বিলের জলে চান্দের আলো করে ঝিকিমিকি
নিশিথে আসিয়া তুই করিস ডাকাডাকি
ওরে বিলের জলে চান্দের আলো করে ঝিকিমিকি
নিশীথে আসিয়া তুই করিস ডাকাডাকি
হিরামন পাখীরে তুই, হিরামন পাখী…
হিরামন পাখীরে তুই, হিরামন পাখী…
তোর আশায় আশায় আমি পন্থ চাইয়া থাকি
তোর আশায় আশায় আমি পন্থ চাইয়া থাকি
শ্যামলা বরণ গায়েরি রং দীঘল কালো চুল
দুই নয়নের আলো যেনো বেহেশতেরি ফুল
ওরে শ্যামলা বরণ গায়েরি রং দীঘল কালো চুল
দুই নয়নের আলো যেনো বেহেশতেরি ফুল
হিরামন পাখীরে তুই, হিরামন পাখী…
হিরামন পাখীরে তুই, হিরামন পাখী…
তোর আশায় আশায় আমি পন্থ চাইয়া থাকি
তোর আশায় আশায় আমি পন্থ চাইয়া থাকি
চিকন চাকন গায়ের গড়ণ কানে সোনার দুল
নূপুর পায়ে যায়রে হেটে পরানের বুলবুল
ওরে চিকন চাকন গায়ের গড়ণ কানে সোনার দুল
নূপুর পায়ে যায়রে হেটে পরানের বুলবুল
হিরামন পাখীরে তুই, হিরামন পাখী…
হিরামন পাখীরে তুই, হিরামন পাখী…
তোর আশায় আশায় আমি পন্থ চাইয়া থাকি
তোর আশায় আশায় আমি পন্থ চাইয়া থাকি
তোর আশায় আশায় আমি পন্থ চাইয়া থাকি
Hiramon Pakhi lyrics হীরামন পাখী Fazlur Rahman Babu
Hiramon Pakhi (হীরামন পাখি) | Fazlur Rahman Babu | Nazir Mahamud | With Lyric | Bangla Song 2017