তোমাদের সবাইকে সদয়, জ্ঞানী ও সঠিক মনের অধিকারী হতে হবে। যতই বিশুদ্ধ জীবনযাপন করবে, ততোই উপভোগ করতে পারবে জীবনকে।

— গৌতম বুদ্ধ

স্বপ্নে আমি

ওই,
যাবি কি তুই আমার সাথে
সাদা-শান্ত মেঘেদের দেশে?
যেখানে আমি দেখবো তোরে
ডানাহীন নীল পরীদের বেশে।
থাকবে না কেউ সেখানে
শুধু সূর্যের কিরণ ছাড়া,
তারই মাঝে হবে আমাদের
যাত্রা ভ্রমণ সারা।
একটু পরে আসবে নেমে
গোধূলির লাল নীল ছায়া,
তখনই জন্ম নিবে
তোর প্রতি ভীষণ মায়া।
সেই মায়ায় বন্ধনে নিব তোকে
আমার হৃদয়ে আগলে,
আমি তখন খুব কষ্ট পাব
তুই আমার কাছে থেকে ভাগলে।
একটু পরে দেখা দিবে
গগন ভরা হাজারো তারা,
মিটিমিটি আলো আর হাসি দিয়ে
পাহারা হয়ে রবে যারা।
তারা তোকে ডাকবে খুব
তাদের কোমল আলোর বাড়িতে,
তুইও যাওয়ার ভান করবি
আমার সঙ্গ ছাড়িতে।
তখনই মেঘেরা রাগ করে
সরে যাবে পায়ের তলা হতে,
ধপ্ করে পড়বি তুই ,
তোর ঘুমানোর বিছানাতে।

                 -:সমাপ্ত:-

কলমে: আকমাল হোসেন
তারিখ ১৬-১২-২০২০

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply