনে নাও না প্রিয় আমাকে
    আমি ভালোবাসি , ভালোবাসি, ভালোবাসি তোমাকে ;
    অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন
    পেলাম খুজে এভূবনে আমার আপনজন ।
    বিধাতা আমাকে তোমার জন্যে গড়েছে আপন হাতে,
    জীবনে মরণে , আধারে – আলোতে থাকবো তোমার সাথে ;
    তুমি বুকে টেনে নাও না প্রিয় আমাকে
    আমি ভালোবাসি , ভালোবাসি, ভালোবাসি তোমাকে ।
    অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন
    পেলাম খুজে এভূবনে আমার আপনজন ।
    যাবেনা কখনও ফুরিয়ে যাবে না – আমার ভালোবাসা ;
    তোমাকে পেয়েছি – পেয়েছি আবারো বাচার নতুন আশা ;
    তুমি বুকে টেনে নাও না প্রিয় আমাকে
    আমি ভালোবাসি , ভালোবাসি, ভালোবাসি তোমাকে ।
    অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন
    পেলাম খুজে এভূবনে আমার আপনজন । ।

    শিল্পীঃ কনকচাঁপা, খালিদ হাসান মিলু
    অ্যালবামঃ ভালোবাসি তোমাকে
    সুরকারঃ পাওয়া যায় নি
    গীতিকারঃ পাওয়া যায় নি
    বছরঃ পাওয়া যায় নি
    বিভাগঃ ছায়াছবি
    যোগ করেছেনঃ মাহি
    যোগ হয়েছেঃ অক্টোবর ১, ২০১২

    onek sadhonar pore ami lyrics

    tumi buke tene lyrics

  • আজ পাশা খেলবো রে শ্যাম

    ও শ্যাম রে তোমার সনে
    একেলা পাইয়াছি রে শ্যাম
    এই নিঠুর বনে
    আজ পাশা খেলবো রে শ্যাম
    একেলা পাইয়াছি হেতা পলাইয়া যাবে কোথায় ।।
    চৌদিকে ঘিরিয়ারে রাখবো ।।
    সব সখি সনে
    আজ পাশা খেলবো রে শ্যাম
    আতর গোলাপ চন্দন মারো বন্ধের গায় ।।
    ছিটাইয়া দাও ছোয়া চন্দন ।।
    ঐ রাঙ্গা চরণে
    আজ পাশা খেলবো রে শ্যাম
    দীনহীন আর যাবে কোথায়
    বন্ধের চরণ বিহনে ।।
    রাঙ্গা চরণ মাথায় নিয়া দীন হীন কান্দে ।।
    আজ পাশা খেলবো রে শ্যাম
    ও শ্যাম রে তোমার সনে
    একেলা পাইয়াছি রে শ্যাম
    এই নিঠুর বনে
    আজ পাশা খেলবো রে শ্যাম♫♪
    গীতিকার ও সুরকারঃ রাধা রমণ দত্ত

    o shyam re tomar sone lyrics

    ekela paiachi re shyam lyris

    aj pasha khelbo re sham lyrics

  • খিড়কির কিনারায়

    আয়না কিনিলাম, চিরুনি কিনিলাম
    তেল কিনিবার কথা মনত নাই
    আয়না ধরি সিতা(সিঁথি) পারের বন্ধু খিড়কির(জানালা) কিনারায়
    বানারসি গামছা গায়
    আয়না ধরি সিতা ফারের বন্ধু খিড়কির কিনারায়
    পুরুষের পাগলা মন, মাতায় চোখের ইশারায়
    আয়না ধরি সিতা পারের বন্ধু খিড়কির কিনারায়
    মোহন বাঁশি তুলা রাশি, স্বামী নাই ঘরে
    মনের মত রসিক পাইলে মাতায় আদরে
    যুবতী নারীর খাইল্যে(খালি) বাড়ি, কত রসিক আসে যায়
    এমন কোঠা নয় দরজা, মধ্যম তালা বন
    সে তালা খুলিতে পারলে, সে বড় সুজন
    চাবি পাইতাম খুলি চাইতাম, কোন পালঙ্কে বন্ধু নিদ্রা যায়।
    কহে হীন খায়রুজ্জামা, হন্ডে(কোথায়) গেলে পাই
    লাগত(নাগাল) পাইতাম, কোলত লইতাম তারে পান খিলি খাবাই
    পয়সা পাইতাম কিনি দিতাম রে, সুরমা লাগাই দিতাম গায়
    আয়না ধরি সিতা পারের বন্ধু খিড়কির কিনারায়
    •• গীতিকবিতা – মাস্টার খায়রুজ্জামা (চট্টগ্রাম)
    **
    মাস্টার খায়রুজ্জামা বা পণ্ডিত খায়রুজ্জামা চট্টগ্রামের আদি গীতিকবিদের একজন। তাঁর প্রায় সব গানে পারিবারিক সম্পর্ক – স্বামী স্ত্রী , ভাই বোন, নানা নাতি, মামী ভাগ্নে ইত্যাদি রূপক দেখা যায়। কোর্ট সালিশ বিচার এগুলোও অনুষঙ্গ আকারে পাওয়া যায়। মাস্টার খায়রুজ্জামার প্রায় গান দেহ তত্ত্ব নিয়ে। শিব কালি সহ নানান মিথলজিক্যাল রেফারেন্স এবং আরবি বর্ণমালা দিয়ে গানগুলোর গঠন। তিনি বেশীরভাগ গানে চট্টগ্রামের ভাষা প্রয়োগ করেছেন। আধ্যাত্মিক ভাবনায় গড়া রুপক অর্থের গানগুলো সুফি গানের ভান্ডারকে এখনো গৌরবান্বিত করে রেখেছে।
    **

