নিজের চিন্তা, মতামত এবং কাজকর্মকে সর্বাপেক্ষা উত্তম মনে করা এবং অন্যের সবকিছুকে তুচ্ছ জ্ঞান করার নামই আত্মপ্রশস্তি এবং ইহা একটি মারাত্মক চারিত্রিক দোষ৷

— ইমাম গাজ্জালি

#হারতে_হয়

হেরে গিয়েছি অনেক,হারতে হয়েছে অনেক,
হারিয়েছি নিজেকে অনেক,হারাতে হয়েছে অনেক,
জিততে জিততেও হেরছি,হালও চেড়েছি।

তবু হারতে হারতেই শিখেছি হেরে যাওয়ার মুগ্ধতা,
হারার মাঝেই খুজে নিয়েছি জিততে পারার উদ্দীপনা।
বোধগম্যতা এনেছি জিতে যাওয়ার হীনমন্যতার।

পরিস্হিতি প্রদর্শন ব্যতীরেক যেমন বাস্তবতা দুর্দর্শ,
তেমনি হারা ছাড়াও জিতার আনন্দ অপূর্ণ।

তাই জীবনে হারতে হয়,নিজেকে হারাতে হয়,
হারতে হারতেই জীবন হয়ে উঠে কোমল,
আর শুধুমাত্র জিতার মাঝে জীবন হয় প্রাণহীন-নিরব।
তাই হারতে হয় বারবার।

Md Sifat Ahsan

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply