পুলিশ ও ডাক্তার, থানা ও চেম্বার
উভয়টি নিয়ে কিছু বলার আছে জানি
সত্য কথা লাগে অসহ্য তিতা তবু
সত্যকে তুলে ধরি সবার কাছে এই
মুক্তিযোদ্ধা কোনো বিস্কিট নয় যার
লাগবে যখন সে ভেঙে ভেঙে খাবে কেউ
পথে ঘাটে ফুটপাতে বাপ দাদা নাম বলে
আবেগের সাথে খেলে নিস্তার পাবে শোনো
জনমানুষের কথা বুকে বড় ব্যাথা কেনো
মানুষের মাঝে আজ নাই সমঝোতা একি
শিক্ষার অভাব নাকি দাম্ভিকতা নাকি
নিয়োমকে না মানার প্রবণতা
শিক্ষা ব্যার্থ নাকি সুশিক্ষা নাই কেনো
শিক্ষিত মানুষেরা অহংকারী কেনো
মুক্তিযোদ্ধা বলে সুবিধাটা নিতে হবে
অমুকের পোলা “তুমি অত্যাচারী” আজ
দুঃখ বুকে দেখি শিক্ষিত মানুষেরা
ঝগড়া করে আর ছোটো ছোটো বাচ্চারা
ফেসবুকে ঢুকে সেই ঝগড়া দেখে আহা
জন্মভূমি তুমি ক্ষমা করে দিও আজ
মানুষের পেট খালি পায়ের নীচে চোরাবালি
সংসারে পদে পদে দিতে হয় জোড়াতালি
মাঝপথে জীবনের চাকা হলে পাংচার
আমি তুমি খুজে মরি দোশ কার দোশ কার?
মানুষকে তুমি ভালোবাসতে শিখো
মানুষকে তুমি কাছে টানতে শিখো
অহংকারে হয় পতন সবার
মানুষকে প্রিয়জন ভাবতে শিখো
মানুষকে তুমি ভালোবাসতে শিখো
মানুষকে তুমি কাছে টানতে শিখো
অহংকারে হয় পতন সবার
মানুষকে প্রিয়জন ভাবতে শিখো
Song : Shushikkhar Obvab
Artist : Tabib MahmudLyrics,
Lyrics, Tune & Composition : Tabib MAhmud
Shushikher Ovab Bangla Rap Song 2021 | Tabib MAhmud | Deshi Hip Hop |