    ayna kinilam ciruni kinilam lyrics
    Vocal, Harmonium – Aseer Arman
    Guitar, Banjo, Ukulele – Aseer Arman
    Ukulele Rhythm – Mahmudul Hasan
    Ektara – কামরুল হাসান শিপন
    Mondira – Sovon Dey
    Shaker – Ragib Hasan Rodel
    Baya – Mostakin Hossain Chowdhury
    Ghungur – Argha Dev
    Cinematography – Mostakin Hossain Chowdhury, Mahmudul Hasan, Shontu Amit
    Music Arrangement – Aseer Arman
    GNC Logo Designer – Shubhangi Majumdar
    GNC Logo Animator – Ragib Ekhowan

  • তুমি আর ডেকো না 🎤 মান্না দে (with lyrics)

    গীতিকার: গৌরীপ্রসন্ন মজুমদার
    সুরকার: মান্না দে
    🎤 মান্না দে
    তুমি আর ডেকো না
    তুমি আর ডেকো না
    পিছু ডেকো না
    আমি চলে যাই
    শুধু বলে যাই
    তোমার হৃদয়ে মোর স্মৃতি রেখো না
    তুমি আর ডেকো না
    আঁখিজল কভু ফেলো না
    নিবিড় আঁধারে একা
    আঁখিজল কভু ফেলো না
    নিবিড় আঁধারে একা
    নেভা দীপ আর জ্বেলো না
    পথ আর চেয়ে থেকো না
    পিছু ডেকো না
    আমি চলে যাই
    শুধু বলে যাই
    তোমার হৃদয়ে মোর স্মৃতি রেখো না
    তুমি আর ডেকো না
    জানি মোর কিছু রবে না
    তোমার আমার দেখা
    এ জীবনে আর হবে না
    আমার এ চলে যাওয়া
    চেয়ে দেখো না
    অকারণে ব্যথা পেয়ো না না
    অকারণে ব্যথা পেয়ো না
    হারালে যাহারে আজ
    তারে আর ফিরে চেওনা
    বেদনায় হাসি ঢেকো না
    পিছু ডেকো না
    আমি চলে যাই
    শুধু বলে যাই
    তোমার হৃদয়ে মোর স্মৃতি রেখো না
    তুমি আর ডেকো না
    তুমি আর ডেকো না
    তুমি আর ডেকো না
    Music
    1 songs

    Tumi Aar Deko Na lyrics
    Manna Dey,Manna Dey
    Hits Of Manna Dey Volume 2

  • রঙ্গিলা বাঁশিতে কে ডাকে 🎤 লতা মঙ্গেশকর (with lyrics)

    গীতিকার: পুলক বন্দোপাধ্যায়
    সুরকার : ভূপেন হাজারিকা
    🎤 লতা মঙ্গেশকর

    রঙ্গিলা বাঁশিতে কে ডাকে
    ঘুম ঘুম, নিঝুম রাতের মায়ায়
    রঙ্গিলা বাঁশিতে কে ডাকে?
    ঘুম ঘুম, নিঝুম রাতের মায়ায়
    চোখ মেলে চাও মেয়ে গো
    লাজ ভুলে যাও মেয়ে গো
    চোখ মেলে চাও মেয়ে গো
    লাজ ভুলে যাও মেয়ে গো
    ডাকে ওই সুরের ভাষায়
    ও রঙ্গিলা বাঁশিতে কে ডাকে?
    ঘুম ঘুম, নিঝুম রাতের মায়ায়
    রূপসী নদীর বধূয়ার হাওয়ায় দোলা মহুয়ার
    মনে কে আগুন জ্বালায়?
    ও রূপসী নদীর বধূয়ার হাওয়ায় দোলা মহুয়ার
    মনে কে আগুন জ্বালায়?
    ও রঙ্গিলা বাঁশিতে কে ডাকে?
    ঘুম ঘুম, নিঝুম রাতের মায়ায়
    সন্ধ্যাতারা ঐ জাগে, কৃষ্ণচূড়ার রঙ লাগে
    মনের গোপন কোন রাগে কে জানে কখন রাঙায়
    ও সন্ধ্যাতারা ঐ জাগে, কৃষ্ণচূড়ার রঙ লাগে
    মনের গোপন কোন রাগে কে জানে কখন রাঙায়
    হরিণীর মত পায়, বুনো মেয়ে ছুটে যায়
    পিয়ালের আঙিনায় গুনগুন অলি গায়
    চন্দনা কয় শিমুল শাখায়
    ও চাঁদ, যা, শুনে যা, মায়াজাল যা, বুনে যা
    ও চাঁদ, যা, শুনে যা, মায়াজাল যা, বুনে যা
    আয় রে নেমে মেঘের ভেলায়
    আয় রে নেমে মেঘের ভেলায়
    বাসা বাঁধার স্বপনে চলছে কে গো আনমনে
    গান গেয়ে নতুন আশায়?
    ও রঙ্গিলা বাঁশিতে কে ডাকে?
    ঘুম ঘুম, নিঝুম রাতের মায়ায়
    Music
    1 songs

