Darkness cannot drive out darkness: only light can do that. Hate cannot drive out hate: only love can do that.

— Martin Luther King Jr.

সুরের ভুবনে আমি আজো

সুরের ভুবনে আমি আজো
Surer Bhubone Aami Aajo
ছায়াছবি: হারজিত
গীতিকার: গাজী মাজহারুল আনোয়ার
সুরকার: সত্য সাহা
শিল্পী: মাহমুদুন্নবী
[সুরের ভুবনে আমি আজো পথচারী
ক্ষমা করে দিও যদি না তোমার
মনের মত গান শোনাতে পারি]-২
সুরের ভুবনে
[গানের ভাষা আর প্রাণের ভাষা
একই বৃন্তে আজো বাধেনি বাসা]-২
তাই তোমাদের আসর ছেড়ে
মনটা হতে চায় ফেরারি।
সুরের ভুবনে আমি আজো পথচারী
ক্ষমা করে দিও যদি না তোমার
মনের মত গান শোনাতে পারি
সুরের ভুবনে
[কিবা আছে বলো দেবার মত
সংকোচে তাই আমি অবনত]-২
আছে শুধু মোর ভালবাসা
তাই দিয়ে যেতে চাই উজাড় করি
[সুরের ভুবনে আমি আজো পথচারী
ক্ষমা করে দিও যদি না তোমার
মনের মত গান শোনাতে পারি]-২
সুরের ভুবনে

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply