অনেক অনেক অনেকদিন পর দেখা হয়ে যাবে আমাদের
অনেক অনেক অনেকদিন পর ভুলে যাবো আমাদের ভুল
বিষণ্ণ এক বাতাসে উড়বে আমাদের খোলা চুল
অনেক অনেক অনেকটা পথ আসবো ফেলে পেছনে
অনেক অনেক অনেক হাহাকার থাকবে ঝুলে মেঘের ডানায়
স্মৃতির কাঁটা সব সরিয়ে শহরে ফুটবে গোলাপ
অনেকদিন অনেকদিন অনেকদিন পর
অনেক অনেক অনেকদিন পর শহরে নামবে বৃষ্টি
অনেক অনেক অনেকদিন পর শহরে নামবে বৃষ্টি
বৃক্ষেরা নতজানু
নালায় ভেসে যায়
নালায় ভেসে যায় সব প্লাস্টিকের পুতুল…
গান- সব প্লাস্টিকের পুতুল
কথা- সানি, তানভীর
সুর ও কন্ঠ- সানি
সংগীত আয়োজন- আরাফাত মহসিন
Shob Plastic Er Putul by Ahmed Hasan Sunny | সব প্লাস্টিকের পুতুল
Sound Mixing and Mastering- Arafat Kirty
পরিচালনা- মুহম্মদ মোস্তফা কামাল রাজ
অভিনয়- আমজাদ হোসেন, দিলারা জামান
ছবিয়াল নিবেদিত
Plastic er putul lyrics –