    Rangila Banshite Ke Dake ltrics
    Lata Mangeshkar
    Nostalgic Puja Hits

  • কাল রাতের বেলা গান এল মোর মনে (with lyrics) রবীন্দ্র সংগীত

    রবীন্দ্র সংগীত
    🎤 সাগর সেন
    কাল রাতের বেলা গান এল মোর মনে,
    তখন তুমি ছিলে না গো মোর সনে॥
    যে কথাটি বলব তোমায় ব’লে
    কাটল জীবন নীরব চোখের জলে
    সেই কথাটি সুরের হোমানলে
    উঠল জ্বলে একটি আঁধার ক্ষণে–
    তখন তুমি ছিলে না মোর সনে॥
    ভেবেছিলেম আজকে সকাল হলে
    সেই কথাটি তোমায় যাব বলে
    ফুলের উদাস সুবাস বেড়ায় ঘুরে
    পাখির গানে আকাশ গেল পুরে,
    সেই কথাটি লাগল না সেই সুরে
    যতই প্রয়াস করি পরানপণে–
    যখন তুমি আছ আমার সনে॥
    Music
    1 songs

    Kal Rater Bela Gaan
    Sagar Sen
    Prem Esechhilo

  • খুব জানতে ইচ্ছে করে 🎤 মান্না দে (with lyrics)

    গীতিকার : মুক্তি রায়চৌধুরী
    সুরকার : মান্না দে
    🎤 মান্না দে

    খুব জানতে ইচ্ছে করে
    খুব জানতে ইচ্ছে করে
    তুমি কি সেই আগের মতই আছো
    নাকি অনেকখানি বদলে গেছো
    এখনো কি প্রথম সকাল হলে
    স্নানটি সেরে পূজার ফুল তুলে
    পূজার ছলে আমারই কথা ভাবো
    বসে ঠাকুর ঘরে
    এখনো কি সন্ধ্যা বেলা
    আমার বাড়ি ফেরার সময় পেরিয়ে গেলে
    অনেক অভিমানে চোখ দুটো কি জলে ভরে
    এখনো কি রাত নিঝুম হলে
    শরৎ কাহিনী পাশে খোলা পরে থাকে
    ব্যাকুল পিয়াসে আমারই পিয়াসে
    অন্তর কেঁদে মরে ॥

    Khub Jante Icha Kare lyrics
    Manna Dey,Prabhas Dey
    Chayanika Manna Dey Vol.1

  • রূপের ঐ প্রদীপ জ্বেলে কী হবে তোমার 🎤 তালাত মাহমুদ

    রূপের ঐ প্রদীপ জ্বেলে কী হবে তোমার 🎤 তালাত মাহমুদ

    গীতিকার: শ্যামল গুপ্ত
    সুরকার : কানু ঘোষ
    🎤 তালাত মাহমুদ

    রূপের ঐ প্রদীপ জ্বেলে কী হবে তোমার
    কাছে কেউ না এলে এবার
    মনের ঐ এত মধু কেন জমেছে
    যদি কেউ না থাকে নেবার
    রূপের ঐ প্রদীপ জ্বেলে কী হবে তোমার
    ও নূপুর না বাজালে কারো বাঁশিতে
    ও হাসি না মেশালে কারো হাসিতে
    ও নূপুর না বাজালে কারো বাঁশিতে
    ও হাসি না মেশালে কারো হাসিতে
    তোমার ঐ সোনার ফাগুন কী দাম পাবে
    তোমার ঐ সোনার ফাগুন কী দাম পাবে
    যদি কেউ না থাকে দেবার
    রূপের ঐ প্রদীপ জ্বেলে কী হবে তোমার
    কাছে কেউ না এলে এবার
    মনের ঐ এত মধু কেন জমেছে
    যদি কেউ না থাকে নেবার
    রূপের ঐ প্রদীপ জ্বেলে কী হবে তোমার
    এ জীবন না জড়ালে কারো জীবনে
    এ স্বপন না ছড়ালে কারো স্বপনে
    এ জীবন না জড়ালে কারো জীবনে
    এ স্বপন না ছড়ালে কারো স্বপনে
    রঙিন ঐ দিনগুলি কী এমন রবে
    রঙিন ঐ দিনগুলি কী এমন রবে
    সাড়া কেউ দিবে না যে আর
    রূপের ঐ প্রদীপ জ্বেলে কী হবে তোমার
    কাছে কেউ না এলে এবার
    মনের ঐ এত মধু কেন জমেছে
    যদি কেউ না থাকে নেবার
    রূপের ঐ প্রদীপ জ্বেলে কী হবে তোমার
    Music
    1 songs

    Ruper Oi Pradeep jele lyrics
    Talat Mahmood
    Sera Shilpi Sera Gaan Volume 6

  • আমার কোন্ কূলে আজ ভিড়ল তরী-🎤মানবেন্দ্র মুখোপাধ্যায়

    আমার কোন্ কূলে আজ ভিড়ল তরী-🎤মানবেন্দ্র মুখোপাধ্যায়

    নজরুল সংগীত
    🎤মানবেন্দ্র মুখোপাধ্যায়

    আমার কোন্ কূলে আজ ভিড়ল তরী
    এ কোন্ সোনার গাঁয় ।
    আমার ভাটির তরী আবার কেন
    উজান যেতে চায় ।।
    আমার দুঃখেরে কান্ডারী করি ,
    আমি ভাসিয়েছিলাম ভাঙ্গা তরী ,
    তুমি ডাক দিলে কে স্বপন পরী
    নয়ন ইশারায় ।।
    আমার নিবিয়ে দিয়ে ঘরের বাতি ,
    ডেকেছিল ঝড়ের রাতি ,
    তুমি কে এলে মোর সুরের সাথী
    গানের কিনারায় ।।
    ওগো সোনার দেশের সোনার মেয়ে
    তুমি হবে কি মোর তরীর নেয়ে ,
    এবার ভাঙ্গা তরী চলে বেয়ে
    রাঙা অলকায় ।।

    Kon Kule Aaj Bhirlo Tari lyrics
    Manabendra Mukherjee
    All Time Greats-manabendra Mukherjee Nazrul Songs

  • দুঃখ পেতে বলো চায় কে 🎤 সতীনাথ মুখোপাধ্যায়

    দুঃখ পেতে বলো চায় কে 🎤 সতীনাথ মুখোপাধ্যায়

    কথা: Santimoy Karforma
    সুর: সতীনাথ মুখোপাধ্যায়
    🎤 সতীনাথ মুখোপাধ্যায়

    দুঃখ পেতে বলো চায় কে
    তবু দুঃখেই আমি সুখ পাই
    বেদনায় যে গানের জন্ম
    সেই গান আমি প্রাণ ভরে গাই
    কুঁড়িগুলো ফুল হতে চাইলে
    তাদের কান্না তুমি শুনো
    ফুল ফোটা সাঙ্গ হলে
    পাপড়ি ঝরার দিন গুনো
    অন্তরে কান পেতে দেখো
    বাজে কোথা করুণ সানাই
    চোখে যার আছে আলোর তৃষ্ণা
    আঁধারের দাম সেই বোঝে
    কৃষ্ণ প্রেমের সার যে অশ্রু
    তাই তো রাধা কৃষ্ণ খোঁজে
    দুঃখের সেই অলখ চরণে
    গানে গানে প্রণাম জানাই ।

    Dukho Pete Bolo Chaaye To
    Satinath Mukhyopadhyay
    Aadhunik Bangla Gaan – Satinath Mukhyopadhyay

  • মালতী ভ্রমরে করে ঐ কানাকানি 🎤 হেমন্ত মুখোপাধ্যায়

    কথা: গৌরীপ্রসন্ন মজুমদার
    সুরকার: নচিকেতা ঘোষ
    🎤 হেমন্ত মুখোপাধ্যায়

    মালতী ভ্রমরে করে ঐ কানাকানি
    সেই সুরে মনে হয়
    তোমারেই জানি আমি জানি
    মালতী ভ্রমরে করে ঐ কানাকানি
    মালতী বলে ওগো মিতা
    আমি যে তোমারই জানো কি তা
    মালতী বলে ওগো মিতা
    আমি যে তোমারই জানো কি তা
    প্রাণের পরশ দাও আনি আনি
    প্রাণের পরশ দাও আনি
    তোমারেই জানি আমি জানি
    মালতী ভ্রমরে করে ঐ কানাকানি
    শুধু গান শুধু হাসি
    এই নিয়ে সারা বেলা
    চলে আজ ফাগুনের খেলা
    শুধু গান শুধু হাসি
    শুধু গান শুধু হাসি
    এই নিয়ে সারা বেলা
    চলে আজ ফাগুনেরই খেলা
    শুধু গান শুধু হাসি
    মালতী বলে ওগো প্রিয়
    এ লগন হোক স্মরণীয়
    শোনাও শপথের বাণী বাণী
    শোনাও শপথের বাণী
    তোমারেই জানি আমি জানি
    মালতী ভ্রমরে করে ঐ কানাকানি
    সেই সুরে মনে হয়
    তোমারেই জানি আমি জানি
    মালতী ভ্রমরে করে ঐ কানাকানি ॥

    Malati Bhramore Kare Oi Kanakani lyrics
    Hemanta Mukherjee
    Bondhu

  • প্রেমর নৌকা খানা খইরা

    💘📝 দরবার লিরিক্স:

    কথা/সুর : ফকির লাল মিয়া

    প্রেমর নৌকা খানা খইরা
    বন্ধুয় আমায় ডুবাইছে
    আইজ দুখখান খইতাম কার গেছে
    দুখ হুনার খোওসাইন কে আছে?

    ছুঁলার মাঝে মন হারাইয়া
    লাকড়ির লাখান জ্বালাইছে
    ছুঁলার মাঝে মন হারাইয়া
    লাকড়ির লাখান জ্বালাইছে

    ওবায় ছাও! যেবায় ইচ্ছা ওবায় হইরা জাও
    আচ্ছা গাও, হাছায় মিছায় গান বানাইয়া গাও
    বালা ফাও? তে বালা ফাইলে গীবত কিলা গাও?
    আচ্ছা খাও, আমি আর নায় আর খেউর মাথা খাও

    বউত্তা শৈয্য খইরা থাকছি যেলা খইছো ওলা করছি
    ডাকবার আগে সব ফালাইয়া উষ্টা বিষ্টা খাইয়া আইছি
    যেতা ছাইছো ওতা দিছি নিজে না খাইয়া খাওয়াইছি
    বেশী আল্লাদ দিয়া তোমারে আইজ মাথার উফরে তুলছি

    এটেনশন বাইস্কোপ নাইন টেন টেশ
    দারুন প্রেম পিরিতি খইরা আমার জীবন আইজকু শেষ
    নৌকা নিজে খানা খইরা দরছে বালা মানষর বেশ
    খেনে খানো দরি বিদায় নিছি হিসাব খরি দেখ!

    আমি নাই, তুমি যেলা ফারো থাকো আমি যাই
    আমি নাই, আমার ছোউখ দুইটা যায় যেবায় আমি যাই
    আমি নাই, থাকো নৌকা লইয়া নৌকার মাঝি নাই
    ইতাত নাই, আমি হাত জুড় খইরা মাফ ছাইরাম গো মাই

    কতো আশা দিয়া মনো আখতা খরি নাই
    ফাগলোর লাখান দিন রাইত তুকাই বন্ধু গেলায় কুয়াই
    যতো বেঈমান দেখছি আমি তোর উফরে খেউ নাই
    আল্লার গরো বাত্তি দিলাম বিচার আমি ছাই

    প্রেমর নৌকা খানা খইরা
    বন্ধুয় আমায় ডুবাইছে
    আইজ দুখখান খইতাম কার গেছে
    দুখ হুনার খোওসাইন কে আছে?

    ছুঁলার মাঝে মন হারাইয়া
    লাকড়ির লাখান জ্বালাইছে
    ছুঁলার মাঝে মন হারাইয়া
    লাকড়ির লাখান জ্বালাইছে

    যেতা মাতার মাতো তুমি যেতা ইচ্ছা খরো
    ইবায় খবরদার আর আইও না যাও হবায় গিয়া মোরো
    ইতা বঙ্গী ছঙ্গি খতো দেখতাম আতখান এবলা ছাড়ো
    শৈন্নে লাগাল ফাইছিল প্রেমো পইড়া বান্দর লইছি ঘাড়ো

    দুই মন আটা ময়দা মুখো দিয়া নারিং বিরিং খরো
    আচ্ছা বিষয় কিতা একশো একটা ফটো ডেইলি তুলো?
    খোওছাইন ফোনরো মিনিট বাদে বাদে স্টোরি খেনে মারো
    ফটোর লগে লগে হিব্বার দেকি হিন্দি গানো ছাড়ো

    কল দিলে খও চার্জ নাই ফোনো খইয়া ফোনটা রাখো
    হিবায় আস্তা রাইত নু মেসেন্জারো দেখায় একটিভ থাকো
    দেখো খার খার লগে মাতো ইতা তুমি তোমার জানো
    খতো ডং ডাং দেখতাম এবলা তুমি তোমার রাস্তা মাফো

    কষ্ট দিয়া উল্টা খইরায় কষ্ট তুমি ফাইছো
    আর ওউ হাছায় মিছায় মাইত্তা আমার মাথা তুমি খাইছো
    তোমার বিচার আল্লায় খরবা আর কয়টা দিন দেখো
    দেখতাম কষ্ট দিয়া মানষর মনো সুখে কিলা থাকো

    ইলা বালা ফাইতো নায় খেউ আমি যেলা ফাই
    ওখন আমি বাদ ওইগেছি আমার মূল্য নাই
    হাতে নাতে ধরছি খয়বার ইতার হিসাব নাই
    উল্টা দুষরে আমারে তুই মরতাম গিয়া কুয়াই

    প্রেমর নৌকা খানা খইরা
    বন্ধুয় আমায় ডুবাইছে
    আইজ দুখখান খইতাম কার গেছে
    দুখ হুনার খোওসাইন কে আছে?

    ছুঁলার মাঝে মন হারাইয়া
    লাকড়ির লাখান জ্বালাইছে
    ছুঁলার মাঝে মন হারাইয়া
    লাকড়ির লাখান জ্বালাইছে

    Watch the official “DORBAR” music video by Fokir Lal Miah,‎ ‪@tosibasylhet‬, ‎& ‪@realmrds‬! 💘

    𝙎𝙩𝙧𝙚𝙖𝙢/𝘿𝙤𝙬𝙣𝙡𝙤𝙖𝙙:

    premer nowka khana khoira

    Credits:

    🎧 Audio:
    Performer: Fokir Lal Miah, ‪@tosibasylhet‬, & ‪@realmrds‬
    Writer: Fokir Lal Miah
    Music Producer: Adib Kabir
    Sound Engineer: Adib Kabir

    🎬 Video:
    Director: Nasimul Mursalin Shakkhar
    Starring: Joyshree Debi with the artists themselves
    Edit & Color: Studio Walli
    Assisted by: Akash Ahmed
    Lights Control: Md Limon Khan
    Production Controller: Romzan
    Executive Producer: Towhid Hossain

    DORBAR (দরবার) – Fokir Lal Miah × Tosiba × MRDS | New Bangla Song 2024

  • আকাশে চাহিয়া তোমারে ভাবিয়া মরিয়া হইয়া রই

    আশা’ – আকাশের পানে ভীত মনে চেয়ে কিছুর আশায় মিনতি করা, সেটা হতে পারে যেকোনো কিছু। হতে পারে পরম স্রষ্টা অথবা হতে পারে নিজের সবথেকে প্রিয় মানুষ আবার হতেই পারে নিছক শূন্যতা!

    Lyric & Tune : Hossain Mahmud Rizvi
    Music Composed, Arranged & Produced By : Hossain Mahmud Rizvi

    Lyrics:

    আকাশে চাহিয়া
    তোমারে ভাবিয়া
    মরিয়া হইয়া রই

    স্বয়নে স্বপনে
    তোমারে দেখিয়া
    উতলা হইয়া রই

    ভাবিতে ফিরিয়া
    ক্লান্ত হইয়া
    আশাতে মজিয়া রই

    শান্ত হই
    ভ্রান্ত হই
    ক্লান্ত হই
    ধন্য হই

    জানিনা কই
    কীভাবে রই
    ভাবিতে রই
    শুনিতে রই

    ভিজে ভিজে সব ক্লান্তির খোঁজে রই ।।

    পাখি যেন কই
    একা বসে রই
    বিরহেতে আকাশ ভেঙে
    ভোরের পাখি উড়ে গেলো
    কই!

    ভুবনে সহিতে
    মরিতে বাঁচিতে
    তোমাকে দেখিতে
    রই

    আকাশে বাতাসে
    আলোতে আধারে
    তোমাতে মগ্ন
    রই ।।

    বলছি শোনো একটা কথা
    মরিতে বাঁচার প্রেমের ব্যথা
    তোমারে পানে আমার কথা
    একটু শুনে যাও

    মনটা আমার স্বপ্ন গাঁথা
    তাই বলে কী হবো একা
    ইচ্ছেমতো হেসে কেঁদে
    শূন্য হয়ে যাই

    স্বপ্ন আমার সাদা কালো
    রঙিন হলো এলোমেলো
    শূন্য মনে অবাক বনে
    মন ছুটেছে চলো

    স্বপ্ন আমার সাদা কালো
    রঙিন হলো এলোমেলো
    শূন্য মনে অবাক বনে
    মন ছুটেছে চলো ।।

    আকাশে চাহিয়া
    তোমারে ভাবিয়া
    মরিয়া হইয়া রই

    স্বয়নে স্বপনে
    তোমারে দেখিয়া
    উতলা হইয়া রই

    ভাবিতে ফিরিয়া
    ক্লান্ত হইয়া
    আশাতে মজিয়া রই

    ভুবনে সহিতে
    মরিতে বাঁচিতে
    তোমাকে দেখিতে
    রই ।।

    Asha (আশা) – Hossain Rizvi x Nayeem (Probe) | Official Music Video

    Audio Production: Studio ঘুরি
    Video Production: Studio ঘুরি
    Cinematography: Akib Islam | Hossain Rizvi | Sunayna Binte Mahmud
    Poster & Template Design: Farzat Amin
    Script: Hossain Mahmud Rizvi

    Mixed & Mastered: Hossain Mahmud Rizvi
    Recording Engineer: Hossain Rizvi | Akib Islam
    Editing: Hossain Rizvi | Farzat Amin
    Sponsored By: ঘুরি Productions

  • উত্তর সাগরের বুকে মরা মাছটা

    Lyrics:
    উত্তর সাগরের বুকে মরা মাছটা
    খেটে খাওয়া নাবিকের বুকে রাখা ছবিটায়
    আছড়ে পড়ে ঢেউ
    ঢেউয়ে ভাঙে ঘর।

    জোয়ারের ব্যতিক্রম জমে কালশে
    চলে যাওয়া মানুষেরা মনে পড়ে বালিশে
    ভাটায় ভিটে খুঁজি
    মেলেনা একটা ঘর।

    আয়নার ওপাশে দেখি
    চোখাচোখি হলে বিভ্রান্তি
    গৌরী সন্ধ্যায়
    শামাদান।
    জল-প্রতিবিম্বে দেখি
    চোখাচোখি হলে বিভ্রান্তি
    গৌরী সন্ধ্যায়
    শামাদান।
    ~
    ও জল আমায় ভাসাও
    ধুয়ে মুছে দাও যত ঠুনকো আশাও..।।
    যদি কোন দিন একা মনে হয়
    শুনো আমার এ গান
    আজ দিয়ে গেলাম তোমায়।

    Shamadan | শামাদান | Gaan Niyeche Chile | Argha Dev X Aseer Arman | Season 1

    Audio Production-

    Lyrics & Tune : Argha Dev
    Music Arrangement & Mixing : Aseer Arman
    Guitars : Aseer Arman, Argha dev, Ragib Hasan Rodel
    Voice harmony : Dhian Giri, Ragib Hasan Rodel, Aseer Arman
    Bawu : Aseer Arman
    Banjo : Dhian Giri
    Bass : Ritovash Chanda
    Percussion : Akash
    Mastering : Dh Shuvo

    Video Production : Nowshad Alam Nowaj

    Logo Designer : Shubhangi Majumdar
    Logo Animation : Ragib Ekhwan

    © Gaan Niyeche Chile – গান নিয়েছে চিলে

  • ভাইসাব রে তুই, জলে ভাসা সাবান আইনা দিলে না’

    ভাইসাব রে তুই, জলে ভাসা
    সাবান আইনা দিলে না’
    সাবান আইনা দিলে না রে,
    সাবান আইনা দিলে না
    ভাইসাব রে তুই, জলে ভাসা
    সাবান আইনা দিলে না।।

    সাবান আছে ঘরেঘরে,
    বিকায় সাবান বিষ্যুদবারে
    কার্বলিক সাবানে ভাইরে
    শইলের ময়লা উডেনা ।।

    যদি কর আমার আশা
    সাবান আইনা জলেভাসা
    নইলে সবই ভাসাভাসা
    আশা পূরণ হবেনা ।।

    ** সংগৃহীত ঘেটু গান **
    হুমায়ুন আহমেদ এর “ঘেটুপুত্র কমলা” সিনেমায় এই গানটি প্রথম শুনেছিলাম। চমৎকার একটি সংগৃহীত ঘেটু গান। এর মাঝে কেটে গেলো বহু বছর। প্রায় ভুলেই গিয়েছিলাম এই গান। বন্ধুদের সাথে আড্ডায় হঠাৎ একদিন বন্ধু রোদেলের কন্ঠে এই গান শুনে, আড্ডার সকলে নষ্টালজিক হয়ে পড়লো। এবং রোদেল গানটি গেয়েছিলোও চমৎকার৷ সেই সূত্রধরে আইডিয়া আসলো “গান নিয়েছে চিলে” থেকে এই প্রিয় গানটা প্রোডিউস করার। তারপর যে কথা সেই কাজ। এই গানের প্রোডাকশনে নেমে পড়লো “গান নিয়েছে চিলে”র টিম।
    ** জলেভাসা সাবান **

    • শিল্পী তার প্রিয়ভাজন এর কাছে একটি “জলভাসা সাবান” আনতে অনুরোধ করেছিলো। যেটা প্রতি বিশুদবারে হাটে কিনতে পাওয়া যায়। কোনকারণে সেই প্রিয় ব্যক্তি সাবানটি আনেনি, বা আনতে পারেনি। তাই শিল্পীর মনে ভীষন অভিমান! সেই সুত্রধরে এই গানের পরিবেশনা।
    • উল্লেখ্য, তৎকালীন সময়ে “জলভাসা সাবান” রমনীদের সৌন্দর্য বর্ধনের প্রিয় উপযোগ ছিলো। জলভাসা এক ধরনের সুগন্ধিময় সাবান যা পানিতে ভেসে থাকে। প্রানীজ চর্বি থেকে বানানো সাবান পানিতে ডুবে যায়, এতে উন্মুক্ত জলাধারে গোসলে ভীষন সমস্যা হয়। আর কার্বলিক সাবানে শরীর পরিষ্কার হয়না ভালোভাবে। একমাত্র, উদ্ভিজ্জ চর্বি থেকে বানানো জলভাসা সাবান তার গুণগত বৈশিষ্টের কারণে পানিতে ভেসে থাকে। তাই গোসলের সময় জলাধারে ডুবে যাওয়া সাবান খুঁজে বেড়াতে হয়না। পুকুর নদী বা হাওরে গোসলের জন্য এ সাবান একটা চমৎকার অনুষঙ্গ। তাই তৎকালীন গ্রামীণ জীবনে নারীদের মধ্যে সরল এক সৌখিনতা প্রদশর্নের অংশ হিসেবে জলভাসা সাবান বহুল আকাঙ্খার ছিলো।
      ** ঘাটু গানের ইতিহাস **
    • ঘাট শব্দটি থেকে ‘ঘাটু’ শব্দটি এসেছে বলে মনে করা হয়; কারণ গান পরিবেশন ঘাটে নৌকা ভিড়িয়ে পরিবেশন করা হতো। একে অনেকে ‘ঘাটের গান’-ও বলে। এই গানের আসর নৌকায় বসতো। এই গান বর্ষাকালে পরিবেশন করা হয়।
    • ষোড়শ শতকের শেষের দিকে ঘাটু গানের প্রচলন হয় বলে মনে করা হয়। অধিকাংশ গবেষকের ধারণা, শ্রীকৃষ্ণের প্রেম-মগ্ন কোন এক ভক্ত রাধা সেজে কৃষ্ণের অপেক্ষায় ছিলো, তখন তার কিছু ভক্ত গড়ে ওঠে; তখন এই ভক্তদের মধ্য হতে রাধার সখী সাজিয়ে নেচে নেচে বিরহ সংগীত পরিবেশন করা হত এবং এভাবেই প্রচলন ঘটে ঘাটু গানের। এই গানের শিল্পীরা বংশ-পরম্পরায় ঘাটু গান গেয়ে থাকে।
    • এটি বাংলাদেশের ভাটি অঞ্চলের গান বলে পরিচিত। এই গান বৃহত্তর ময়মনসিংহের পূর্বাঞ্চল, বৃহত্তর কুমিল্লার উত্তরাঞ্চল ও সিলেট বিভাগের হাওর এলাকায় প্রচলিত।

    Shaban Aina Dile Na | সাবান আইনা দিলে না | Gaan Niyeche Chile | Ragib Hasan Rodel X Aseer Arman

    Vocal – Ragib Hasan Rodel
    Guitar & Ukulele – Aseer Arman
    Harmoniun, Khamak & Naal – Aseer Arman
    Kazoo – Argha Dev
    Kartaal – Nowpel Mahamood Chowdhury
    Baya & Percussion – Mostakin Hossain Chowdhury

    Studio Arrengement – Aseer Arman
    Project Coordination – Nowpel Mahamood Chowdhury

    Logo Designer – Shubhangi Majumdar
    Logo Animator – Ragib Ekhwan

    © Gaan Niyeche Chile – গান নিয়েছে চিলে

  • ডুবে যাই কোন অতলে

    রাজ ‘পলট্’ বলল, আর সিমরণ ঘুরে তাকালো;
    রাজ ডুবে গেলো…
    কীভাবে যেন ডুবে গেছিল টাইটানিক,
    যেভাবে সমুদ্র স্নানে ডুবে গেল, তোমার প্রিয় আংটি।
    কীভাবে যেন একসাথে মন্দারমণিতে ডুবে ছিল অনিন্দিতা আর তন্ময়।
    যেভাবে শান্তিনিকেতনে অনিমেষ ডুবে ছিল, মাধবীলতার কাছে।
    যেভাবে ডুবে যায় প্রিয় হাতঘড়ি ঘড়ি সময়ের অতলে,
    আমিও ডুবে যাই, তুমি তাকালে
    Pov : এখানে আমরা যত্ন সহকারে ডুবে যাই, তুমি তাকালে…🌻

    Lyrics :
    Scale – F major
    ডুবে যাই কোন অতলে
    তুমি তাকালে মনের ভুলে
    ডুবে যাই…।।

    ডুবে যাই কোন অতলে
    চোখের জলে হৃদয় গলে।।
    ডুবে যাই…

    চেয়ে চেয়ে থাকে নদী
    চাতক সময় যদি,
    বৃষ্টি হয়ে চোখে নামো
    তুমি বৃষ্টি হয়ে চোখে নামো…

    ডুবে যাই, ওই অতলে
    চোখের জলে তুমি তাকালে…
    ডুবে যাই

    এই ব্যথার পাহাড় ভেঙে
    ভালোবাসা খুঁজে এনে
    পুঁতে দিও গোলাপের চারা…

    সময়ও তোমার কাছে
    মাথা নত করে আছে
    ডাক দিও ঘরে ফেরার…

    ডুবে যাই কোন অতলে
    তুমি তাকালে মনের ভুলে
    ডুবে যাই…

    Composition : Dwitiya Bhag
    Lyrics : Aniket Das
    Album – ‘ একটা অ্যালবাম হতে পারতো ‘
    Voice : Swayam Majumdar
    Music Arrangement: Swayam Majumder
    Artwork : Arpita Mal
    Video Credits: Subhrajit Panda